• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ইরান নাকি ইসরায়েল, কে বেশি শক্তিশালী
দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি নজিরবিহীন হামলা চালিয়েছে তেহরান। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এখন ইসরায়েল পাল্টা হামলা চালায় কি না, তা নিয়ে সবাই উদ্বিগ্ন। যদিও ইরানে হামলা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন পায়নি ইসরায়েল তারপরেও আশঙ্কা কাটছে না। এদিকে দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ। তবে এরই মধ্যে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এর ফলে যেকোনো সময় মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ লাগার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ  সামরিকভাবে দুটি দেশই শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ার’র পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে। র‍্যাংকিংয়ে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। নিয়মিত ও রিজার্ভ সৈন্য ইসরায়েলের চেয়ে প্রায় দ্বিগুণ সৈন্য রয়েছে ইরানের। ইরানের নিয়মিত সেনা রয়েছে ১১ লাখ ৮০ হাজার। আর ইসরায়েলের নিয়মিত সৈন্য ৬ লাখ ৭০ হাজার। ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সৈন্য ৪ লাখ ৬৫ হাজার। যুদ্ধ বিমান ইরানের মোট সামরিক বিমান ৫৫১টি। আর ইসরায়েলের মোট সামরিক বিমান ৬১২টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে ১৮৬টি আর ইসরায়েলের যুদ্ধবিমান আছে ২৪১টি। ইরানের অ্যাটাকিং বিমান ২৩টি, ইসরায়েলের ৩৯টি। ইরানের পরিবহন বিমান ৮৬টি, ইসরায়েলের ১২টি। ইরানের প্রশিক্ষণ বিমান ১০২টি আর ইসরায়েলের ১৫৫টি। হেলিকপ্টার ইরানের হেলিকপ্টার রয়েছে ১২৯টি। আর ইসরায়েলের হেলিকপ্টার ১৪৬টি। ইসরায়েলের অ্যাটাক হেলিকপ্টার ৪৮টি। আর ইরানের অ্যাটক হেলিকপ্টারের ১৩টি। ট্যাংক ও সাঁজোয়া যান ট্যাংক ও সাঁজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে রয়েছে ইরান। ইসরায়েলের ট্যাংক আছে ১ হাজার ৩৭০টি আর ইরানের ১ হাজার ৯৯৬টি। ইরানের সাঁজোয়া যান আছে ৬৫ হাজার ৭৬৫টি। আর ইসরায়েলের সাঁজোয়া যান আছে ৪৩ হাজার ৪০৩টি। রকেট আর্টিলারি আর্টিলারি সক্ষমতায়ও এগিয়ে রয়েছে ইরান। তাদের রকেট আর্টিলারির সংখ্যা ৭৭৫টি এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা ৫৮০টি। অন্যদিকে ইসরায়েলের ১৫০টি রকেট আর্টিলারি এবং ৬৫০টি সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে। নৌ শক্তি নৌবাহিনীর শক্তির দিক থেকেও এগিয়ে রয়েছে ইরান। ইরানের ১০১টি যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে ৭টি ফ্রিগেট এবং ২১টি টহল জাহাজ। অন্যদিকে ইসরায়েলের যুদ্ধজাহাজের সংখ্যা ৬৭টি। পাশপাশি সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। ইরানের সাবমেরিন রয়েছে ১৯টি। আর ইসরায়েলের মাত্র ৫টি সাবমেরিন রয়েছে। পারমাণবিক শক্তি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ তথ্যানুযায়ী, গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় ১২ হাজার ৫১২টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের নাম নেই। কিন্তু গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বেশ কয়েকবার দাবি করেছে যে, ইরান তাদের ইউরেনিয়ামের মজুত দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। সূত্র: বিবিসি বাংলা
১৫ এপ্রিল ২০২৪, ১১:১৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
৬ দশমিক ৫ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি।  স্থানীয় সময় সোমবার (১৫ এপ্রিল) সকালে দেশটির উত্তরাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউ ব্রিটেনের দ্বীপের কিম্বে থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের ৬৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতা জারি করা হয়নি।  এর আগে, গত মাসে দেশটিতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত পাঁচজন নিহত ও বহু বাড়িঘর ধ্বংস হয়ে যায়।  ২০১৮ সালে দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, পাপুয়া নিউগিনি দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট। সূত্র : এনডিটিভি  
১৫ এপ্রিল ২০২৪, ১০:২১

দারিদ্র্যবিমোচনে জাকাত বোর্ডকে শক্তিশালী করার আহ্বান ধর্মমন্ত্রীর
দারিদ্র্য বিমোচনের জন্য দেশের জাকাত বোর্ডকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। বুধবার (৩ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সে লক্ষ্য অর্জনে জাকাত বিশেষ ভূমিকা রাখতে পারবে। জাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে। জাকাতের ধর্মীয় গুরুত্ব তুলে ধরে তিনি এ সময় বলেন, ইসলামের পাঁচটি স্তম্বের অন্যতম জাকাত। সামর্থ্যবান মুসলিম নর-নারীর জন্য জাকাত আদায় করা ফরজ। এটি আর্থিক ইবাদত। ইসলামে নামাজকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি গুরুত্ব দেওয়া হয়েছে জাকাতকে। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে ধর্মমন্ত্রী এরপর বলেন, পবিত্র কুরআনে জাকাত আদায় না করার পরিণাম সম্পর্কে হুঁশিয়ার করা হয়েছে। যারা জাকাত আদায় করবে না, তাদেরকে বেদনাদায়ক আজাবের সম্মুখীন হতে হবে। তিনি বলেন, জাকাত ইসলামি অর্থ ব্যবস্থার মূলভিত্তি। জাকাত আদায় করা হলে মানুষের ধন-সম্পদ থেকে গরিবের হক আদায় হয়। ফলে তা হালাল ও পবিত্র হয়। আবার জাকাতের মাধ্যমে শ্রেণিবৈষম্য দূর হয়, সমাজে দারিদ্র্যের হার কমে ও স্বচ্ছল মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। ফরিদুল হক খান আরও বলেন, দারিদ্র্য দূরীকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে জাকাত ব্যবস্থা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিধান। ইসলামে জাকাতের প্রচলন হয়েছে মূলত একটি সমতাভিত্তিক সমাজ গঠন করার জন্য। সমাজে শুধু ধনীদের হাতে যাতে সম্পদ কুক্ষিগত না থাকে এবং একটি অর্থনৈতিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই মহান আল্লাহপাক জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। এটি ধনীদের কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং ধনীদের সম্পদের ওপর গরিবদের অধিকার। ইসলমিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও প্রকল্প পরিচালক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ওলামায়ে-কেরাম অংশগ্রহণ করেন এতে।
০৩ এপ্রিল ২০২৪, ১৭:৪০

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব এশিয়ার তাইওয়ান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকালের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। তাইওয়ানের পাশাপাশি চীন, ফিলিপাইন এবং জাপানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, জাপানের স্থানীয় সময় সকাল ৯টার (বাংলাদেশ সময় ভোর ৬টা) কিছু আগে তাইওয়ানের কাছে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।  ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে এবং ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তাইওয়ানে শক্তিশালী এই ভূমিকম্পে কিছু ভবন কেঁপে উঠেছে এবং দ্বীপাঞ্চলটির পূর্ব অংশে ভূমিধস হয়েছে। তাইপেইতে ভূমিকম্পের ১৫ মিনিট পরে প্রায় ঘণ্টাব্যাপী থেমে থেমে আফটারশক অনুভূত হতে থাকে। এর আগে, ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। সূত্র: আল জাজিরা ও দ্য জাপান টাইমস। 
০৩ এপ্রিল ২০২৪, ১১:৪৩

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। মঙ্গলবার (২ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলের ইওয়াতে এবং আওমোরি প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। আইওয়াতে প্রিফেকচারের উত্তরাঞ্চলীয় উপকূলীয় অংশে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।  জাপানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে থাকে। চলতি বছরের জানুয়ারিতেও জাপানের মধ্যাঞ্চলে ইশিকাওয়া অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ২৪১ জনের মৃত্যু হয়েছিল।  
০২ এপ্রিল ২০২৪, ১১:৫৩

তরুণদের শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে : ফখরুল
দেশে গণতন্ত্রের জন্য তরুণদের শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩১ মার্চ) বিকেলে কাকরাইলে হোটেল রাজমনি ঈশাখাঁয় গণফোরাম (মন্টু)-বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দেশের অর্থনীতি, মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও ভবিষ্যৎ বংশধরদের বাঁচানোর জন্য সবাইকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশ ও দেশের গণতন্ত্রের জন্য তরুণদের শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে, যার মাধ্যমে ভয়াবহ ফ্যাসিবাদী সরকার সরে যেতে বাধ্য হবে। রাজপথে আন্দোলনরত সকল দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের দুঃসময়ে অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও আপনারা সোচ্চার ছিলেন। আমরা যখন কারাগারে ছিলাম, সমস্ত দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছিলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার সেই লড়াই জাতি সবসময় স্মরণ রাখবে। জনগণকে আরও ঐক্যবদ্ধ করার মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণই আমাদের একমাত্র হাতিয়ার। সভাপতির বক্তব্যে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানের সঙ্গে ঐকমত্য পোষণ করছি।  উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ প্রমুখ। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী ও সমাজকর্মীবৃন্দ।
০১ এপ্রিল ২০২৪, ১৫:৪০

বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব শক্তিশালী হয়েছে : শি জিনপিং
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে অভিনন্দনপত্র পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অভিনন্দনপত্রে শি বলেছেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব আরও শক্তিশালী হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাষ্ট্রপতিকে অভিনন্দনপত্র পাঠান চীনের প্রেসিডেন্ট। এক বার্তায় এ তথ্য জানায় ঢাকায় চীন দূতাবাস। অভিনন্দনপত্রে শি লিখেছেন, গত ৫৩ বছরে বাংলাদেশ অবিচলভাবে স্বাধীনতাকে সমুন্নত রেখেছে। অর্থনীতি এবং জনগণের জীবিকার উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি ‘সোনার বাংলার’ স্বপ্ন বাস্তবায়নে উল্লেখযোগ্য অর্জন সাধিত করেছে। চীনের প্রেসিডেন্ট বলেন, চীন এবং বাংলাদেশ ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের বন্ধুত্ব শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে  দুই দেশ দৃঢ় ও গভীর রাজনৈতিক বিশ্বাস এবং বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ ব্যবহারিক সহযোগিতা উপভোগ করেছে, এতে দুই দেশের জনগণ উপকৃত হয়েছে। শি বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয়। বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় সহযোগিতাকে আরও এগিয়ে নিতে প্রস্তুত। এছাড়া চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে প্রস্তুত।   স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলর লি কিয়াং ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই।
২৬ মার্চ ২০২৪, ০৬:০৬

পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫
প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ভূমিকম্পে প্রায় এক হাজার বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে সেপিক প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে সেপিক নদীর তীরে অবস্থিত কয়েক ডজন গ্রামে ইতোমধ্যে বড় বন্যার দেখা দিয়েছে। পূর্ব সেপিকের গভর্নর অ্যালান বার্ড বলেন, জরুরি কর্মীরা এখনও উদ্ধার কাজ পরিচালনা করছেন। প্রদেশটির বেশিরভাগ অংশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাদেশিক পুলিশ কমান্ডার ক্রিস্টোফার তামারি এএফপিকে বলেন, কর্তৃপক্ষ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। উল্লেখ্য, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এ ছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।
২৫ মার্চ ২০২৪, ১৪:০২

‘ঘরের মাঠে আমরা শক্তিশালী দল’
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম লেগে ফিলিস্তিনের বিপক্ষে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। কুয়েতে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে জামাল-তপুরা। ঘরের মাঠে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের। আগামী ২৬ মার্চ বসুন্ধরার কিংস অ্যারেনায় ফিলিস্তিনকে স্বাগত জানাবে লাল-সবুজের প্রতিনিধিরা। তাই বসুন্ধরার স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছে বাংলাদেশ দল। শনিবার (২৩ মার্চ) অনুশীলনের সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। তিনি বলেন, ইতিবাচক বিষয়গুলো নিয়ে নিতে হবে, আর হ্যাঁ আমাদের বেশ কিছু সমন্বয় দরকার। যেভাবে প্রথমার্ধ শেষের আগে পারফরম্যান্সের মান পড়ে গেল, তা চিন্তার বিষয়।  ‘এই বিষয়টাকে পরিবর্তন করতে হবে আমাদের। নিজেদের কাছে আরও ভালো পারফরম্যান্স চাইতে হবে। ইতিবাচকভাবে দেখতে হবে পরিস্থিতিটা, আমরা ঘরের মাঠে অ্যাওয়ে থেকে শক্তিশালী দল।’  তিনি বলেন, আমরা ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দলের একটার বিপক্ষে খেলছি যারা শেষ এশিয়ান কাপের শেষ ষোলোয় খেলেছে। প্রথম ৪০ মিনিটে আমরা ভালো খেলেছিলাম। এই পারফরম্যান্স আমাদের সঙ্গে নিতে হবে। সেই ৪০ মিনিটকে বিশ্লেষণ করতে হবে ভালোভাবে। এটা খুঁজে বের করতে হবে যে সেই মানের পারফরম্যান্স কেন আমরা ৯০ মিনিট ধরে দিতে পারলাম না! আগের ম্যাচের ভুলগুলো সম্পর্কে কাবরেরা বলেন, হাইলাইন ডিফেন্স খেলিয়ে আমরা একটু ঝুঁকি নিয়েছিলাম। প্রতিপক্ষ কাছ থেকে তাড়াতাড়ি বল দখলে নিয়ে আরও বেশি আক্রমণাত্মক হতে চেয়েছিলাম আমরা। ওই সব পরিস্থিতি থেকে আমরা দুটো সুযোগও পেয়েছিলাম। তবে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।  সুযোগ হাত ছাড়া হওয়ার আক্ষেপ নিয়ে তিনি বলেন, হয়তো আমরা ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে খেলাটা অন্যরকমও হতে পারত! হ্যাঁ, আমরা গোলগুলো হজম করেছি। তারা শক্তিশালী দল, ভালো খেলোয়াড়, শক্তিশালী খেলোয়াড় আছে। এখন আমাদের পুনরায় সমন্বয় করার সময়, দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। 
২৫ মার্চ ২০২৪, ২৩:২৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া।  স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) বিকেলে দেশটির জাভা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের জেরে পূর্ব জাভা ও এর রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলিতে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া য়ায়নি। তছাড়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতাও জারি করেনি। উল্লেখ্য, ২০০৯ সালে দেশটির পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাংয়ে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ধ্বংস হয়ে যায় বহু বাড়িঘর ও স্থাপনা। সূত্র : রয়টার্স, আল-অ্যারাবিয়া
২২ মার্চ ২০২৪, ২০:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়