• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo
পেসমেকার বসানো হয়েছে সব্যসাচীর শরীরে
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। টালিপাড়ায় অভিনেতার অসুস্থতার খবরটি ছড়িয়ে পড়তেই চিন্তার ভাঁজ পড়েছে সবার কপালে। এবার জানা গেল, পেসমেকার বসানো হয়েছে সব্যসাচী শরীরে।  বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে সব্যসাচী শরীরে কৃত্রিম যন্ত্রটি বসানো হয়। মূলত সব্যসাচীর হার্টে ব্লক ধরা পড়ায় পেসমেকার বসানোর পরামর্শ দেন চিকিৎসকরা।   ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী— গত ১৯ মার্চ রাতে বুকে ব্যথা হলে কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সব্যসাচীকে। বর্তমানে সেখানেই হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রিয়ম মুখার্জির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ‘ফেলুদা’ খ্যাত এই অভিনেতা।    জানা গেছে, সব্যসাচীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার স্বাস্থ্য সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য, যা বলার চিকিৎসকরাই বলবেন। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে সব্যসাচীকে। তবে পরবর্তী সিদ্ধান্তের জন্য মেডিকেল টিম বসানো হতে পারে বলেও জানান তারা।   কৃত্রিম পেসমেকার হলো ব্যাটারিচালিত পাতলা হাতঘড়ির মতো একটি জেনারেটর। যে যন্ত্রটি বুকের ত্বকের নিচে ছোট্ট অস্ত্রোপচারের মাধ্যমে স্থাপন করা হয়। এর বিশেষ ধরনের তার শিরার মধ্য দিয়ে হৃদ্‌যন্ত্রের সঙ্গে যুক্ত থাকে। ফলে এই যন্ত্রে তৈরি বার্তা হৃৎপিণ্ডে পৌঁছে স্পন্দন স্বাভাবিক ও নিয়মিত রাখে।  সূত্র : নিউজ১৮ 
২১ মার্চ ২০২৪, ১৪:৩৫

ঢামেকে রোগীদের শরীরে ঢুকে যাচ্ছে মাদকাসক্তদের রক্ত : র‍্যাব
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে রোগীদের রক্তের প্রয়োজন হলে টাকার বিনিময়ে জোগাড় করে দেয় সক্রিয় দালাল চক্র। তবে বেশির ভাগ রক্ত তারা জোগাড় করে হাসপাতালের আশপাশে থাকা ভবঘুরে ও মাদকাসক্তদের থেকে। ফলে জীবন বাঁচাতে গিয়ে রোগীদের সরিরে মিশে যাচ্ছে মাদকাসক্তদের রক্ত।  এমন অভিযোগের ভিত্তিতে সোমবার (৪ মার্চ) ঢামেক হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৮ জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। অভিযান শেষে ঢামেকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেলে রোগীদের জিম্মি করে যে সিন্ডিকেট গড়ে উঠেছে। সেই দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে র‍্যাব অধিনায়ক জানান, সোমবার ৬৫ জন দালাল আটক করেছেন তারা। এদের মধ্যে ৫৮ জনকে ১৫ থেকে এক মাস করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই দালালরা বিভিন্ন ওয়ার্ডে, জরুরি বিভাগে, বহির্বিভাগে, ব্লাড ব্যাংকে রোগীদের জিম্মি করে। আবার মেডিকেলের ভেতরে অসহায় রোগীদের জিম্মি করে ছিট পাইয়ে দেওয়ার জন্য লেনদেন করে। কর্নেল আরিফ আরও বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে গোয়েন্দা নজরদারি চালিয়েছিলাম। গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এসব দালাল চিহ্নিত করেছি। আজকে আমরা অল্পসংখ্যক দালাল ধরেছি। এ সংখ্যাটা আরও বেশি হবে। এদের বড় একটি চক্র আছে। শুধু ঢাকা মেডিকেলেই ১৫০ থেকে ২০০ দালাল আছে।  
০৪ মার্চ ২০২৪, ২২:৩৬

তালাক দেওয়ায় শরীরে আগুন, স্বামীর পর মারা গেলেন স্ত্রী
নরসিংদীর রায়পুরার মরজালে তালাক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় স্বামীর মৃত্যুর দুদিন পর চিকিৎসক স্ত্রী লতা আক্তারের (৩২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী খলিলুর রহমান (৪০)। লতা আক্তারের চাচা ফারুক মিয়া বলেন, মরদেহ বাড়ি নিয়ে আসা হবে এবং নিয়ম অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিহত লতা আক্তার জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। তিনি ঢাকার গুলশান এলাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে পাস করা চিকিৎসক। নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তার সাবেক স্বামী খলিলুর রহমান গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলী বেপারীর ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক লতা আক্তার ও খলিলুর রহমানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে গোপনে তারা বিয়ে করেন। তবে খলিল তথ্য গোপন করে বিয়ে করায় দুইমাস আগে তাকে তালাকনামা পাঠান লতা আক্তার। তারপরও খলিল তাকে নিয়ে সংসার করতে চান। এনিয়ে উভয়ের মতামতের ভিত্তিতে গ্রামে সালিশ বসে। সেখানেও খলিলুর রহমানের সঙ্গে সংসার করতে আপত্তি জানান লতা আক্তার। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে লতা আক্তারের বাবার বাড়ি মরজাল এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন খলিলুর রহমান। পরে স্ত্রী ও নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দরজা ভেঙে উভয়কে ঘর থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। লতা আক্তারকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন। খলিলুর রহমানকে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। রায়পুরা থানার উপপরিদর্শক আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লতা আক্তারের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনার পর পর লতার পরিবারের পক্ষ থেকে সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল।
০১ মার্চ ২০২৪, ০৮:৩৭

আরও ৫৩ জনের শরীরে করোনা
করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৫৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি ল্যাবে ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ৯৪০ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৬ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৯১ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৯

তিশার শরীরে জয়ের হাত, খেপে গেলেন মুশতাক
বর্তমান সময়ে আলোচিত-সমালোচিত দম্পতি তিশা-মুশতাক। অমর একুশে বইমেলায় এবার তারা বই প্রকাশ করেছেন। আর এরপর থেকেই শুরু হয় নানা বিপত্তি। বইমেলা থেকে পরপর দুবার বের করে দেওয়া হয় তাদের। এমনকি হত্যার হুমকিও দেওয়া হয়েছে। সর্বশেষ তারা নিরাপত্তার জন্য ডিবি কার্যালয় পর্যন্ত যান। এদিকে তিশার শরীরে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় হাত দেওয়ায় খেপে গেছেন খন্দকার মুশতাক আহমেদ।  সম্প্রতি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যান তিশা-মুশতাক। সেখানে অনুষ্ঠান চলাকালীন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তিশার পাশে গিয়ে বসেন। এক পর্যায়ে মজার ছলে শরীরে হাত দেন। আর এতেই খেপে যান খন্দকার মুশতাক। তিনি জয়ের উদ্দেশে তখন বলেন, আপনি কেনো শরীরে টাচ করেছেন তিশার? আপনি এটা করতে পারেন না। আমরা আপনার অনুষ্ঠানে এসেছি, আপনি কিন্তু সুযোগ নিতে পারেন না।  প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। এ সময় তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৩

আরও ৩৮ জনের শরীরে করোনা
করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৩৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৪৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক শূন্য ৬৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ এবং সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়াদের মধ্যে ৩৩ জনই ঢাকার এবং বাকিরা চট্টগ্রামের বাসিন্দা। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ৭০৯ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ লাখ ১৪ হাজার ৮৯৮ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৫

শরীরে ট্যাটু করিয়ে প্রাণ গেল যুবকের
ট্যাটু করানোর চল নতুন নয়। তবে, এই প্রজন্মের কাছে ট্যাটু এখন ‘স্টাইল স্টেটমেন্ট’। তাই ট্যাটু শিল্পীদের চাহিদাও তুঙ্গে। পাড়ায়, অলিগলিতে অনামি, ছোট পার্লারের রমরমাও পাল্লা দিয়ে বেড়েছে। তেমনই এক অপটু শিল্পীর হাতে ট্যাটু করিয়ে মৃত্যু হলো ৩২ বছরের এক যুবকের। ঘটনা ইংল্যান্ডের। একটি প্রতিবেদন থেকে জানা গেছে, দুই সন্তানের বাবা, বেন ল্যারি উঠতি এক শিল্পীর কাছ থেকে ট্যাটু করান। ট্যাটু করানোর কয়েক ঘণ্টা পর থেকেই শরীরে ওই অংশে ‘র‌‌্যাশ’ বেরোতে শুরু করে। শরীরেও নানা ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু সেই লক্ষণগুলি সাধারণ বলে খুব একটা গুরুত্ব দেননি বেন। চিকিৎসকের কাছে যেতেও বেশ কিছুটা দেরি হয়ে যায়। ততক্ষণে গোটা শরীরে ছেয়ে যায় সেপসিসে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাধারণত অসুরক্ষিত সুচ থেকেই সেপসিস-এ আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই রোগে আক্রান্ত হলে শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ক্রমে তা দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে বিকল করতে শুরু করে। বেনের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করছেন চিকিৎসকেরা। শুধু ট্যাটু নয়, ইঞ্জেকশনের সিরিঞ্জে যে সুচ ব্যবহার হয়, তা থেকেও কিন্তু সেপসিস হতে পারে। সেপসিসে আক্রান্ত হয়েছেন কি না বুঝবেন কী করে? ১) ট্যাটু করানোর পর সারা শরীরে রক্ত জমাট বাঁধতে শুরু করতে পারে। ২) কয়েক ঘণ্টা পর যদি মূত্রত্যাগ করতে সমস্যা হয়, সতর্ক হতে হবে। ৩) হঠাৎ হৃদ্‌স্পন্দনের হার মাত্রাছাড়া হয়ে যেতে পারে। ৪) ট্যাটু করানোর পর রক্তের চাপ অস্বাভাবিক হারে কমে যেতে পারে। ৫) ব্যথার চোটে কারও কারও কাঁপুনি দিয়ে জ্বরও আসে। ট্যাটু করালেই যে সেপসিসে আক্রান্ত হবেন এমনটা কিন্তু নয়, তবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে? ১) ট্যাটু করানোর আগে ওই ট্যাটুশিল্পীর সম্পর্কে খোঁজখবর নিয়ে নিন। ২) যন্ত্রপাতির পাশাপাশি যে সালোঁ বা পার্লারে ট্যাটু করাবেন, সেই জায়গাও জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন। ৩) পদ্ধতি শুরু করার আগে শিল্পী যেন গ্লাভ্‌স ব্যবহার করেন। সেই বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। ৪) ট্যাটু করার যন্ত্রের মুখে যে সুচ থাকে, তা যেন একেবারে নতুন হয়। ৫) শরীরের যে অংশে ট্যাটু করাবেন, সেই জায়গাটিও জীবাণুমুক্ত করে নেওয়া আবশ্যিক। ৬) সদ্য ট্যাটু করানোর পর ওই অংশে যেন কোনও ভাবে ধুলোবালি না লাগে। পানি লাগলেও কিন্তু সংক্রমণ হতে পারে। সূত্র: টাইমস নাউ নিউস
১৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়