• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
উয়েফা চ্যাম্পিনস লিগ / ড্রয়ে শেষ রিয়াল-সিটির লড়াই
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ড্র নিয়ে মাঠ ছাড়ল বিশ্ব ফুটবলের সেরা দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (৯ এপ্রিল) রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-৩ গোলের ব্যবধানে শেষ হয় ম্যাচ।  উত্তেজনায় ঠাঁসা উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে রিয়াল-সিটির শেষ আটের প্রথম লেগে উত্তাপ ছিল প্রতিটি মুহূর্তেই। ম্যাচের শুরুতেই রিয়ালের জালে আঘাত হানেন সিটি তারকা বার্নান্দো সিলভা। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে সিটিজেনদের এগিয়ে নেন পর্তুগিজ এই মিডফিল্ডার। তবে দ্রুতই ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। সেটাও আবার সিটির কল্যাণে। ১২ মিনিটে সমতায় ফেরে রিয়াল। কামাভিঙ্গা জোরালো শট সিটি সেন্টার ব্যাক রুবেন ডায়াজের গায়ে লেগে জড়ায় ম্যানসিটির জালে। দুই মিনিটের ব্যবধানে রদ্রিগো এগিয়ে নেন রিয়াল মাদ্রিদকে। প্রথমার্ধে দু’দলের লড়াইটা সমান তালে হলেও ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে আরও জমে ওঠে লড়াই। ৬৬ মিনিটে মাদ্রিদের ডি বক্সের বাইরে থেকে ফিল ফোডেনের দূরপাল্লার শটে সমতা আনে ম্যানচেস্টার সিটি। এরপর ম্যাচের গতি কমিয়ে মাঠে নিজেদের আধিপত্য বাড়িয়ে নিয়ে ৭১ মিনিটে লিড নেয় ম্যানসিটি। ৩-২ এ এগিয়ে যায় গার্দিওলার শিষ্যরা। খেলার ৭৯ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ফেদরিকো ভালভার্দের গোলে সমতা নিয়ে ঘরের মাঠে প্রথম লেগ শেষ করে কার্লো আনচেলত্তি দল।  
১০ এপ্রিল ২০২৪, ১৩:৩৪

বুবলীকে নিয়ে তিন নায়কের লড়াই
ঈদ আসলেই সিনেমা মুক্তি দেয়ার হিড়িক দেখা যায় প্রতিবছর। ঈদের ছুটিতে দেশের প্রেক্ষাগৃহে তুলনামূলক দর্শকের আনাগোনা বেড়ে যায় বছরের অন্য সময় থেকে। যে কারণে আগের তুলনায় প্রেক্ষাগৃহ এখন কম থাকলেও ঈদকে কেন্দ্র করে অনেক বন্ধ হল চালু হয়। যার ফলে নির্মাতা, প্রযোজকরা ঈদকেই সিনেমা মুক্তির অন্যতম সময় বলে মনে করেন। এবার ঈদেও রেকর্ড পরিমাণ সিনেমা মুক্তির তালিকায় আছে। এখন পর্যন্ত প্রায় ১৩ টি সিনেমা ঈদে মুক্তির প্রস্তুটি নিচ্ছে। তবে এরই মধ্যে ৬-৭টি সিনেমা নিয়েই আলোচনা চলছে দর্শক মহলে। আসন্ন ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে ‘মায়া: দ্য লাভ’। ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন জসিম উদ্দিন জাকির। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম ইয়াসমিন বুবলী। মুক্তি সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে। গানের পর এলো সিনেমাটির ট্রেলার। রোববার (৩১ মার্চ) সংবাদ সম্মেলনে ট্রেলারটি প্রকাশ করা হয়। এসময় চলচ্চিত্রপ্রেমীদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন এর প্রযোজক আলীনুর আশিক ভূঁইয়া।
০১ এপ্রিল ২০২৪, ১২:৫৩

‘বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বলেছিলেন বঙ্গবন্ধু’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। ওই পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি লিখেছেন, ২৬ মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। ৫৩ বছর আগের এ দিনে মধ্যরাতে পাকিস্তানি আর্মিদের হাতে গ্রেপ্তার হওয়ার আগেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি ওয়্যারলেস বার্তায় বলেছিলেন, ‘...এটাই সম্ভবত আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন।... পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন....।’ আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন এবং মাত্র ৯ মাসেই বিজয় অর্জন করেছিলেন। আজ স্মরণ করি বঙ্গবন্ধু এবং সব মুক্তিযোদ্ধাকে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।  জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।  
২৬ মার্চ ২০২৪, ১২:৫৯

লড়াই চলবে, জনগণ বিজয়ী হবেই : মান্না
এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আর এই লড়াইয়ে জনগণ বিজয়ী হবেই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সোমবার (১৮ নভেম্বর) সকালে প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ সবক্ষেত্রে দুর্নীতি করছে। জিনিসপত্রের দাম বাড়ছে। এই সিন্ডিকেটে কারা কারা আছে, সরকার চাইলে আমরা নাম দেবো। বিএনপির কারা কারা আছে যদি পারেন তাহলে আপনারা (সরকার) নাম দেন। এ সময় দেশের অতিদরিদ্র মানুষকে প্রতি মাসে অন্তত এক হাজার টাকা করে দেওয়ার দাবিও জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই অবস্থান কর্মসূচিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাজারে নৈরাজ্য চলছে। সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ সিন্ডিকেটকারীরা সরকারের ভিতরে আছে এবং তারা সংসদ দখল করে নিয়েছে। কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সারসহ অনেকেই উপস্থিত ছিলেন।  
১৮ মার্চ ২০২৪, ১৯:২৪

ডব্লিউবিসি ও ডব্লিউবিএ বেল্টের লড়াই ঢাকায়      
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং এসোসিয়েশনের আয়োজনে দেশে প্রথমবারের মতো ডব্লিউবিসি ও ডব্লিউবিএ বেল্টের লড়াই হবে ঢাকায়। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে ডব্লিউবিএ সাউথ এশিয়া লাইটওয়েট টাইটেলের লড়াইয়ে মুখোমুখি হবেন আবদুল মোতালিব ও মোহাম্মদ আজাহার।  এছাড়া ডব্লিউবিসি ইয়ুথ ইন্টারন্যাশনাল সুপার ফ্লাই টাইটেলে বাংলাদেশের সাবিউল ইসলামের প্রতিপক্ষ ভারতের শুভম যাদব। তবে সবচেয়ে আকর্ষণীয় চ্যালেঞ্জ বাউট হবে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ হেভিওয়েট বক্সার শাহ কামালি ও পোল্যান্ডের মার্চিন লাজারেজের মধ্যে। এর বাইরে আরও আটটি ওজন শ্রেণীর চ্যালেঞ্জ বাউটে অংশ নেবেন বাংলাদেশের নারী ও পুরুষ বক্সাররা।                 বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে বক্সারদের ওজন নেয়ার পর ফেস-শোর (দুই প্রতিপক্ষ মুখোমুখি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান।  এ ছাড়াও উপস্থিত ছিলেন ইংল্যান্ড ভিত্তিক সিকিউরিটিস এজেন্সী জে-ফোর এর সিইও জুয়েল চৌধুরী, সিলেট সানরাইজার্সের কর্ণধার শেখ কুদরাত জয়, সংগঠক মোহাম্মদ তালহাস মোহসেন, চারবারের ব্রিটিশ হেভিওয়েট চ্যাম্পিয়ন জুলিয়াস ফ্রান্সিস। তিনি একবার মাইক টাইসনের বিপক্ষে লড়েছিলেন।
০৭ মার্চ ২০২৪, ১৯:৪৮

অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই
নিদাহাস ট্রাফির পর থেকেই শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গত ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ দুই দলের ম্যাচের উত্তাপ আরও দ্বিগুন করেছে। এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে লঙ্কানরা। সোমবার (৪ মার্চ) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সফরকারীদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজের ম্যাচ গুলো বাংলাদেশে টি-স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে সিরিজটি।  এ ছাড়া অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে র‌্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপে। অন্যদিকে, ভারতে দেখা যাবে ফ্যানকোডে। আর শ্রীলঙ্কায় সরাসরি উপভোগ করা যাবে সিয়াথা টিভিতে। এ ছাড়া দেশটিতে অনলাইনে ডায়ালগ টিভিতে সম্প্রচার করা হবে সিরিজটি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসেও উপভোগের সুযোগ থাকছে দ্বিপাক্ষিক সিরিজটি। আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, ইরান, ইরাক ও সৌদি আরবসহ ২৭টি দেশে স্টারজপ্লে,  ক্রিকবাজ ও ই-লাইফে দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ ১০টি দেশে উপভোগ করা যাবে ক্রিকবাজে।  যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, হন্ডুরাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জসহ ২৩টি দেশে দেখা যাবে উইলো টিভিতে। আর বিশ্বের অন্যান্য প্রান্তে টি স্পোর্টস ও র‌্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
০৩ মার্চ ২০২৪, ১৯:২৭

রাচিন ও মিচেলের ব্যাটে লড়াই করছে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ৩৮৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১৭৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।  এতে ২০৪ রানের লিগ নিয়ে ব্যাট করতে নামে অজিরা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ১৬৪ রানে অলআউট হলে ৩৬৯ রানের বড় লক্ষ্য পায় কিউইরা। ৩৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইতোমধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা। ৮ রানেই বিদায় নেন কিউই ওপেনার টম ল্যাথাম। আরেক ওপেনার উইল ইয়ং করেন ১৫ রান। তিনে নেমে সুবিধা করতে পারেননি উইলিয়ামসন। তার ব্যাট থেকে আসে ৯ রান। দিনের বাকি সময়টা লড়ে গেছেন রাচিন ও ড্যারিল মিচেল। তিন উইকেট হারিয়ে ১১১ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। ৯৪ বলে ৫৬ রান করে রাচিন রাবিন্দ্র এবং ৬৩ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন ড্যারিল মিচেল। ওয়েলিংটন টেস্ট জিততে তাদের প্রয়োজন ২৫৮ রান। অপরদিকে ৭ উইকেট তুলে নিতে পারলেই জয় পাবে অস্ট্রেলিয়া।  এর আগে শনিবার (২ মার্চ) ১৩ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। দ্রুত রান তুলতে থাকেন নাথান লায়ন। যদিও পঞ্চাশ পূর্ণ করতে পারেননি তিনি। এর আগেই শিকার হন ম্যাট হেনরির। ৪১ রান করা লায়নই সর্বোচ্চ স্কোরার ছিলেন। ওপর প্রান্ত থেকে ২৮ রান করে কিছুক্ষণ পর বিদায় নেন উসমান খাজা। গত ইনিংসে দেড়শ ছাড়ানো রান সংগ্রাহক গ্রিন দ্বিতীয় ইনিংসে ফেরেন ৩৪ রান করে।  থিতু হয়ে ব্যাট করা আরেকজন ট্রাভিস হেড করেন ২৯। বাকিরা কেউই করতে পারেননি উল্লেখযোগ্য রান। নিউজিল্যান্ডের হয়ে ৪৫ রানে ৫ উইকেট তুলে নেন ফিলিপস। ক্যারিয়ার সেরা বোলিংয়ে অল্প রানেই অজিদের গুটিয়ে দেন তিনি।     
০২ মার্চ ২০২৪, ১৭:১৩

প্লে-অফের লড়াই দেখতে খরচ করতে হবে বাড়তি টাকা
গত ১৯ জানুয়ারি মিরপুরে পর্দা উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এরই মধ্যে শেষ হতে চলেছে টুর্নামেন্টটি। লিগ পর্ব শেষ করে এবার শুরু হবে চার দলকে নিয়ে নকআউট পর্ব। যেখানে অংশ নিয়েছে শক্তিশালী চার দল। এই চার দলের লড়াই দেখতে দর্শকদের খরচ করতে আগের ম্যাচের থেকে বাড়তি অর্থ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিপিএলের নকআউট পর্বের ম্যাচের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে লিগ পর্বের ম্যাচের তুলনায় বাড়ানো হয়েছে টিকিটের দাম। নকআউট পর্বে সাধারণ গ্যালারি অর্থাৎ সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩০০ টাকা, যা আগে ছিল ২০০টাকা। উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৫০০ টাকা যার পর্বের মূল্য ছিল ৪০০ টাকা।   তবে বাড়ানো হয় গ্র্যান্ডস্ট্যান্ড টিকিটের মূল্য। আগের মতোই সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়াও ক্লাব হাউজ ৮০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের প্রবেশ মূল্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি মাঠে পড়াবে বিপিএলের নকআউট পর্বে প্রথম দুই ম্যাচ। আর এই ম্যাচের টিকিট পাওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি থেকে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিরপুরের ইনডোরে এবং শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নং গেট থেকে টিকিট নিতে পারবে দর্শকরা।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৪

‘সরকারের কাছে আর দাবি নয়, লড়াই চালিয়ে যাব’
জনগণ আমাদের সঙ্গে আছে, এখন থেকে আমরা লড়াই করে খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্ত করব। এই লড়াই আমাদের চলছে, আন্দোলনও চলছে। আজ থেকে সরকারের কাছে আমরা আর কোনো দাবি করব না। আজকে কোথাও আইনের বিচার নেই। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ সম্পূর্ণ পদদলিত হয়েছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।  শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, কৃষকদলের সহসভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম জাগপার মীর আমীর হোসেন আমু, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকীসহ অনেকে। সেলিমা রহমান বলেন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে কারাগারে গিয়েছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী। তারা এখনো কারাগারে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন। বাংলাদেশের মানুষ আজ কথা বলতে পারে না, প্রতিবাদও করতে পারে না। আজকে মহান ভাষা দিবসের মাসেও তারা কোনো কথা বলতে পারছে না। বেগম জিয়া জনপ্রিয়তার প্রতিহিংসার কারণে সরকার তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছেন। এমন দাবি করে তিনি আরও বলেন, শুধু তাই নয়, খালেদা জিয়াকে তিলে তিলে মারার ষড়যন্ত্র করেছেন। আজকে তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তবুও সরকারের কাছে মাথানত করেনি। গৃহবন্দি থাকার পরও দেশনেত্রী বলছেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। ৭ জানুয়ারি নির্বাচনে দেশের কোনো মানুষ ভোট দিতে যায়নি। দ্রব্যমূল্য নিয়ে তিনি বলেন, সিন্ডিকেটের সঙ্গে জড়িত সরকার দলীয় লোকজন। তাই এই সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে না। জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া। সরকার প্রতিদিন বলছে দাম কমাবে কিন্তু দাম কমবে না। সামনে রমজান আসছে দ্রব্যমূল্য নিয়ে সাধারণ জনগণ চিন্তিত।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩০

যেভাবে দেখবেন বাংলাদেশের বিশ্বকাপের টিকে থাকার লড়াই
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করতে সুপার সিক্সে গ্রুপ-১ এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। এই গ্রুপ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে সেমিতে কারা হচ্ছে ভারতের সঙ্গী। অন্যদিকে আয়ারল্যান্ড ও নেপালের বিদায় আগেই নিশ্চিত হয়েছে। এ ছাড়া অনেক যদি কিন্তুর উপর টিকে আছে নিউজিল্যান্ডের সম্ভাবনা। শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেননিতে পাকিস্তান যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।  ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১। এ ছড়া আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটেও ম্যাচটি লাইভ দেখা যাবে। সেমিফাইনালে খেলতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। জয়ের পাশাপাশি পাকিস্তানের চেয়ে রান রেটে এগিয়ে থাকতে হবে টাইগার যুবাদের। গ্রুপ পর্ব ও সুপার সিক্সের জয়ে রান রেটে এগিয়ে রয়েছে পাকিস্তান। আগের ম্যাচে নেপালের বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্য ২৫ দশমিক ২ ওভারে স্পর্শ করে নেট রানরেট বাড়ালেও পাকিস্তানকে টপকে যেতে পারেনি বাংলাদেশ। গত ম্যাচে নেপালকে হারিয়ে বাংলাদেশের বর্তমান নেট রানরেট ০ দশমিক ৩৪৮। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা পাকিস্তানের নেট রানরেট ১ দশমিক ০৬৪। তাই এমন এক ব্যবধানে জয় পেতে হবে, যাতে পাকিস্তানের রানরেট নেমে আসে বাংলাদেশেরও নিচে। ২০২০ সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয় করে বাংলাদেশ। ভারতের কাছে ৮৪ রানে হেরে এবারের আসর শুরু করে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে এবং যুক্তরাষ্ট্রকে ১২১ রানের বড় ব্যবধানে হারায় তারা। সুপার সিক্সে নেপালকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতে জয়ের পাশাপাশি সুপার সিক্সে আয়ারল্যান্ডকে হারায় পাকিস্তান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : সাদ বেগ (অধিনায়ক), আলী আসফান্দ, আলী রাজা, আহমদ হাসান, আমির হাসান, আরফাত মিনহাস, আজান আওয়াইস, হারুন আরশাদ, খুবাইব খলিল, মোহাম্মদ জিশান, নাভিদ আহমেদ খান, শাহজাইব খান, শামিল হোসেন, মুহাম্মদ রিয়াজুল্লাহ ও উবায়েদ শাহ।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়