• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে রোববার ভোর সাড়ে ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শনিবার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে রোববার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু
কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ২ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।  শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। এর আগে কুয়াশার কারণে শুক্রবার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার দিবাগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছিল। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে শুক্রবার ভোররাত সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু করার অনুমতি দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। আরও পড়ুন : শৈত্যপ্রবাহ নিয়ে ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস   বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।  তিনি বলেন, রোববার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে। এর আগে রোববার রাত ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
২২ জানুয়ারি ২০২৪, ১১:৫৮

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ
কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে যেকোনো সময় আবার ফেরি চলাচল শুরু হবে  বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নদী ও আশেপাশের এলাকা জুড়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। নদীপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে বা চ্যানেলে নোঙর করা হয়নি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।
১০ জানুয়ারি ২০২৪, ০২:৪৫

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে শুক্রবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।
০৫ জানুয়ারি ২০২৪, ১২:১২

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। আরও পড়ুন : সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক   এর আগে মঙ্গলবার দিনগত রাত ১১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।  আরও পড়ুন : কুড়িগ্রামে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা   তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে।
০৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫২

সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরি ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।  এর আগে সোমবার রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন। তিনি বলেন, রাত সাড়ে ৩টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে করে ফেরি চলাচল বন্ধ করা হয়। প্রায় সাড়ে ৫ ঘণ্টার বেশি সময় ফেরি চলাচল বন্ধ ছিল। পরে সকাল পৌনে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু হয়।  জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পাঁচটি ফেরি ট্রাফিকে রয়েছে। গাড়ির চাপ না থাকায় প্রতিদিন রোস্টার অনুযায়ী তিনটি ফেরি চলাচল করছে।
০২ জানুয়ারি ২০২৪, ১০:২০

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।  সোমবার (১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। তিনি জানান, সোমবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হবে বলেও জানান ফেরিঘাটের এ ব্যবস্থাপক।
০২ জানুয়ারি ২০২৪, ১০:৩৪

সাড়ে ৬ ঘণ্টার পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক 
ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।  সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। তিনি জানান, রোববার মধ্যরাতে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।  বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে বলেও জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।
০১ জানুয়ারি ২০২৪, ১১:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়