• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
শরীয়তপুরে হিটস্ট্রোকে অটোরিকশা চালকের মৃত্যু
শরীয়তপুরে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হারুন চৌকিদার (৪৩) নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।  রোববার (২১ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত হারুন চৌকিদার নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবরকান্দি এলাকার আলী হোসেন চৌকিদারের ছেলে। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে হারুন চৌকিদার জীবিকা নির্বাহ করতে জেলা শহরে অটোরিকশা চালিয়ে আসছেন। প্রতিদিনের মতো রোববার দুপুরে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে ডিসি অফিস এলাকায় যাত্রী পরিবহন করছিলেন। এ সময় তার অটোরিকশাটির সামনের চাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নিজেই অটোরিকশাটি ঠেলে ৬ মিনিটের দূরত্বে জেলা পরিষদের সামনের একটি গ্যারেজে নিয়ে আসেন। পরে তিনি ত্রুটিপূর্ণ চাকাটি খুলে হাওয়া দিচ্ছিলেন। এ সময় তিনি প্রচণ্ড গরমে ঘেমে হঠাৎ করে অসুস্থ হয়ে নিচে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত বলে ঘোষণা করেন।  হারুন চৌকিদারের চাচাতো ভাই আইনজীবী শামসুজ্জামান সেকেন্দার বলেন, ‘আমার চাচাতো ভাই তাপদাহের মধ্যে অটোরিকশা নিয়ে বের হয়েছিলো। অটোরিকশাটির সমস্যা দেখা দিলে নিজেই সেটি খুলে মেরামত করার চেষ্টা করছিলো। অতিরিক্ত গরমে পরিশ্রম করায় অসুস্থ হয়ে পড়েন হারুন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।’ জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবিকুন নাহার বলেন, স্বজনদের কাছ থেকে জানতে পারি অতিরিক্ত গরমে কাজ করার ফলে হঠাৎ অসুস্থ হয়ে যান হারুন নামের ওই ব্যক্তি। রোগীর স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে সামনে নিয়ে আসলে, আমি অ্যাম্বুলেন্সে গিয়ে তাকে দেখি। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে কাজ করার ফলে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
২১ এপ্রিল ২০২৪, ১৯:১৪

শরীয়তপুরে ৪০০ কেজি জাটকাসহ আটক ৪
শরীয়তপুরের গোসাইরহাটে ৪০০ কেজি জাটকা জব্দসহ ৪ জনকে আটক করেছে নৌপুলিশ। পরে জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাতপাড়া এলাকা থেকে মাছগুলো জব্দ করে নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। আটকরা হলেন হিজলা গৌরবর্দী এলাকার শরীফ মাঝি (৩০), শাহিন মাঝি (২৪), আনিছ সরদার (৩৮) ও ভোলা জেলার মো. সাগর (২৫)। স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশাল জেলার হিজলা উপজেলার অরাকুল এলাকা থেকে দুইটি নৌকায় জাটকা নিয়ে বিক্রির উদ্দেশ্যে শরীয়তপুরের গোসাইরহাট এলাকায় যাচ্ছিলেন অসাধু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সখিপুর নরসিংহপুর নৌপুলিশের একটি টিম কুচাইপট্টি ইউনিয়নের সাতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০০ কেজি জাটকা জব্দ করার পাশাপাশি চারজনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দ জাটকাগুলো স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়। নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি নৌকা থেকে চারশো কেজি জাটকা জব্দ করা হয়েছে। মাছ পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। 
২৩ মার্চ ২০২৪, ১৫:২১

শরীয়তপুরে মাটিবোঝাই ট্রাকের চাপায় ভাটামালিক নিহত 
শরীয়তপুরে মাটিবোঝাই ট্রাকের চাপায় রিটন সাহা (৫০) নামে এক ভাটামালিক মারা গেছেন।  রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার মনোহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিটন সাহা সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মৃত গৌরাঙ্গ সাহার ছেলে।  তিনি জেলা ইটভাটা মালিক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক ও পণ্ডিত বাজার এলাকার এলআরবি বিক্রসের স্বত্বাধিকারী। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে পণ্ডিত বাজার এলাকার নিজ ভাটা থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন রিটন সাহা। ভাটা থেকে একটু এগোতেই অপরদিক থেকে আসা তারই ইটভাটার কাজে ব্যবহৃত একটি মাটিবোঝাই ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রিটন সাহা। দ্রুত উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নিজ ভাটার ট্রাকের চাপায় একজন ইটভাটা মালিক গুরুতর আহত হয়েছিলেন। ঢাকায় নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে জানতে পেরেছি।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮

শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
শরীয়তপুরের নড়িয়াতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ টি দোকান পুড়ে গিয়েছে। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (২৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নড়িয়া বাজারের বড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকালে বাজারের বড় ব্রিজ রোড এলাকার মাহবুব আলমের ব্যাটারির দোকান থেকে প্রথম অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। পরে সেই আগুন মুহূর্তের মধ্যেই আশেপাশে থাকা অন্য দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের মাহবুব আলমের ব্যাটারির দোকান, আক্তার হোসেনের ঔষধের দোকান, ইদ্রিস আলীর ফার্নিচারের দোকান, বাবুল শেখের এসি ফ্রিজ মেরামতের দোকান, নাসির শেখের থাই ও অ্যালুমিনিয়ামের দোকান এবং হিরণ মোল্লার ফ্লেক্সি লোডের দোকানসহ ৬ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ফার্মেসী ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, আমার ও ওষুধের দোকানে অন্তত ৩০ লাখ টাকার মালামাল ছিলো। অনেক কষ্ট করে তিলে তিলে ব্যবসা প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছিলাম। আগুনে আমার সব কিছু শেষ হয়ে গেলো। সরকারের সাহায্য ছাড়া আমার আর কোনো বাঁচার পথ নেই। গতকালকেও কিস্তি থেকে টাকা এনে প্রায় ৫ লক্ষ টাকার ওষুধ রেখেছি।
২৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৫

শরীয়তপুরে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরের ডামুড্যাতে ফিরোজা বেগম নামের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন।  বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট সানাল মিয়া। দণ্ডিতরা হলেন নিজাম বালী (৪৫), মোহাম্মদ আলী (৩৫), ওমর ফারুক বেপারী (২৪), আল আমীন বেপারী (২০) ও ইব্রাহীম মোল্লা (২১)। আসামিরা সবাই ডামুড্যা উপজেলার দক্ষিণ শীতলকাঠী এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিন আসামি পলাতক রয়েছেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ১৮ এপ্রিল বিকাল ৫টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকার ফিরোজা বেগম (৫৫)। ২১ এপ্রিল বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ এলাকার আব্দুর রহমান মাস্টারের বাড়ির পাশের পরিত্যক্ত ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন ওই নারীর ছোট ভাই লাল মিয়া সরদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও ২ থেকে ৩ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে শরীয়তপুর আদালতে হত্যা মামলা করেন।  আসামিদের মধ্যে পাঁচজন জড়িত থাকায় তাদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে পুলিশ। বাকি আসামিদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ২৮ এপ্রিল ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিজাম বালীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ওমর ফারুক ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।  তারা ওই নারীকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা করার কথা আদালতের কাছে স্বীকার করেন। ওই তিনজন আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। 
১৬ জানুয়ারি ২০২৪, ১৫:২৪

শরীয়তপুরে ভোটকেন্দ্রে আগুন
শরীয়তপুরের নড়িয়াতে একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রটির বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে। শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার চরমোহন সুরেশ্বর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোটকেন্দ্র ৬৫নং স্কুলের জানালা দিয়ে শুক্রবার দিবাগত রাতে আগুন লাগায় দুর্বৃত্তরা। বিষয়টি স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ জনতা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনটি বেঞ্চ পুড়ে গেছে। এ বিষয়ে ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, মধ্যরাতে স্থানীয় লোকজন আমাকে ফোন দিয়ে বিষয়টি জানায়। পরবর্তীতে আমরা সবাই আগুন নিয়ন্ত্রণে আনি। জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম গণমাধ্যমকে বলেন, একটি কেন্দ্রের জানালার গ্লাস ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে কেন্দ্রটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়