• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সর্বশক্তি দিয়ে লড়বেন নেতানিয়াহু
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। এতে করে ইসরায়েলি সেনাবাহিনীর ওই ইউনিটে কমতে পারে মার্কিন সহায়তা। এমন অবস্থায় সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন তিনি। সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটে সহায়তা কমানোর পরিকল্পনা করছে এমন খবরের পর তিনি এই অবস্থান জানান। রোববার (২১ এপ্রিল) ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার সমস্ত শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব।’ এর আগে যুক্তরাষ্ট্রের অ্যাক্সিওস নিউজ সাইট জানায়, অধিকৃত পশ্চিমতীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরেপ করতে পারে। মূলত ‘নেতজাহ ইয়েহুদা’ নামের এই ইউনিটটি ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে মোতায়েন রয়েছে। পশ্চিমতীরে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে নেতজাহ ইয়েহুদার বিরুদ্ধে। অধিকৃত পশ্চিমতীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ইউনিটগুলোতে মার্কিন সামরিক সহায়তা হ্রাস করা হতে পারে এমন প্রতিবেদন সম্পর্কে গত সপ্তাহে জিজ্ঞাসা করা হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন: ‘আমি সিদ্ধান্ত নিয়েছি; আপনারা সামনের দিনগুলোতে সেসব সিদ্ধান্ত দেখতে পাবেন বলে আশা করতে পারি।’ অবশ্য ইসরায়েলের প্রধান মিত্র ওয়াশিংটন এর আগে কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বা আইডিএফের কোনও ইউনিটের সহায়তা স্থগিত করেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নেতজাহ ইয়েহুদা ‘আন্তর্জাতিক আইন মেনেই’ কাজ করছে। তারা বলেছে, ‘ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে এই রিপোর্টের পরও আইডিএফ বিষয়টি সম্পর্কে অবগত নয়। আইডিএফ কাজ করছে এবং আইন অনুযায়ী কোনো অস্বাভাবিক ঘটনা তদন্ত করতে কাজ করে যাবে।’ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেতজাহ ইয়েহুদার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও ঘনিষ্ঠভাবে দেখছে। শনিবার (২০ এপ্রিল) অ্যাক্সিওস তিনটি মার্কিন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগামী কয়েক দিনের মধ্যে নেতজাহ ইয়েহুদার বিরুদ্ধে ব্যবস্থা বা পদক্ষেপ ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। ‘নেৎজাহ ইহুদা’ নামক পদাতিক ব্যাটালিয়নটি অতীতে ডানপন্থি সন্ত্রাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশ কয়েকটি সহিংসতার সঙ্গে যুক্ত ছিল বলে বিতর্ক রয়েছে। ২০২২ সালে ৮০ বছর বয়সী ফিলিস্তিনি-মার্কিন নাগরিক ওমর আসাদের মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য। ব্যাটালিয়নের সেনাদের হাতে আটক থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তিনি হাতকড়া পরা ও চোখ বাঁধা অবস্থায় ছিলেন।
২২ এপ্রিল ২০২৪, ১০:৪৭

মিশা-ডিপজলের বিপক্ষে নিপুণের হয়ে লড়বেন বাপ্পি
আর মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। ইতোমধ্যে দুইটি প্যানেলই তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মূলত এবার দুইটি প্যানেল হচ্ছে। একটি  মিশা-ডিপজল পরিষদ ও অন্যটি কলি -নিপুণ পরিষদ। এই নির্বাচনে এবার অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এমনটা গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়ক নিজেই।  জানা গেছে, মাহমুদ কলি ও নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচন করবেন বাপ্পী। প্যানেলটির সহ-সাধারণ সম্পাদক প্রার্থী এই নায়ক  মঙ্গলবার (২ মার্চ)  মনোনয়ন ফরম জমা দেন।  বাপ্পী চৌধুরী জানান, অনেকটা অনুরোধেই নির্বাচনে অংশ নিতে হচ্ছে। এর আগে গতবার নিপুণের প্যানেলে এই পদে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন। সেই পদেই এবার নির্বাচন করবেন বাপ্পী।     আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে  শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন খোরশেদ আলম খসরু। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।  
০২ এপ্রিল ২০২৪, ২১:২৭

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন আহমেদ শরীফ
ঢালিউডের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। একসময় রুপালি পর্দায় নিয়মিত কাজ করলেও এখন আর অভিনয়ে দেখা মেলে না তার। অভিনয় ও নিজ দেশ ছেড়ে পরিবারসহ পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। তবে মাঝেমধ্যে স্বল্প সময়ের জন্য দেশে আসেন এই অভিনেতা।  সম্প্রতি দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন আহমেদ শরীফ। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও থাকবেন বলে জানা গেছে।   বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে আলাপকালে এ কথা নিজেই জানান আহমেদ শরীফ। অভিনেতা বলেন, দুই সপ্তাহ দেশে থাকব। তারপর যুক্তরাষ্ট্র গিয়ে আবার দেশে ফিরব।  নির্বাচন প্রসঙ্গে অভিনেতা বলেন, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে থাকব। কারণ, এর শিকড় আমাদেরই গড়া। নির্বাচন করছি তবে কোন প্যানেলে এবং কোন পদে করব সেটা পরে জানাব। এবারের নির্বাচনে খেলা হবে! তাই নির্বাচনে থাকতেই হবে।  এর আগে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। এ ছাড়াও তিনবার সাধারণ সম্পাদক ও চারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।     প্রসঙ্গত, প্রায় আট শতাধিক সিনেমায় কাজ করেছেন আহমেদ শরীফ। খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রেও দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে— ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘দেনমোহর’, ‘তিন কন্যা’, ‘বন্দুক’সহ প্রভৃতি।   
১৪ মার্চ ২০২৪, ১৩:১১

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে লড়বেন যে ১০ প্রতিযোগী
‘মিস ওয়ার্ল্ড-২০২৪’ প্রতিযোগিতার ৭১তম আসরের পর্দা উঠছে শনিবার (৯ মার্চ)। এদিন সন্ধ্যায় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হবে বিউটি পেজেন্টের গ্র্যান্ড ফিনালে। দীর্ঘ ২৮ বছর বিরতির পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সুন্দরী প্রতিযোগিতা।   ভারতীয় গণমাধ্যমের সূত্র হতে জানা গেছে, চলতি বছরের মিস ওয়ার্ল্ডে লড়াই করবেন বিশ্বের ১০টি দেশের দশজন প্রতিযোগী। গ্র্যান্ড ফিনালে সঞ্চালনা করবেন বলিউড নির্মাতা করণ জোহর। প্রায় ১৮ বছর পর এই সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে দেখা যাবে তাকে। সর্বশেষ ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের জুরি সদস্য হয়েছিলেন তিনি।  মিস ওয়ার্ল্ড ডটকমের তথ্য অনুযায়ী, এবারের ৭১তম আসরে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবেন বিশ্বের ১০ জন প্রতিযোগী। তারা হলেন—অড্রে ভেনেসা (ইন্দোনেশিয়া), প্রিয়াঙ্কা রানি জোশি (নেপাল), নুরসেনা সে (তুরস্ক), ক্রিস্টিনা পিসকোভা (চেক প্রজাতন্ত্র), সোফিয়া শামিয়া (ইউক্রেন)।  বাকি পাঁচ প্রতিযোগী হলেন—লেসেগো কম্বো (বতসোয়ানা), হালিমা কোপওয়ে  (তানজানিয়া), হানাহ তুমুকোন্ডে (উগান্ডা), লেটিসিয়া ফ্রোটা (ব্রাজিল), আচে আব্রাহামস (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।  চলতি বছরের আসরে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যথাক্রমে— সিনি শেঠি এবং শাম্মী ইসলাম নীলা। কিন্তু তারা কেউই টপ টেনে জায়গা পাননি।  সূত্র : ইন্ডিয়া টাইমস  
০৯ মার্চ ২০২৪, ১২:৪৭

ডেন্টালে ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৯৩ শিক্ষার্থী
২০২৩-২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৮ মার্চ)। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৯৩ জন শিক্ষার্থী। সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১১টা। পূর্ববর্তী বছরের এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের সর্বমোট নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ১০ (দশ) নম্বর বাদ দিয়ে মেধাতালিকা নির্ধারণ করা হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদার্থবিদ্যা ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০ অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।
০৮ মার্চ ২০২৪, ০৭:৩৫

ঢাবির ‌‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বেন যতজন 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের ‘সি’ ইউনিট তথা ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে একযোগে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষায় সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। ব্যবসায় শিক্ষা ইউনিট বা ‘সি’ ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৮১টি। সে হিসেবে প্রতি আসনের জন্য ৩৬ জন শিক্ষার্থী লড়াই চালিয়ে যাবেন। ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিন নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ঢাবির চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সে হিসেবে আসন প্রতি ভর্তি হতে চান ৪৭ জন। আইবিএ অনুষদসহ মোট ২ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছে। উল্লেখ্য, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ তথা ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শুরু হয়।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২২

ফের নির্বাচনে লড়বেন ড্যানি সিডাক
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। আগামী ১৯ এপ্রিল নির্বাচনী মাঠে মুখোমুখি হতে যাচ্ছেন শিল্পীরা। এবারের নির্বাচনে কেউ সরে দাঁড়াচ্ছেন, আবার কেউ আগের প্যানেল থেকে সরে অন্য প্যানেল গড়ছেন। সেই তালিকায় নাম উঠল অভিনেতা ড্যানি সিডাকের। ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতির পদে লড়বেন বলে আরটিভিকে নিশ্চিত করেছেন অভিনেতা ড্যানি সিডাক। নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে ড্যানি সিডাক বলেন, আমি যতটা জেনেছি দুটি প্যানেল হতে যাচ্ছে। এ নির্বাচনে আমারও একটি প্যানেল থাকবে। শিল্পীরা হচ্ছেন ফুলের মতো। তারা কখনো বিতর্ক পছন্দ করেন না। আমি যেহেতু একটা সময় দায়িত্বশীল পদে ছিলাম, তাই জানি শিল্পীদের চাওয়া কী। আবার এখন সিনেমার অবস্থা সেই আগের মতো নেই। এ জন্য সিনেমার উন্নয়নে শিল্পী সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই প্যানেলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি আমরা। তফসিল ঘোষণার পর পুরো প্যানেলের ঘোষণা দেব। এদিকে প্যানেলে সাধারণত সম্পাদক বা অন্যান্য পদে কারা অংশ নেবেন জানতে চাইলে তিনি বলেন, এখন আমরা নিজেদের মধ্যে কাজ করছি। বাকি পদ বা কে কোন পদে অংশ নেবে, সেসব সারপ্রাইজ হিসেবে রাখছি। তবে সবই আপনাদের জানানো হবে। প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে বিএফডিসিতে। এবার মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর একটি প্যানেল দেবেন। অন্যদিকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ জন্য নিপুণ আক্তার নিজ প্যানেলে কাকে সভাপতি রাখবেন, তা নিয়ে ভাবছেন এখন। এরই মধ্যে আসন্ন নির্বাচনের প্রধান কমিশনার ও আপিল বিভাগ চূড়ান্ত হয়েছে। এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। তিন সদস্যর এই বোর্ডে অন্য দুই সদস্য হলেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগে প্রধান হিসেবে রয়েছেন শামসুল আলম। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু ও নির্মাতা সেলিম আজম।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৮

অপু-নিপুণের সঙ্গে লড়বেন মাহিও
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন মাহি। তবে নির্বাচনে জয়ী হতে পারেননি তিনি। এবার সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এই নায়িকা। তিনি রাজশাহী বিভাগের বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে ফরম সংগ্রহ করেন তার একজন প্রতিনিধি। রাজশাহী বিভাগের বুথের দায়িত্বশীল এক নেতা  বিষয়টি নিশ্চিত করেছেন।  এদিকে শুধু মাহিই নয়, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আরও একঝাঁক তারকা। যাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন। তারা সবাই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।  
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৮

ইলিয়াস কাঞ্চন নয়, ফেরদৌসকে সভাপতি করে লড়বেন নিপুণ
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে। আগামী ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির বৈঠক। সেদিনই চূড়ান্ত করা হবে এবারের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন। এবারও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিপুণ আক্তার এমনটাই জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এবার নিপুণের প্যানেলে সভাপতি পদে থাকছেন না বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার পরিবর্তে নির্বাচনে দেখা যেতে পারে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে।  এবিষয়ে নিপুণ বলেন, গতবারের শিল্পী সমিতির নির্বাচনে আমি বলেছিলাম, আমার প্যানেল থেকে একজন হলেও জাতীয় সংসদের সদস্য হবেন। ফেরদৌস আহমেদ সেটা করে দেখিয়েছেন। এবার যদি বলি, আমার প্যানেলে জাতীয় সংসদের কোনো সদস্য সভাপতি পদপ্রার্থী হবেন, সেটা নিশ্চয়ই ভালো দেখাবে। অপেক্ষা করেন, সামনে অনেক চমক আসছে। এদিকে, জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অনেক আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন। এরই মধ্যে তার প্যানেল প্রস্তুত। সাধারণ সম্পাদক সহ তার প্যানেলে চমক রয়েছে বলে জানিয়েছেন তিনি। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন ডিপজল। প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্ব চূড়ান্ত সুরাহা না হলেও আগামী নির্বাচন সান্নিধ্য। শিল্পী সমিতির বর্তমান মেয়াদের সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে সিনেমার গল্পও হার মানিয়েছে। কথা যুদ্ধ তো আছেই।
২৬ জানুয়ারি ২০২৪, ২১:৪৯

বিসিবি সভাপতির পদে লড়বেন যারা
প্রায় এক যুগ ধরে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। তবে চলতি বছরেই শেষ হতে যাচ্ছে এই অধ্যায়। কারণ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাই তার স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সেই তালিকায় প্রথমেই ছিলেন মারশাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। কিন্তু সেটা এখনই সম্ভব না। কারণ, বিসিবি সভাপতি হতে হলে আগে তাদের বিসিবি পরিচালক অথবা জেলাভিত্তিক ক্লাব কিংবা আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পরিচালনা পরিষদের সদস্য হতে হবে। ফলে এই মুহূর্তে সাকিব কিংবা মাশরাফীকে বিসিবি সভাপতি করতে হলে, নিয়ম পরিবর্তন করতে হবে। তাই বলা যায় এখনই বিসিবি সভাপতি পদে বসতে পারবেন না। এজন্য পাপনসহ ২৪ বোর্ড পরিচালকের মধ্যে থেকে পরবর্তী সভাপতি নির্বাচন করতে হবে। ফলে বোর্ডের হাই প্রোফাইনাল পরিচালকদের নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। যেখানে নাম আসছে অনেকের।   সবার প্রথমে নাম শোনা যাচ্ছে মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বোর্ড পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ের। যিনি বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক। পেশাদার ক্রিকেট ছাড়ার পর থেকেই সংগঠকের ভূমিকায় রয়েছেন দীর্ঘ সময় ধরে। বিসিবিতে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তা ছাড়ার আগেও দায়িত্ব পালন করেছেন বিভিন্ন কমিটিতে।   এরপরই রয়েছে আরেক সাবেক অধিনায়ক আকরাম খানের নাম। তার হাত ধরে আইসিসি ট্রফি জিতেছিল বাংলাদেশ। বিসিবিতে দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচক হিসেবে। ছিলেন গুরুত্বপূর্ণ পদ, ক্রিকেট অপারেশন্সেও। বর্তমান কমিটিতে আছেন বিসিবির ফ্যাসিলিটিজ কমিটির দায়িত্বে। প্রধানমন্ত্রীর আস্থা-ভাজন হওয়ায় তিনিও বোর্ড সভাপতি পদের অন্যতম দাবিদার। অন্যদিকে প্রবীণ সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও বাইরে রাখা যাচ্ছে না বোর্ড সভাপতির দাবিদার থেকে। তার বাবা মহিউদ্দিন আহমেদ সত্তরের দশকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। প্রধানমন্ত্রীর স্নেহধন্য হওয়ায় আলোচনা হচ্ছে তাকে নিয়েও। দীর্ঘদিন আছেন বোর্ড পরিচালকের দায়িত্বে। বর্তমানে রয়েছেন বিসিবির লিগ কমিটির দায়িত্বে।   বোর্ডের অন্য পরিচালক মৌলভীবাজার-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বর্তমানে দায়িত্ব পালন করছেন বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে। তার সময়ে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে। তাই পরবর্তী বোর্ড সভাপতির দাবিদারের আলোচনায় আছেন তিনিও।
১২ জানুয়ারি ২০২৪, ১৯:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়