• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
লালমনিরহাট সীমান্তে শিশুসহ চার রোহিঙ্গা আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে পার হওয়ার সময় শিশুসহ চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ৫১ বিজিবির আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে দহগ্রাম করিডোর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের টেকনাফ সেকমারকুল ২১ রিফুজি রোহিঙ্গা ক্যাম্প আব্দুল্লাহ (২৪) পিতা: মৃত. ইউনুছ, শরিফা বেগম (১৯) স্বামী: মো. আব্দুল্লাহ, মোছা. আমেনা বেগম (১৫), পিতা: মো. শামছুল হক, মোছা. রিনাস বিবি (২৭ মাস)। বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দুপুর থেকে এক শিশুসহ নারী-পুরুষ মিলে ৪ জন সীমান্তের পাশে ঘোরাফেরা করেন। এ সময় তাদের সন্দেহ হলে সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০ থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দহগ্রাম করিডোর চেকপোস্ট এলাকায় বিজিবি সদস্যরা আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক রোহিঙ্গাদের সন্ধ্যায় পাটগ্রাম থানায় সোপর্দ করেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আটক রোহিঙ্গারা দুই পরিবারের সদস্য। অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারী চক্র তাদের নিয়ে আসেন বলে জানা গেছে।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৬

কনকনে ঠান্ডায় কাঁপছে লালমনিরহাট   
টানা নয় দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতের সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। হিমেল বাতাস আর শীতে কাবু হয়ে পড়েছে মানুষ। কনকনে এই ঠান্ডায় বিপাকে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। ভোর থেকেই ঘনকুয়াশায় ঢাকা পড়ছে পুরো এলাকা। রোববার (২১ জানুয়ারি) সকালে দেখা যায়, কুয়াশার কারণে দুর্ঘটনা থেকে বাঁচতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। লালমনিরহাট সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শীতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। ঠান্ডার কারণে দুর্ভোগ পোহাচ্ছে তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের বাসিন্দারা। এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষের জীবন। ঠান্ডা নিবারণে পর্যাপ্ত শীতবস্ত্র নেই তাদের। ঠান্ডায় থরথর করে কাঁপছেন অনেকে। সকালে আগুনে শরীর গরম করে অনেকে কাজে বের হচ্ছেন।
২১ জানুয়ারি ২০২৪, ১১:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়