• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা আছে। তাদের পাঠানো রেমিট্যান্স উন্নয়নের একটি মূল চালিকাশক্তি। সে প্রবাসীদের জন্য এবং তাদের কল্যাণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবসময়ই কাজ করে যাচ্ছেন।’  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের বাবুরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ব্যবস্থাপনায় প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের ভাতা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটা সময় ছিল প্রবাসীদের প্রতি পদে পদে নানা ধরনের প্রতারণা ও হয়রানির শিকার হতে হতো। সেসব জায়গাতে কাজ করা হয়েছে। এখন বৈধ ভিসা নিয়ে আগের তুলনায় বেশি মানুষ বিদেশ যাচ্ছেন। অবৈধ যাওয়ার সংখ্যা কমে এসেছে। বিমানবন্দরে যেখানে আগে হয়রানি ছিল, সেখানে সেবা বৃদ্ধি পেয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত জামিল সৈকত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতার উপস্থিত ছিলেন।
১৮ এপ্রিল ২০২৪, ২১:০৩

বোলিংয়ে শক্তি বাড়াতে দিল্লির নতুন চমক
চলতি আইপিএলে শুরুটা ভালো করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। তাই এবার দলের শক্তি বাঁড়াতে দক্ষিণ আফ্রিকার পেসার লিজার্ড উইলিয়ামসকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে দাদি মারা যাওয়ার কারণে আইপিএলের চলতি আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। তার পরিবর্তে এই প্রোটিয়া পেসারকে দলে নিয়েছে দিল্লি। দিল্লিতে পেসার হিসেবে আগে থেকেই আছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, খলিল আহমেদ, ঝাই রিচার্ডসন ও মুকেশ কুমার। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন উইলিয়ামস। এবারই প্রথমবার আইপিএল খেলতে আসছেন উইলিয়ামস। তাকে ৫০ লাখ রুপিতে কিনেছে দিল্লি। পেস আক্রমণকে আরও বেশি ধারালো করতেই একজন ব্যাটারের বদলে বোলারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দিল্লিতে ছিলেন দক্ষিণ আফ্রিকার আরেক পেসার লুঙ্গি এনগিদিও। পিঠের ইনজুরিতে পড়ে চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮৩টি ম্যাচ খেলেছেন উইলিয়ামস। প্রোটিয়া এই পেসারের থলিতে আছে ১০৬ টি উইকেট। এছাড়া ৪টি ওয়ানডে ম্যাচও খেলেছেন উইলিয়ামস।
০৮ এপ্রিল ২০২৪, ১২:৫০

শেখ হাসিনা দুর্বল হলেই দেশবিরোধী শক্তির উত্থান হবে : শেখ পরশ
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি, পঁচাত্তরের ঘাতক এবং তাদের দোসরদের সামনে একমাত্র বাধা শেখ হাসিনা, তাকে ছলে বলে কৌশলে দুর্বল করতে পারলেই পরাজিত শক্তির উত্থান হবে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মতিঝিল টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। যুবলীগ চেয়ারম্যান বলেন, সরকারকে ব্যর্থ প্রমাণের পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে। এই নীলনকশার অন্যতম হাতিয়ার হচ্ছে মিথ্যাচার এবং অপপ্রচার। সারাক্ষণ শেখ হাসিনার গণমানুষের সরকারকে ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী এবং আধিপত্যবাদী দানব সরকার বলে লেবেল করে যাচ্ছেন মির্জা ফখরুল সাহেবরা। শেখ পরশ বলেন, একজন পিতা হাজারো অত্যাচার-নির্যাতন সহ্য করে বিশ্বের বুকে আদর্শিক একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছেন, আবার তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। স্বাধীন দেশকে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সবদিক থেকে বিশ্বের বুকে সফল রাষ্ট্র হিসেবে পরিচিত করেছেন তিনি। শেখ পরশ আরও বলেন, পিতা ও কন্যার সাফল্য, সুযোগ্য নেতৃত্ব বিশ্বের ইতিহাসে সত্যিই বিরল। দুই প্রজন্ম ধরে এমন কৃতিত্বের ফলে দেশের জনগণের সঙ্গে বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগের গভীর বন্ধন সৃষ্টি হয়েছে। যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, গত ১৫ বছরে এত অর্জন সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটা এ দেশের উন্নয়ন ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র, এ দেশের মেহনতি-কর্মজীবী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। সব ষড়যন্ত্র মোকাবিলায় অসম্প্রদায়িক, প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মানিত অতিথি  ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে যুবলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  
০৬ এপ্রিল ২০২৪, ১৯:০১

‘দেশি-বিদেশি কোনো শক্তি সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না’
বিএনপির চলমান সংগ্রাম অব্যাহত আছে, অব্যাহত থাকবে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,  দেশি-বিদেশি কোনো শক্তি জনগণের বিরুদ্ধে গিয়ে এ অবৈধ সরকারকে আর ক্ষমতায় রাখতে পারবে না। তাদের বিদায় নিতে হবে।   শুক্রবার (২২ মার্চ) বিকেলে নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন রাজবাড়ী কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।  আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে এমন সরকার গঠন করবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যাদের জনগণের কাছে জবাবদিহি থাকবে। বাংলাদেশের মানুষ সেই সরকারের অপেক্ষায় আছে। তিনি বলেন, বিএনপির সংগ্রাম বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম। দেশের মালিকানা ফিরে পাওয়ার সংগ্রাম। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। যতদিন স্বৈরাচার পদত্যাগ না করবে, ততদিন এ সংগ্রাম চলবে। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘৭ জানুয়ারিতে কি হয়েছিল? ডামি প্রধানমন্ত্রী, ডামি এমপি, ডামি নির্বাচন। আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ বিএনপির পক্ষে রায় দিয়েছে।’  আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দক্ষিণ জেলা বিএনপির ঘাঁটি। সুতরাং চলমান আন্দোলনে দক্ষিণ জেলাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা সবাই মিলে, আজ যে জাতীয় ঐক্য হয়েছে, যে ৯৫ শতাংশ মানুষ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে, তাদের নিয়ে হাতে হাত মিলিয়ে এ আন্দোলনকে সফল করবো। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবো। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক এড. আশরাফ হোসেন চৌং রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ওসমান চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ প্রমুখ।
২২ মার্চ ২০২৪, ২১:৪৫

রোজায় পুষ্টি এবং শক্তি পাবেন যেসব খাবারে 
রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে পানির চাহিদা বেশি থাকে। আবার অনেকক্ষণ খাবার না খাওয়ার কারণে শরীরে শক্তিরও ঘাটতি হয়। যার কারণে রোজা রেখে আমরা অনেক খাবারই খাই; কিন্তু বিশেষ কিছু খাবারের দিকে সবার খেয়াল রাখা উচিত। খাদ্যতালিকায় কিছু সুপারফুড যুক্ত করা হলে শরীর একই সঙ্গে পুষ্টি এবং শক্তি পাবে। এসব খাবার শরীরের জন্য বেশ উপকারী।  এ ধরনের কিছু খাবার হলো- প্রতিদিন দু-তিন লিটার পানি : দেহের একটি আবশ্যিক উপাদান পানি। শরীরের পুরো ওজনের প্রায় ৬০-৭০ শতাংশ হচ্ছে পানি। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় ৪০ কেজি পানি থাকে। খাবার হজম ও শোষণে সাহায্য করা ছাড়াও দেহ থেকে বর্জ্য পদার্থ যেমন-ইউরিয়া, অ্যামোনিয়া মূত্র ও ঘামের সঙ্গে নিষ্কাশন করে। এভাবে পানি দেহকে সুস্থ রাখে। রোজার সময় প্রতিদিন দু-তিন লিটার পানি পান করা উচিত। পানি গ্রহণের পরিমাণের সঙ্গে পানি ত্যাগের পরিমাণের (যেমন-মূত্র, মল, ঘাম) দিকে খেয়াল রাখতে হবে। উদাহরণস্বরূপ-খাবার পানির পরিমাণ ২০০০ মিলি হলে মূত্রের মাধ্যমে পানি ব্যয় হবে ২০০০ মিলি, এর বেশি ব্যতিক্রম হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রতিদিন ইফতারে রাখুন ফলমূল : ইফতারে ফলের পরিমাণ বাড়ানো উচিত। ফল বলতে বিদেশিই হতে হবে বা দামি ফল হতে হবে তা নয়-দেশীয়, সস্তা মৌসুমি ফল প্রতিদিন ইফতারে রাখা যেতে পারে। আপেল-আঙুরের পরিবর্তে ইফতারে স্থান পেতে পারে আমড়া, পেয়ারা, গাব, জাম্বুরা, পাকা পেঁপে, আনারস, তরমুজ ইত্যাদি।
১৬ মার্চ ২০২৪, ১৩:৪১

আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে গণতন্ত্রবিরোধী শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় শনিবার (৯ মার্চ) রাতে এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন তিনি।  বিএনপি মহাসচিব বলেছেন, আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করে সেটিকে চিরস্থায়ী করার বন্দোবস্তোতে লিপ্ত রয়েছে দলটি। আর সেজন্য তারা দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ভেঙ্গে ধ্বংসস্তূপে পরিণত করেছে। গণতন্ত্রমনা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অবরুদ্ধ করে রাখতে চায় এরা।  সরকার জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে রাষ্ট্রকে নিপীড়ণযন্ত্রে পরিণত করেছে উল্লেখ করে মির্জা ফখরুল এরপর বলেন, মিথ্যা মামলা, গ্রেপ্তার আর সহিংস হামলার মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে। গত ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর ক্ষমতা দখল করে এর তীব্রতা আরও বাড়ানো হয়েছে।  তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য ব্যারিস্টার ওজমান চৌধুরীকে গ্রেপ্তারের ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ।  এসব গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারি জুলুমের হাত থেকে দেশের ভিন্ন মতাবলম্বী খ্যাতনামা আইনজীবীরাও ছাড় পাচ্ছেন না। চারিদিকে ভয় ও আতঙ্কের পরিবেশ বজায় রেখে আওয়ামী ডামি সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদেরকে পরাজয় বরণ করতেই হবে।
১০ মার্চ ২০২৪, ০৬:৫৮

‘সীমান্তে শক্তি বাড়ানো হয়েছে, কেউ অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা এসেছে তারা সবাই ধরা পড়েছে। বিজিবি সবাইকে আটক করেছে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আমাদের বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে আমরা বিজিবির আরও শক্তি বাড়িয়েছি, ফোর্স বাড়িয়েছি। আমাদের কোস্টগার্ডকে আমরা সজাগ অবস্থায় রেখেছি। আমাদের নেভি ওখানে সজাগ রয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে নগরীর ষোলশহরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ব্যক্তিগত সফরে আজ চট্টগ্রামে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৭ জানুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পুলিশ উপহার দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীসহ পুরো নিরাপত্তা বাহিনী নির্বাচন কমিশনের মাধ্যমে একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও চেয়েছিলেন একটি সুন্দর এবং অবাধ নির্বাচন। দেশবাসীসহ সারাবিশ্বের মানুষ লক্ষ্য করেছেন একটি সুন্দর নির্বাচন হয়েছে। কেউ আজ পর্যন্ত প্রশ্ন তুলতে পারেনি। আগামী উপজেলা নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে নেত্রী ঘোষণা দিয়েছেন, জাতীয় নির্বাচন ছাড়া কোনো নির্বাচনে আমরা নৌকা প্রতীকে নির্বাচন করবো না। যেহেতু নৌকা প্রতীক থাকবে না, সেহেতু যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা কে কতখানি জনপ্রিয়, তারা সেটাই প্রমাণ করবে। আমরা মনে করি জনপ্রিয় লোকজনই নির্বাচনে আসবেন। আমরা সেটাই চাই। বিএনপির সরকার উৎখাত করা কথা বলছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,  ‘তারা তো অনেক কথাই বলে, যেগুলো এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এখন তারা জানে, যদি কোনো ষড়যন্ত্র না করতে পারেন কিংবা তাদের বিদেশি প্রভুরা যদি হস্তক্ষেপ না করে, তাহলে নির্বাচন জিতবে না।  সে জন্য এবারও তারা নির্বাচনে আসেনি। এ দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’ এ সময় পটিয়া আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জমানান, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২১

বেঞ্চের শক্তি দিয়ে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আগের দুই নেপাল ও ভারতকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিল স্বাগতিকরা। তাই ভুটানকে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনাল খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভুটানের বিপক্ষে ম্যাচটি ছিল নিয়মরক্ষার ম্যাচ। তাই বেঞ্চের শক্তি পরীক্ষা করার সুযোগ নেন কোচ সাইফুল বারী টিটু। মূল একাদশে আনলেন নয়টি পরিবর্তন। তবুও ৪-০ গোলের ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ। এদিন ম্যাচের ১৮ মিনিটে নুসরাত জাহান মিতুর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বল নিয়ে ডি বক্সে ঢুকে পরে লুৎফরা আক্তার লিমা। তার ক্রসে গোলে শট নেয়ার চেষ্টা করেন ঐশি খাতুন। গোল পোস্টের সামনে ভুটানের ফুটবলাররা জটলা পাকিয়ে ফেলে। এলোমেলো ডিফেন্ডিংয়ের সুযোগ কাজে লাগান নুসরাত জাহান মিতু। ফাকায় বল পেয়ে ডান পায়ের দারুণ শটে বল জালে জড়ান তিনি।  ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ঐশি খাতুন। নুসরাত জাহান মিতুর নেয়া কর্নারে হেড থেকে ব্যবধান বাড়ান ঐশি। এতে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর গোল করতে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। বিপরীতে পাল্টা আক্রমণে ৫৭ মিনিটে ব্যবধান ৩-০ করে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। ঐশির বাড়ানো বল থেকে গোল করেন  তৃষ্ণা রানী। ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করে বাংলাদেশকে জয়ের উল্লাসে ভাসান ঐশি। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচে ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল ভুটান। পরের ম্যাচে নেপালের কাছে ১-০ গোলের হার। শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৪-০ গোলের হার। কোনও পয়েন্ট ছাড়া খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে ভুটানকে। আগামী ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা ছয়টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৬

‘বিদেশি শক্তি নির্ভর হয়ে জনবিচ্ছিন্ন বিএনপি’
অতিমাত্রায় বিদেশি শক্তির নির্ভরতা বিএনপিকে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা ও রাজনৈতিক অদূরদর্শিতার কারণে বিএনপি আন্দোলনে বারবার ব্যর্থ হচ্ছে। অন্যদিকে ক্ষমতায় থেকেও বিএনপি সংখ্যালঘুদের করেছিল দ্বিতীয় শ্রেণির নাগরিক। তাই বিএনপি ক্ষমতায় ফের এলেও সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় পড়তে পারে। মঙ্গলবার (৩ জানুয়ারি) ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রামের (ক্যাপ) তত্ত্বাবধায়নে ‘বিএনপির ভবিষ্যৎ কী’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান মিয়া এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় ভিক্ষু। সেমিনারটি সঞ্চালনা করেন ক্যাপ’র ইলেকশান এক্সপার্ট এবং রিসার্চ টিমের সদস্য কামরুল হাসান। আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক ড. আসাদুজ্জামান মিয়া বলেন, নির্বাচন বর্জন করে বিএনপি নিজেই বঞ্চিত হয়েছে। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা ও রাজনৈতিক অদূরদর্শিতার কারণে বিএনপি আন্দোলনে বারবার ব্যর্থ হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ক্ষমতায় যাওয়ার একমাত্র বৈধ পথ হচ্ছে নির্বাচন। বারবার নির্বাচন বর্জনের মধ্য দিয়ে একটি সত্যিকার রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছে না। অতিমাত্রায় বিদেশি শক্তির নির্ভরতা বিএনপিকে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। বিএনপির ভবিষ্যৎ আসলেই মুসলিম লীগের মত হয় কিনা, তা দেখার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। সুনন্দপ্রিয় ভিক্ষু বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু আমাদের একটি অসাম্প্রদায়িক সংবিধান দিয়েছিলেন। যাতে দেশে সব ধর্ম-বর্ণের নাগরিকদের সমান মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু বিএনপিসহ সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো ক্ষমতায় এসে সংবিধানকে বারবার কাটছাঁট করে সংখ্যালঘুদের এদেশে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে। বিএনপি ফের ক্ষমতায় এলে এদেশের সংখ্যালঘু সম্প্রদায় আবার নিরাপত্তাহীনতায় পড়তে পারে।
০৩ জানুয়ারি ২০২৪, ২২:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়