• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
৭ ফুট লম্বা চুলের অধিকারী কে এই আনিকা?
নিজের থেকে বড় চুলের অধিকারী বাংলোদেশের মেয়ে শামিমা আক্তার আনিকার সুনাম দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। আনিকা পড়াশেনা করেছেন অস্ট্রেলিয়ায়। বর্তমানে দেশে অবস্থান করছেন তিনি।  অস্ট্রেলিয়াতে আইটি ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়াশোনা শেষ করা আনিকার দাবি, বাংলাদেশের সবথেকে বড় চুলের অধিকারিনী তিনি।  আনিকা লম্বায় ৫ ফুট ২ ইঞ্চি হলেও তার চুল ৭ ফুট। সেজন্য দেশের সবচেয়ে লম্বা চুলের নারী হিসেবে নিজেকে দাবি করেন তিনি। এমন বড় চুল হওয়ার পেছনের কারণ হিসেবে গণমাধ্যমকে আনিকা বলেন, আমার মা-খালাদেরও এমন পা ছুঁই ছুঁই চুল রয়েছে। তারাও আমার চুল দেখে নিজেদের স্মৃতিচারণ করেন। বড় চুল সামলানোর প্রসঙ্গে আনিকা বলেন, অনেকবার ভেবেছি চুল কেটে ফেলবো। কারণ আমার চুলের ভারে প্রায়ই ঘাড় ব্যথা করে। তাই চিকিৎসকরাও পরামর্শ দিয়েছিলেন চুল কাটতে, তবে আমি এই সিদ্ধান্ত নিতে পারিনি। অজানা এক মায়াতে আটকে চুল সযত্নেই রেখে দিয়েছি।   অস্ট্রেলিয়ার অনেকেই আনিকার কাছে জানতে চান তিনি কোন দেশের বাসিন্দা। এতো বড় চুল কীভাবে হলো। তাদেরকেও আনিকা বাংলাদেশ সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করেন। আনিকা আরও বলেন, আমার চুল নিয়ে একটি স্বপ্ন আছে। আমি এখনও আমার জীবনসঙ্গীর দেখা পাইনি। পেলে তাকে সারপ্রাইজ দেবো। তারপর হয়তোবা চুল ছোট করার কথা চিন্তা করতে পারি।
২৫ মার্চ ২০২৪, ০৮:৫৪

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ৫ ফুট লম্বা ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ৫ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর মাথা ও পিটের অংশের চামড়া উঠানো রয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) কুয়াকাটার গঙ্গামতি এলাকায় ৩৩ কানি পয়েন্টে ডলফিনটি দেখতে পান স্থানীয় জেলেরা। ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি এটি সকালের জোয়ারে পানিতে ভেসে এসেছে। পরে আমাদের কমিটির টিম লিডারকে জানাই। সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন। তবে বেশ লম্বা সময় পরে ফের এ ডলফিনটি আসলো। আমরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছি, কেন প্রতিবছর এমন পরিবেশ তৈরি হচ্ছে। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বনবিভাগকে অবগত করে আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এ উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যাতে এ মৃত্যুর কারণগুলো বের করা হয়। চলতি বছরে এটাই প্রথম সৈকতে আসা মৃত ডলফিন।    
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৮

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইউনাইটেডের মার্শাল
কুঁচকির অস্ত্রোপচারের কারণে আগামী দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব সূত্র। মেডিকেল স্টাফদের সঙ্গে আলোচনা করেই মার্শাল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড। মার্শালের পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে অন্তত ১০ সপ্তাহ সময় লাগবে। ২০১৫ সালে মোনাকো থেকে ওল্ড ট্রাফোর্ডে আসা মার্শালের চলতি বছরই হয়তো ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হতে যাচ্ছে। তার সঙ্গে ক্লাবের বর্তমান চুক্তির মেয়াদ জুন পর্যন্ত রয়েছে।  ইউনাইটেডের এক বছরের সরাসরি চুক্তির বিষয়টিতে খুব একটা আগ্রহ দেখাননি তিনি। আসন্ন গ্রীষ্মেই ফ্রি এজেন্টে দল ছাড়তে পারবেন তিনি। গত ৯ ডিসেম্বর বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হওয়ার ম্যাচের পর আর মাঠে নামতে পারেননি মার্শাল। প্রথমে অসুস্থতার কারণে মাঠের বাইরে চলে যান তিনি। এরপর কুঁচকির ইনজুরি দেখা দেয়।  চলতি মৌসুমে ১৯ ম্যাচে মাত্র দুই গোল করেছেন তিনি। এ নিয়ে নবম মৌসুমে সব মিলিয়ে মার্শাল ৩১৭ ম্যাচে ৯০ গোল করেছেন। 
২৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৮

কলেজের সামনে ঘুরছিল ১২ ফুট লম্বা অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শনিবার (১৩ জানুয়ারি) রাতে অজগরটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় বন বিভাগ। আরও পড়ুন : ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ   এর আগে, শনিবার বিকেলে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের রেসিডেন্সিডিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খবর দেয়। খবর পেয়ে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন। সজল দেব বলেন, অজগরটি খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে চলে এসেছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে সাপটি উদ্ধার করি। পরে বন বিভাগের লোকজন সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।  আরও পড়ুন : বেক্সিমকো ফার্মা থেকে পাপনের পদত্যাগ   শ্রীমঙ্গলের বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগর সাপটি উদ্ধার করা হয়েছে। এটির দৈর্ঘ্যে ১২ ফুট এবং ওজন ১৫ কেজি। উদ্ধার হওয়া অজগরটিকে শনিবার রাতে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে।
১৪ জানুয়ারি ২০২৪, ১২:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়