• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন।  শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর তুষার সিরামিকের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বেড়েরপাড় গ্রামের ভ্যানচালক শাহ আলম (৪৮) ভ্যান নিয়ে খালিশপুর থেকে ফতেপুর যাচ্ছিলেন। পথে তুষার সিরামিকের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তার ভাতিজা রাজু চাচা শাহ আলমের ওপর হামলা চালায়। রাজু লাঠি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  এ ঘটনার পর অভিযুক্ত রাজুকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন। তিনি বলেন, সকালে দিকে উপজেলার ফতেপুর গ্রামে চাচা-ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে চাচা শাহ আলমের মৃত্যু হয়। তার মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।
২২ মার্চ ২০২৪, ১৬:৪২

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
নওগাঁর বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে আহত বাবা নূর ইসলামের (৫২) মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরা মৃত্যু হয়। এর আগে বুধবার উপজেলার মথুরাপুর ইউপির জালালপুর গ্রামে ছেলে নাসিম (২০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। নিহত নূর ইসলাম ওই গ্রামের আজাহার আলীর ছেলে আর অভিযুক্ত নাসিম নিহতের ছেলে। জানা যায়, ২০ মার্চ সকাল থেকে বাবা ছেলের সাংসারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়, চলে বিকেল পর্যন্ত। বিকেল ৫টার দিকে হঠাৎ করে ছেলে নাসিম তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে নূর ইসলাম আহত হলে গ্রামবাসী প্রথমে তাকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নূর ইসলাম মারা যান। অভিযুক্ত নাসিম পালাতক আছেন। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, নিহত নূর ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ছাড়া মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২১ মার্চ ২০২৪, ১৬:৪৪

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক মা।  বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কেশবপুর গ্রামের এ ঘটনা ঘটে।  নিহত শ্যামলী খাতুন (৪২) ওই গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে রতন মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, মাদক সেবনের টাকার জন্য প্রায়ই বাবা-মাকে চাপ প্রয়োগ করতেন রতন। সর্বশেষ বুধবার দুপুরের দিকে মা শ্যামলী খাতুনের কাছে বেশ কিছু টাকা দাবি করেন ছেলে রতন। সেসময় মা টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় রতন ক্ষুব্ধ হয়ে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে শ্যামলী খাতুন রক্তাক্ত জখম হয়। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সন্ধ্যার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।   এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় ঘাতক রতন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
১৪ মার্চ ২০২৪, ০২:২৪

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল হোসেন বাদশা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়াপটল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজা ইয়াসিন ইসলাম (৫০) করিমকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। আটককৃত ইয়াসিন একই গ্রামের মুনছব আলীর ছেলে। স্থানীয়রা জানায়, রোববার দুপুরে মকবুল হোসেন কাজ করছিল। সে সময় পূর্বের এক কলহের জের ধরে ভাতিজা ইয়াসিন ইসলাম পেছন থেকে গাছের লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইয়াসিনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ভাতিজা ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তার ভাতিজাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কেউ কোনো অভিযোগ করেননি। 
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৮

বাবার লাঠির আঘাতে প্রাণ গেল মেয়ের
রাজবাড়ীর পাংশার মৌরাটে বাবার লাঠির আঘাতে পাখিলা আক্তার পাখি (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।  বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণীর বাবা কালাম মিয়া ওরফে কালুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহত পাখি উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতী গ্রামের কালাম মিয়া ওরফে কালুর মেয়ে। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। থানা পুলিশ জানায়, গতকাল রাতে পারিবারিক কলোহের জেরে পাখিকে বকা দেন তার বাবা কালু। এতে সে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিল। সেসময় তার বাবা কিছু একটা দিয়ে পেছন থেকে আঘাত করলে মাটিতে পড়ে যায় পাখি। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ঘাড়ের পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাখি গতবার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। প্রেমঘঠিত কারণে গতকাল তাকে মারধর করেন তার বাবা। পরে রাতে হাসপাতালে মারা গেছে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন মজুমদার গণমাধ্যমকে বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। তবে ওই মেয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছেন।  
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়