• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
খাবারের খোঁজে লোকালয়ে বন্যহাতি, আক্রমণে বৃদ্ধার মৃত্যু
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে রেস্ট হাউজ তছনছ করে দিয়েছে। অপরদিকে লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত বৃদ্ধার নাম মাহিতারা বেগম (৬৫)।  সোমবার (৮ জানুয়ারি) বিকাল ৪টার সময় উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় পাহাড়ে গরু আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন মাহিতারা বেগম।  ভাসান্যদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী জানান, মাহিতারা বেগম ভাসান্যদম ইউনিয়নের মো. আইচ্ছা মিয়ার স্ত্রী।  তিনি জানান, প্রতিদিনের মতো আজকেও বাড়ি থেকে কিছুটা দূরে পাহাড় থেকে নিজেদের গৃহপালিত গরু আনতে যান মাহিতারা। এ সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান মাহিতারা বেগম।  লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাসান্যাদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় বন্যহাতির আক্রমণে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জনানো হবে। অপরদিকে কাপ্তাইয়ে লোকালয়ে বন্যহাতির দল বিএফআইডিসির আওতাধীন লাম্বার প্রসেসিং কমপ্লেক্সের (এলপিসি) রেস্ট হাউজে ঢুকে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। 
০৮ জানুয়ারি ২০২৪, ২০:৩৬

লোকালয়ে মেছোবাঘ শাবক, বনে অবমুক্ত 
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার এলাকায় বন থেকে একটি মেছোবাঘের শাবক উদ্ধার করা হয়েছে। পরে  শাবকটিকে পার্শ্ববর্তী একটি বনে অবমুক্ত করেন পাথরঘাটা বনবিভাগ।  সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজারে ওই শাবকটি পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, কাকচিড়া বাজার এলাকার জামাল নামের স্থানীয় এক বাসিন্দা প্রথমে মেছোবাঘের বাচ্চাটি দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা বনবিভাগকে খবর দিলে পাথরঘাটা বনবিভাগের বিট কর্মকর্তা কবির উপস্থিত হয়ে মেছোবাঘ শাবকটি উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বনে অবমুক্ত করেন।  এ বিষয়ে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, মেছোবাঘের বাচ্চাটি একদম ছোট থাকায় ধারণা করা হচ্ছে মা বাঘটিও ওই এলাকার কাছাকাছি কোথাও আছে। এ কারণেই বাচ্চাটিকে পার্শ্ববর্তী বনে অবমুক্ত করা হয়েছে।
০১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়