• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
লেনিনের মৃত্যু শতবর্ষ পালন করলেন রুশ কমিউনিস্টরা
মস্কোর রেড স্কয়ারে সমবেত হয়ে ১৯১৭ সালে রুশ বিপ্লবের নায়ক লেনিনের মৃত্যু শতবর্ষ পালন করলেন কমিউনিস্টরা। একসময় তার ছবি সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় সব জায়গায় থাকত। তার নাম প্রায় প্রতিদিন উচ্চারিত হত রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নে। সেই লেনিনের মৃত্যু শতবর্ষ পালনের অনুষ্ঠানে রেড স্কয়ারে উপস্থিত ছিলেন কিছু কমিউনিস্ট সদস্য। রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন, তারা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে সৌভাতৃত্বও গড়ে তুলতে চেয়েছিলেন। অনেকের হাতে ছিল লাল পতাকা, কিছু মানুষের হাতে ছিল পোস্টার। সমবেত সকলে লেনিনের স্মৃতিসৌধে গিয়ে ফুল দেন। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট পুতিন লেনিনের কড়া সমালোচক হলেও লেনিনের দেহ স্মৃতিসৌধ থেকে সরাননি। তবে লেনিনের মৃত্যু শতবর্ষ উপলক্ষে একটা কথাও বলেননি পুতিন। তবে তিনি এর আগে বলেছিলেন, লেনিন ভয়ংকর ভুল করেছিলেন। ১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে লেনিনের মৃত্যু হয়।
২৩ জানুয়ারি ২০২৪, ২৩:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়