• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
ভারত বিরোধিতার নাটকবাজি করে লাভ হবে না : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, কোনো কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন বিএনপি আবারও তাদের পুরনো অস্ত্র ব্যবহার করার চেষ্টা করছে। সেটা হলো ভারত বিরোধিতা। সরকারের সঙ্গে ভারতের সম্পর্কটা ভিন্নখাতে নিতে বিএনপি মিথ্যাচার করছে। তিনি বলেন, ভারত বিরোধিতার নাটকবাজি করে কোন লাভ হবে না। অন্য কোনো দেশের নয়, এই দেশের জনগণের আস্থা অর্জন করেই বারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।  রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া দিশা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমের স্বরণ সভায় যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন। কুষ্টিয়া প্রেস ক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এই স্বরণ সভার আয়োজন করেন। প্রেস ক্লাব ও ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, প্রয়াত ইহসানুল করিমের সহধর্মীনি মমতাজ শিরিন করিম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহসভাপতি শেখ হাসান বেলাল, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বক্তব্য রাখেন।   উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম (হেলাল) গত ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন।  
২৪ মার্চ ২০২৪, ১৯:৫২

সন্দ্বীপ থানার ওসির পিপিএম পদক লাভ
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন পুলিশ পদক (পিপিএম) পদক পেয়েছেন। মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সন্দ্বীপ থানার ওসিকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক প্রদান করা হয়েছে। রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিক সংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন পুলিশ পদক (পিপিএম) প্রাপ্ত হওয়ায় সন্দ্বীপবাসী সামাজিক  যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।  ওসি কবির হোসেন আরটিভিকে বলেন, পিপিএম পদক সবার স্বপ্ন থাকে। এ অর্জনে আমি খুবই আনন্দিত। আমি সবসবয় সেবার মানসিকতায় কাজ করে যাচ্ছি। পুরস্কার প্রাপ্তি কাজের গতি আরও বাড়িয়ে দেয়। আইন শৃঙ্খলা রক্ষার এবং মানুষের সেবা করা আমার দায়িত্ব ও কর্তব্য। তিনি আরও বলেন, যতদিন পুলিশ বিভাগে থাকবেন এভাবেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। 
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩২

৭ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে
আজ বুধবার ৭ ফেব্রুয়ারি ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়- ঘটনাবলি: ১৩৫৭ -  ইরানের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সংহতি সৃষ্টি হয়। ১৭৯২ -  অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে। ১৮৫৬ -  অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন। ১৮৬৫ -  ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়। ১৯৭৪ -  মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে। ১৯৯১ -  পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে। ১৯৯২ -  অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি সাক্ষরিত হয়। জন্ম: ১৭০০ -  ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশ জন্মগ্রহণ করেন। ১৮১২ -  ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স জন্মগ্রহণ করেন। ১৮৩৭ -  অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারি’র সম্পাদক জেমস হেনরি মারি জন্মগ্রহণ করেন। ১৮৭০ -  অস্ট্রীয় মনস্তত্তবিদ আলফ্রেড এ্যাডলার জন্মগ্রহণ করেন। ১৮৭১ -  আমাশা রোগের জীবাণু আবিস্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশি জন্মগ্রহণ করেন। ১৮৮৫ -   মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার সিনক্লেয়ার লুইস এর জন্মগ্রহণ করেন। ১৯০৪ -  চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৯৫৮ -  ইংরেজ বিজ্ঞান লেখক ম্যাট রিডলি জন্মগ্রহণ করেন। ২০০১  -  মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক জেরল্ড ক্যাট্‌জ জন্মগ্রহণ করেন। মৃত্যু: ১৮৯৪ -  বিখ্যাত সুর স্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্স ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯৭৯ -  সাহিত্যিক কমলকুমার মজুমদার মৃত্যুবরণ করেন। ১৯৮২ -  বিপ্লবী কমিউনিস্ট নেতা ও মার্কসবাদী লেখক অনিল মুখার্জি মৃত্যুবরণ করেন। ১৯৯৯ -  জর্দানের সাবেক বাদশাহ হোসেন বিন তালাল পরলোকগমন করেন।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪২

‘নির্বাচন নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই’
জনবিচ্ছিন্ন ও রাজনীতি বিচ্ছিন্ন বিএনপির প্রলাপ নিয়ে কথা না বলার জন্য গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, উৎসবমুখর পরিবেশে অংশ নিয়ে জনগণই নির্ধারণ করে দিয়েছে, এটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। ইতোমধ্যেই দেশে, বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তাই এই নির্বাচন নিয়ে আর কোনো কথা না বলে কেউ হয়তো মানসিক শান্তি পেতে পারে, এ ছাড়া আর কোন লাভ নেই।  রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল মাঠে রহিমা-আফছার স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিরোধী দল প্রসঙ্গে হানিফ বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, এখনও তারাই বিরোধী দল। আশা করছি, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় নির্বাচন পরবর্তী দলের সাংগঠনিক অবস্থা নিয়ে হানিফ বলেন, নির্বাচনে বাধা না থাকায় দলের অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েছিলো। যে কারণে দলের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরসনে ইতোমধ্যেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে দলের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাচনের আগেই তা আর থাকবে না।  পরে পায়রা ও বেলুন উড়িয়ে এবং ক্রিকেট ব্যাট দিয়ে বল মোকাবেলার মধ্য দিয়ে মাহবুবউল আলম হানিফ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় আলোচনা সভাতেও বক্তব্য রাখেন তিনি। উদ্বোধনী ম্যাচে কুমারখালী ক্রিকেট একাডেমি ও রোজা রাইডার্স মুখোমুখি হয়। মোট ২৪ দল এই টুর্নামেন্টে অংশ নেবে।
২১ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫

বিয়ে ও বাচ্চা নিয়ে মুখ খুললেন কৌশানী (ভিডিও)
পশ্চিমবঙ্গের লাভ বার্ডস বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। প্রেমের সম্পর্ক নিয়ে যেন তাদের কোনো রাখঢাক নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই ছবি আর ভিডিও শেয়ার করেন এই প্রেমিকযুগল।    কয়েকদিন আগেই বনি জানিয়েছিলেন ২০২৫ সালে বিয়ে করবেন তারা। শুধু তাই নয়, ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যানিং রয়েছে কৌশানী-বনির। এবার বিয়ে ও বাচ্চা নিয়ে মুখ খুললেন কৌশানী।   সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিয়েলিটি শোয়ের ভিডিও শেয়ার করেছেন কৌশানী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, প্রত্যেকের বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে আর আমার তো ছেলেবেলাটাই যেন কাটতে চাইছে না। মন থেকে ছোট থাকলেই ভালো থাকা যায়। বন্ধুদের সঙ্গে ছোটবেলায় খেলার সেই মুহূর্তগুলো খুব মনে পড়ছে। ওই ভিডিওতে দেখা যায়, ছোট বেলার মতো খেলায় ব্যস্ত কৌশানী। কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে একটু ছোটবেলায় ফিরে গেছেন এই অভিনেত্রী।   প্রসঙ্গত, সর্বশেষ রাজ চক্রবর্তী নির্মিত ওয়েব সিরিজ ‘প্রলয়’-এ দেখা গেছে কৌশানীকে। সিরিজটিতে অভিনয় করে রীতিমতো দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।  সূত্র : আনন্দবাজার  ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 
১০ জানুয়ারি ২০২৪, ১৪:১২

জয় লাভ করেই ফেরদৌসের নতুন কর্মসূচি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা বেসরকারিভাবে প্রতীকে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে জয় পেয়েছেন তিনি। আর জয় লাভ করেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ফেরদৌস।  সোমবার (৮ জানুয়ারি) বিকেল তিনটার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ফেরদৌস।   আরও পড়ুন : চাঁদপুরের ৫টি আসনেই নৌকার জয়   শুধু তাই নয়, সেখানে কার্যক্রম শেষে নিজ হাতে নির্বাচনী এলাকার পোস্টার অপসারণ করবেন ফেরদৌস। নির্বাচনে বিপুল ভোটে জেতার পর গণমাধ্যমে ফেরদৌস বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সব ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই আমি। আশা করছি, পাশে থাকবেন আপনারা। আরও পড়ুন : কুড়িগ্রামে দুটিতে নৌকা, লাঙ্গল-স্বতন্ত্র একটিতে জয়ী   রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের এলাকা নিয়ে ঢাকা-১০ আসন। এই আসনে ফেরদৌসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ন্যাশনাল পিপলস পার্টির কে. এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়