• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
আইপিএলের মাঠে কুকুরকে লাথি মারায় ক্ষুব্ধ বরুণ (ভিডিও)
দিন কয়েক আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)- এর মাঠে একটি কুকুর ঢুকে পড়ে। এতে মাঠের ভেতরে থাকা অনেকেই অবলা প্রাণীটিকে তাড়াতে লাথি মারে। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর ওই ভিডিওতে কুকুরটির সঙ্গে এমন আচরণ দেখে খেপেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। শুধু তাই নয়, সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদও জানিয়েছেন বরুণ। ঘটনাটি ঘটেছে আইপিএল ম্যাচ চলাকালীন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, গত ১০ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় গুজরাট টাইটানস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। এদিন  মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া বল করার সময় একটি কুকুর মাঠে ঢুকে পড়ে।   এ কারণে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ ছিল। কুকুরটিকে হার্দিক ধরার চেষ্টা করলেও অন্যদিকে পালিয়ে যায়। অবলা প্রাণীটিকে তাড়ানোর জন্য রীতিমত লাথি মারতে দেখা যায় সবাইকে। শেষ পর্যন্ত গ্রাউন্ডকিপার কুকুরটিকে ধরে ফেলেন।  এদিকে আইপিএলের নিরাপত্তা এবং গ্রাউন্ড স্টাফরা যেভাবে কুকুরটিকে লাথি মারছিলেন তার কড়া সমালোচনা করে একটি ভিডিও শেয়ার করা হয়েছে ‘স্ট্রিট ডগস অফ বম্বে’র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ওই পোস্টে লেখা হয়— সাম্প্রতিক আইপিএল ম্যাচ চলাকালীন, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যা অনেককেই হতবাক করেছে। অপরদিকে বরুণও অবলা প্রাণীর প্রতি এই অন্যায় অবিচারটি একেবারেই ভালো চোখে দেখেননি।   সরাসরি ক্লিপটি পুনরায় শেয়ার করে বরুণ লেখেন, একটি কুকুর ফুটবল নয়। এছাড়াও, কুকুরটি কাউকে কামড়াচ্ছে না বা ক্ষতি করছে না। যাই হোক না কেন আরও ভালো ব্যবস্থা করা প্রয়োজন ছিল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন সূত্র : টাইমস অব ইন্ডিয়া    
২৭ মার্চ ২০২৪, ১৫:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়