• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ভাইভার তারিখ ঘোষণা
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৭৩২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ৮ মে থেকে শুরু হবে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। জানা গেছে, ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন ২০২১ সালের ৩০ ডিসেম্বর শুরু হয়ে ২ মার্চ শেষ হয়। এতে ৩ লাখ ৫০ হাজার ৭১৬ চাকরিপ্রার্থী আবেদন করেন। এরপর ওই বছরের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। অন্যদিকে মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো প্রার্থীর নামে কমিশন থেকে ডাকযোগে মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) কর্তৃক সই করা সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। মৌখিক পরীক্ষার সূচি ঘোষণার পর ওয়েবসাইট থেকে প্রার্থীরা এ সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন। প্রসঙ্গত, ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।  
০৩ এপ্রিল ২০২৪, ১৭:৪২

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে, জানাল পিএসসি
উত্তরপত্র মূল্যায়নে দেরি হওয়ায় মার্চে নয়, এপ্রিলের প্রথম সপ্তাহে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ করা হতে পারে। মঙ্গলবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন। তিনি বলেন, ‘মার্চের শেষ দিকে আমরা ফল প্রকাশের চিন্তা-ভাবনা করছিলাম। নম্বর গণনাসহ বেশ কিছু কাজ থাকায় মার্চে ফলপ্রকাশ করা সম্ভব হবে না। আশা করি, এপ্রিলের শুরুতে ফলপ্রকাশ করতে পারবো।’ ৪৪তম বিসিএসের আবেদন শুরু হয় ২০২১ সালের ৩০ ডিসেম্বর তা ২ মার্চ পর্যন্ত চলে। ওই বিসিএসে ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেন। ২০২২ সালের ২৭ মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পাস করেন। গত বছরের ২৯ ডিসেম্বর এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।  ওই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, পরিবার পরিকল্পনায় ২৭, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।  
১৯ মার্চ ২০২৪, ১৯:৫১

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ (তালিকা)
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে মোট ২ হাজার ৫৩৯ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়া তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে ৩৪৫ জনকে। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিষয়ে বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা আইনজীবী হিসেবে সনদ লাভ করেন এবং সংশ্লিষ্ট জেলা বার-এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ২২৯ জন উত্তীর্ণ হয়েছেন। এরপর গত ২৩ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৫

চবির অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ ছাত্রীর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের একটি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনেছেন একই বিভাগের এক ছাত্রী।  বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপাচার্য শিরীণ আখতারের কাছে ওই ছাত্রী যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন। অভিযোগে ওই ছাত্রী জানান, তিনি অভিযুক্ত অধ্যাপকের তত্ত্বাবধানে স্নাতকোত্তরের থিসিস করছেন। থিসিস শুরু হওয়ার পর থেকেই অধ্যাপক তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছেন। পরীক্ষাগারে (ল্যাব) এবং নিজের কক্ষে ডেকে নিয়ে একাধিকবার তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, জড়িয়ে ধরাসহ নানাভাবে যৌন হয়রানি ও নিপীড়ন করে আসছেন ওই অধ্যাপক। গত ৬ জানুয়ারি গবেষণাগারে তাকে একা পেয়ে ওই অধ্যাপক যৌন নিপীড়ন করেন। এরপর ১৩ জানুয়ারি নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনা প্রকাশ না করতে তাকে ও তার সহপাঠীকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন ওই শিক্ষক। এ অবস্থায় ওই ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার পক্ষে আর এই গবেষণাগারে থিসিসের কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব নয়। এদিকে আজ বিকেল ৩টার দিকে এ ঘটনার বিচার চেয়ে বিভাগের একদল শিক্ষার্থী বিজ্ঞান অনুষদের সামনে  প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন। এ সময় উপাচার্য তাদের ন্যায়বিচারের আশ্বাস দেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অধ্যাপক বলেন, এসব ঘটনা বানোয়াট। ওই ছাত্রী পারিবারিক কারণে বিভিন্ন সমস্যায় ভুগছেন। এ ছাড়া ওই গবেষণাগারে যখন কেউ থাকেন না, তখন ওই ছাত্রী তার ছেলেবন্ধু নিয়ে সময় কাটান। এসব বিষয় নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন। তিনি জানান, তার বয়স এখন ৫৬ বছর। প্রায় ৩০ বছর তিনি শিক্ষকতা করছেন। যে অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে, এটি ভয়ংকর। তার থিসিসের শিক্ষার্থীরা কাজে কোনো ভুল করলে তিনি বকাবকি করেন, সেটিও শিক্ষার্থীদের ভালোর জন্য করেন। এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
৩১ জানুয়ারি ২০২৪, ১৭:৪১

৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষার তারিখ জানাল পিএসসি
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন-পিএসসি। আগামী ২৩ জানুয়ারি সারাদেশে একযোগে এই পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার (৯ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আর ৩১ জানুয়ারি পদ-সংশ্লিষ্ট বিষয়ের ২০০ নম্বরের চার ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী-ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরের কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। তাদের দাবির মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৫তম বিসিএসে দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। ২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
০৯ জানুয়ারি ২০২৪, ১৮:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়