• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
লাইভ শোতে সঞ্চালকের অশালীন মন্তব্য, যে কাণ্ড করলেন গায়িকা
পাকিস্তানের জনপ্রিয় গায়িকা শাজিয়া মঞ্জুর। সম্প্রতি দেশটির একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে এসে বিব্রতকর পরিস্থতিতে পড়েন এই গায়িকা। শুধু তাই নয়, ক্ষুব্ধ হয়ে রীতিমতো সঞ্চালককে চড় মেরে বসেন তিনি। জানা গেছে, ‘পাবলিক ডিমান্ড’ শোতে অতিথি হিসেবে হাজির হয়ে এমন কাণ্ড ঘটান মঞ্জুর। অনুষ্ঠানে লাইভ শো চলাকালীন অশালীন মন্তব্যের মাধ্যমে সীমা অতিক্রম করেন কৌতুক অভিনেতা এবং সহ-উপস্থাপক শেরি নানহা। এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মঞ্জুর।  অনুষ্ঠানের এক পর্যায় ঠাট্টা করে গায়িকাকে নানহা জিজ্ঞেস করেন— মঞ্জুর, বিয়ের পর আমি আপনাকে সরাসরি মন্টে কার্লোতে হানিমুনে নিয়ে যাব। আপনি কীভাবে যেতে চান?   এমন কথা শুনেই ক্ষুব্ধ হন মঞ্জুর। নিজের আসন থেকে উঠে গিয়ে সঞ্চালকের গালে চড় মেরে বসেন তিনি। শুরু হয় প্রবল তর্কবিতর্ক। এই ক্ষোভ ধীরে ধীরে ঝগড়ার পরিণত হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করতে থাকেন এই গায়িকা। সেই সঙ্গে নানহাকে তার এই ধরনের মন্তব্যের জন্য উপদেশও দেন তিনি।    এরপর রেগে গিয়ে মঞ্জুর বলেন, গতবারও আপনি এই রকম আচরণ করেছিলেন এবং সেটা হাস্যকর হিসাবেই নিয়েছিলাম আমি। সেসময় এটা ধামাচাপা দিয়েছিলাম। কিন্তু এবার আমি সিরিয়াস। আপনি কেন এভাবে নারীদের সঙ্গে কথা বলেন?  আয়োজকদের হস্তক্ষেপ না হওয়া পর্যন্ত বাড়তে থাকে দুজনের তর্কবিতর্ক। বিষয়টা একদমই ভালোভাবে নেননি মঞ্জুর। ভবিষ্যতে নানহাকে এই ধরনের বিরত থাকার বিষয়টিও কঠোরভাবে স্মরণ করিয়ে দেন। এরপর স্টুডিও থেকে বেরিয়ে যান এই গায়িকা। এমনকি ওই শোতে ফিরে যেতেও অনিচ্ছা প্রকাশ করেন তিনি।       প্রসঙ্গত, পাকিস্তানি সংগীত জগতের বিখ্যাত একজন ব্যক্তিত্ব মঞ্জুর। ব্লকবাস্টার চলচ্চিত্রগুলোর জন্য প্লেব্যাক গায়িকা হিসাবে কিংবদন্তির মর্যাদা অর্জন করেছেন তিনি। তার সুরেলা কণ্ঠ মুগ্ধ করেছে দর্শক-শ্রোতাদের। ‘বাতিয়ান বুঝাকে রাখ দি’, ‘চ্যায়েন মেরে মাখনা’ এবং ‘বাল্লে বাল্লে’র মতো গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন মঞ্জুর।  সূত্র : এই সময় 
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫০

যেখানে দুর্নীতি সেখানেই ফেসবুক লাইভ করবেন : ব্যারিস্টার সুমন
যুবসমাজের উদ্দেশে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, যেখানে দুর্নীতি হবে সেখান থেকেই আপনারা ফেসবুকে লাইভ করে প্রতিবাদ জানাবেন। সবাইকে একত্রিত হয়ে দুর্নীতিকে বিদায় করতে হবে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার রতনা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, কারও এলাকায় রাস্তার কাজে যদি বিটুমিন কম দেওয়া হয় আপনারা আপনাদের এমপিকে জানানোর জন্য লাইভ করবেন। এমপিকে বলবেন, আপনাদের রাস্তায় কাটিং কাটিং চলতেছে। তাতে যদি কাজ না হয় তাহলে আমাকে জানাবেন। আমি আপনাদের এমপির সঙ্গে কথা বলব।  তিনি আরও বলেন, আমি এমপি হয়েছি চুনারুঘাট ও মাধবপুরের মানুষের ভোটে। কিন্তু ফুটবলের জন্য আমি সারাদেশের মানুষের। খেলা সংক্রান্ত যেকোনো বিষয়ে আমি সবার সঙ্গে থাকব। আমি আমাদের দেশে এমন একটা ফুটবল দল চাই যারা হেসেখেলে জয় করতে পারবে। ৯০ দশকের মতো এমন খেলোয়াড় তৈরি করতে হবে যারা সাফ ফুটবলে জয়ী হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।
২৬ জানুয়ারি ২০২৪, ২২:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়