• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র
কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক (টিটু) শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করেন তারা।   প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করান। একই সময়ে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান।   এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রী  মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির ৪৪ জন কাউন্সিলর। গত ৯ মার্চ ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ করা হয়। একই দিন উপরোক্ত জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেন ডা. তাহসিন বাহার সূচনা। আর ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু।
০৪ এপ্রিল ২০২৪, ১২:৪৫

জঙ্গিবাদ নির্মূলের শপথ শাহবাজ শরীফের
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী হামলায় দুই সেনা সদস্যকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত শুক্রবারের ওই ঘটনায় প্রধানমন্ত্রী দেশ থেকে জঙ্গিবাদ নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতিও দিয়েছেন। পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানিয়েছে, ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বহরের কাছে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। আরব নিউজ পাকিস্তান লিখেছে, ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তবে একই অঞ্চলে এর আগের হামলার ঘটনার দায় স্বীকার করেছিল পাকিস্তান তালেবান। বোমা হামলার নতুন ঘটনার নিন্দা জানিয়ে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে জঙ্গিবাদ নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শরীফ। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের পশ্চিমাঞ্চলে জঙ্গিবাদের তৎপরতার মধ্যে এই হামলা হয়েছে। ২০২২ সালের নভেম্বরে যুদ্ধবিরতি প্রত্যাহার করে পাকিস্তানি তালেবানরা। ওই ঘটনার পর থেকে সহিংসতা বেড়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে সাহসী হয়ে উঠেছে পাকিস্তানি তালেবান, বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
৩০ মার্চ ২০২৪, ১৬:০৮

শপথ নিয়েছে শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভা
পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার ১৯ জন জায়গা পেয়েছেন। তাদের মধ্যে ১৮ জন পূর্ণমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী।  সোমবার (১১ মার্চ) দেশটির প্রেসিডেন্ট হাউজে এই শপথ অনুষ্ঠান হয়। এর আগে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্টের কাছে ১৯ সদ্যের একটি তালিকা দেন। একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে মন্ত্রিসভার আকার ছোট করেছেন। তবে দ্বিতীয় ধাপে সংখ্যা আরও বাড়বে। শাহবাজ শরিফের ১৯ সদস্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন একজন নারী। প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন মন্ত্রিসভায় খাজা মুহাম্মদ আসিফকে প্রতিরক্ষা, প্রতিরক্ষা উৎপাদন ও এভিয়েশন, মোহাম্মদ ইসহাক দারকে পররাষ্ট্র, মুহাম্মদ আওরঙ্গজেবকে অর্থ ও রাজস্ব, মহসিন নাকভিকে স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১২ মার্চ ২০২৪, ১৬:৪২

শপথ নিলেন নতুন ৭ প্রতিমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন চতুর্থ মেয়াদের মন্ত্রিসভায় আরও সাতজন নতুন সদস্য শপথ নিয়েছেন। এ নিয়ে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জন। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নেওয়া নতুন ৭ জন প্রতিমন্ত্রী হলেন- মো. শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), মো. আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪), বেগম রোকেয়া সুলতানা (সংরক্ষিত মহিলা আসন), বেগম শামসুন্নাহার চাঁপা (সংরক্ষিত মহিলা আসন), বেগম ওয়াসিকা আয়শা খান (সংরক্ষিত মহিলা আসন) এবং বেগম নাহিদ ইজাহার খান (সংরক্ষিত মহিলা আসন)। এর আগে, বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১৮ জন।
০১ মার্চ ২০২৪, ২১:০৬

বর্ধিত মন্ত্রিসভার শপথ শুক্রবার 
দ্বাদশ সংসদের মন্ত্রিসভার আকার বাড়ছে। আগামীকাল শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বর্ধিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এরপর টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে দলটি। শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। গত সংসদে মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন ৪৭ জন। গতবারের ১৪ মন্ত্রী, নয়জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় জায়গা পাননি।
০১ মার্চ ২০২৪, ০১:৩৬

শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের নির্বাচিত ৪৮ জন ও জাতীয় পার্টির ২ জন সদস্য শপথ নিয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতে বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয়। এটি সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। শপথগ্রহণ শেষে নারী সংসদ সদস্যরা শপথ বইয়ে সই করেন। বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা। জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম জানান, বিরোধী দল হিসেবে দায়িত্ব পেয়ে সংসদে শুধু খারাপটাই বলবেন, এমন না। এ সময়, ভালো কে ভালো বলতে হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে রোববার (২৫ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরপর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৭

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ বিকেলে
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ অনুষ্ঠিত হবে।  বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পাঠ করাবেন।  শপথগ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন এবং বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন। এর আগে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ৫০ এমপির তালিকাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।  বিজ্ঞপ্তি দিয়ে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগ/জোটের মনোনীত ৪৮ জন এবং জাতীয় পার্টি মনোনীত দুইজন অর্থাৎ মোট ৫০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়। দাখিলকৃত মনোনয়নপত্র পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক ৫০ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। ‘ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে কোন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১২ এর উপধারা (১) অনুসারে প্রার্থীগণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।’ উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি আসন। এ ছাড়া স্বতন্ত্র ৬২টি এবং জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তিনটি আসন পেয়েছে অন্য তিনটি দল থেকে। এ ছাড়া একটি আসনে নির্বাচন এখনও বাকি আছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭

শপথ নিলেন পাঞ্জাব পরিষদের সদস্যরা
পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) তাদের শপথ পড়ান বিদায়ী স্পিকার সিবতাইন খান। এ শপথের মধ্য নিয়ে নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ সংসদীয় রাজনীতিতে প্রবেশ করলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর এটাই ছিল প্রথম প্রাদেশিক পরিষদের অধিবেশন। যেখানে নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। অধিবেশনে ৩১৩ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন যার মধ্যে ২১৫ জন পিএমএল-এন এবং এর সহযোগী দলগুলোর। বাকী ৯৮ জন ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সদস্য।  বিদায়ী স্পিকার সিবতাইন খান বলেন, শনিবার (২৪ ফেব্রুয়ারি) গোপন ব্যালটের মাধ্যমে পাঞ্জাব প্রাদেশিক সরকারের স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। এজন্য আজ স্পিকার এবং ডেপুটি স্পিকারের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে।  তবে দুই ঘণ্টা দেরিতে এই শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রতিবেদনে কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং সুন্নি উত্তেহাত কাউন্সিলের নির্বাচিত সদস্যরা শপথ নেয়ার সময় একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং উচ্চ বাচ্য শব্দ বিনিময় করেন। 
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৭

মঙ্গলবার শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম সংসদ অধিবেশন বসবে আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি)। ওই দিন বিকেল ৩টায় রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গতবারের মতো এবারও স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে। অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয় জানায়, সরকারি দল আওয়ামী লীগ সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবারও ভোটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিজয়ী হবেন। স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছু সময় মুলতবি রাখা হবে। ওই সময় রাষ্ট্রপতির মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে তারা শপথ নেবেন। সচিবালয় আরও জানায়, শপথ নেওয়ার পর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে শুরু হবে সংসদের অধিবেশন বৈঠক। বৈঠক শুরুর পর নতুন স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করার পর মোনাজাত শেষে কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি রাখা হবে। আবার সংসদের বৈঠক শুরু হলে স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে। প্রথম অধিবেশনেই সংসদীয় কমিটিগুলো গঠন করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে তারা পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। আর স্বতন্ত্ররা ৬২টি আসনে জয়ী হয়েছেন।  এর আগে, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৯ সালে ৩০ জানুয়ারি। সেই হিসাবে আগামী ২৯ জানুয়ারি শেষ হচ্ছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ।  
২৮ জানুয়ারি ২০২৪, ১৯:৩৫

২৫ জানুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে
আজ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪।  একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৪৯৪ - প্রথম ফার্দিনান্দের মৃত্যুর পর দ্বিতীয় আলফনসো নেপলসের রাজ সিংহাসনে আরোহন করেন। ১৬৬২ - ব্রিটিশ সেনাবাহিনীর জাঞ্জিবারে স্থায়ী ঘাঁটি স্থাপন করে। ১৮০২ - ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ইতালির প্রেসিডেন্ট নিযুক্ত হন। ১৮৩১- - পোল্যান্ডের স্বাধীনা ঘোষণা করা হয়। ১৮৯০ - নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন। ১৮৯৯ - প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয়। ১৯১৫ - আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন। নিউ ইয়র্ক থেকে কথা বলেন সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে। ১৯১৭ - ২৫ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ ক্রয় করে। ১৯১৮ - ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে বলশেভিক রুশিয়া থেকে আলাদা হয়ে। ১৯১৯ - লিগ অব ন্যাশনস্-এর প্রতিষ্ঠা হয়। ১৯৪২ - থাইল্যান্ড জাপান একজোট হয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধ করে। ১৯৬৪ - পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়। ১৯৬৫ - ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে। ১৯৭৫ - চতুর্থ সংশোধনী পাস করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) কায়েম হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ১৯৭৯ - চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের মৃত্যু ঘটে। জন্ম: ৭৫০ -  বাইজেন্টাইন সম্রাট চতুর্থ লিও খাজার জন্মগ্রহণ করেন। ১৭৩৬ -  ইতালীয় ফরাসি গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোসেফ-লুইস লাগ্রাঙ্গে জন্মগ্রহণ করেন। ১৭৫৯ -  স্কটিশ কবি ও গীতিকার রবার্ট বার্নস জন্মগ্রহণ করেন। ১৮২৪ -  বাঙালি কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। ১৮৫৬ -  বাঙালি রাজনীতিবিদ, সমাজ সেবক ও লেখক অশ্বিনীকুমার দত্ত জন্মগ্রহণ করেন। ১৮৭৪ - সাহিত্যিক ও নাট্যকার সমারসেট মম জন্মগ্রহণ করেন। ১৮৮২ - বিখ্যাত ইংরেজ মহিলা কথাশিল্পী ভার্জিনিয়া উলফ জন্মগ্রহণ করেন। ১৯১৭ -  নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান রসায়নবিদ ইলিয়া প্রিগোগিনে জন্মগ্রহণ করেন। ১৯২৩ -  নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ফার্মাকোলজিস্ট ও চিকিৎসক আরভিড কার্লসন জন্মগ্রহণ করেন। ১৯৪২ - প্রাক্তন পর্তুগীজ ফুটবলার ইউসেবিও জন্মগ্রহণ করেন। ১৯৪৭ - প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার টোস্টাও জন্মগ্রহণ করেন। ১৯৪৯ -  নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জেনেটিসিস্ট ও জীববিজ্ঞানী স্যার পল ম্যাক্সিম নার্স জন্মগ্রহণ করেন। ১৯৬৭ -  ফরাসি সাবেক ফুটবলার ও অভিনেতা ডেভিড গিনলা জন্মগ্রহণ করেন। ১৯৭৮ -  রাশিয়ান সাইক্লিস্ট ডেনিস ম্যানচভ জন্মগ্রহণ করেন। ১৯৮৪ -  ব্রাজিলীয় ফুটবলার রবিনিয়ো জন্মগ্রহণ করেন। মৃত্যু: ৪৭৭ -  ভান্ডালসের রাজা গেন্সেরিক মৃত্যুবরণ করেন। ১৮৫২ -  রাশিয়ান এডমিরাল মানচিত্রাঙ্কনবিদ ও এক্সপ্লোরার ফেবিয়ানগটলিয়েব ভনবেলিংশাউসেন মৃত্যুবরণ করেন। ১৮৬৮ -  ইয়ং বেঙ্গল গ্রুপের নেতা, সফল ব্যবসায়ী, বাগ্মী ও সমাজ সংস্কারক রামগোপাল ঘোষ মৃত্যুবরণ করেন। ১৯০৮ -  ইংরেজ লেখক অউইডা, মৃত্যুবরণ করেন। ১৯৫৪ -  ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায় মৃত্যুবরণ করেন। ১৯৫৭ -  আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি মৃত্যুবরণ করেন। ১৯৭৯ - চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিং মৃত্যুবরণ করেন। ১৯৮২ - রাশিয়ান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ মিখাইল সুসলভ মৃত্যুবরণ করেন। ১৯৯০ -  আমেরিকান অভিনেত্রী আভা গার্ডনের মৃত্যুবরণ করেন। ২০০৪ -  হাঙ্গেরিয়ান ফুটবলার মিক্লস ফেহের মৃত্যুবরণ করেন। ২০০৫ - আমেরিকান স্থপতি ফিলিপ জনসন মৃত্যুবরণ করেন। ২০১০ -  ইরাকি জেনারেল, রাজনীতিবিদ ও প্রতিরক্ষা মন্ত্রী আলী হাসান আল-মজিদ মৃত্যুবরণ করেন। ২০১৫ -  গ্রিক গায়ক, গীতিকার ও খাদ প্লেয়ার ডেমিস রউসোস মৃত্যুবরণ করেন।
২৫ জানুয়ারি ২০২৪, ০১:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়