• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
সিনেভেসচার ফিল্ম ফেস্টিভ্যালে ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’
ভারতের চণ্ডীগড়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেভেসটার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নামের উৎসবটি শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে, চলবে ৩১ মার্চ পর্যন্ত। ভারতের সিনেভেসচার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (সিআইএফএফ) প্রথম সংস্করণের মোট ২০ টি প্রজেক্টের নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর রোমান্টিক চলচ্চিত্র 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি'।  সিনেমাটির নাম থেকে অনেক দর্শক প্রথমেই মনে করেছিলেন যে, এটি আত্মজীবনীমূলক কোনো সিনেমা। কিন্তু এটি আসলে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি নয়, প্রকৃতপক্ষে এটি হলো একটি স্মৃতিকথা বা মেমোয়্যার। সিআইএফএফ-এর তালিকায় রইয়েছে ১৭ টি ফিচার ও তিনটি সিরিজ। এদের মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিকভাবে ও দক্ষিণ এশিয়ায় প্রশংসা কুড়িয়েছে। তালিকায় আরও রয়েছে 'লিপস্টিক আন্ডার মাই বুরখা', 'দ্য ফোর্থ ডিরেকশন ইত্যাদি। আর সিরিজের মধ্যে অন্যতম হিস্টোরিক্যাল থ্রিলার 'দ্য ট্রায়াল'।  ফারুকীর সিনেমার নামটি আমাদের দেশে নতুন হলেও বিশ্বচলচ্চিত্রে এই নাম নতুন নয়। প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক,'সেভেন সামুরাই'–এর নির্মাতা অস্কারজয়ী আকিরা কুরোসাওয়ার আত্মজীবনীমূলক বই 'জিদেন নো অও মোনো'–এর ইংরেজি নাম হলো 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। ফারুকী সাহেবের সিনেমার নামের সঙ্গে আকিরার বইয়ের নামে হুবহু মিল লক্ষ করা যায়। হতে পারে, ফারুকী চলচ্চিত্রকার আকিরার আত্মজীবনীর নাম থেকে অনুপ্রাণিত হয়েই সিনেমার নাম 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি' রেখেছেন।
১৯ মার্চ ২০২৪, ২২:০৬

আইসিইউ থেকে কেবিনে ফারুকী
মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার তিনি জানালেন, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে ফারুকীকে। তবে আগের চেয়ে এখন ভালো আছেন ফারুকী। তাই কেবিনে স্থানান্তর করা হয়েছে এই নির্মাতাকে। কিন্তু কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেই বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানান তিশা।   হাসপাতালে ফারুকীর সঙ্গে রয়েছেন তিশা। সেখান থেকেই দেশের এক গণমাধ্যমে ফারুকীর বর্তমান শারীরিক পরিস্থিতির কথা জানান এই অভিনেত্রী।   তিশা বলেন, আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে ফারুকীর। তবে হাসপাতাল থেকে তাকে বাসায় ফেরার বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা হয়নি। সবাই দোয়া করুন। ইনশাআল্লাহ, খুব দ্রুত তাকে আমরা কাজে দেখতে পারব। এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুকে তিশা জানিয়েছিলেন, সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললো এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন। নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে। উল্লেখ্য, প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে পথা চলা ফারুকীর। সম্প্রতি ওটিটিতে মুক্তি পায় তার নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয়ও করেছেন তিনি। শুধু তাকেই নয়, নির্মাতার মেয়ে ইলহামকেও দেখা গেছে এই সিনেমায়।    
২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়