• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ আব্দুর রহমান প্রকাশ অনিক রহমান (৩০) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর অভিযানিক দল। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা অনিক রহমান চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী বলে জানা গেছে। সোমবার (২৫ মার্চ) দুপুরে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে রাত দেড়টার সময় সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারের ১নং পোল এলাকা থেকে একটি এলজিসহ (লাইট গান) তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক। এ ব্যাপারে র‌্যাবের নায়েব সুবেদার  মিরাজ আলী ভূঁইয়া বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা রুজু করেছেন।  অনিক রহমান চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের ছৈয়াল বাড়ির আব্দুল হকের ছেলে। তিনি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএর ছাত্র ও কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। আব্দুর রহমান অনিকের নামে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে চন্দ্রগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, অনিক রহমান বাজারের ব্যবসায়ীদের থেকে জোর করে চাঁদা আদায় করতেন। কোনো ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করলে তাকে নানাভাবে লাঞ্ছিত করতেন।
২৫ মার্চ ২০২৪, ২২:৫৬

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৮ দোকান
লক্ষ্মীপুরের কমলনগরে বলিরপোল বাজারে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  স্থানীয় ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক রুবেল বলেন, সকালে একজন রুগীর ফোন পেয়ে দোকানে আসি। তাদের প্রাথমিক চিকিৎসা করে দোকানে বসে ছিলাম। তখন দুইটি বিকট আওয়াজ শুনে বাইরে বের হয়ে দেখি কাপড় দোকান থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। তখন আমি ফায়ার সার্ভিসে কল করি। চিৎকার শুনে মসজিদের মাইকে আগুন লাগার খবর ঘোষণা করলে আশপাশে থাকা মানুষ ছুটে আসে। আগুন লাগার আধ ঘণ্টা পরে কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মুদি দোকান, কাপড় দোকান, মোবাইল দোকান, ফার্মেসিসহ ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল মজিদ বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের এক ঘণ্টার  চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়েছে। আগুনে বাজারের ৮টি দোকান পুড়ে গেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৬ মার্চ ২০২৪, ১১:৫৪

লক্ষ্মীপুরে যানজট নিরসন ও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং যানজটের ভোগান্তি কমাতে লক্ষ্মীপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর মনিটরিং টিম।   বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও পুলিশ সুপার তারেক বিন রশিদের নেতৃত্বে শহরের উত্তর তেমুহনী ও চক বাজার এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শন করেন তারা। এ সময় ফুটপাতের পাশে দোকান ও যত্রতত্র পার্কিং করে রাখা যানবাহন সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।  পরে রমজানের প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন তারা।  এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার। জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।  
১৪ মার্চ ২০২৪, ১৪:২৯

লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষ, একজন নিহত
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিম নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হয়। সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  রোববার (১০ মার্চ) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কে (মজুচৌধুরীরহাট সড়ক) দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত রুবেল একই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। অপর আহত সাগরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ড্রাম ট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের শ্রমিক আব্দুর রহিম মারা যান। গাড়ি চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়।  সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম বলেন, একজনকে মৃত অবস্থায় পেয়েছে। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এরমধ্যে সাগর নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১০ মার্চ ২০২৪, ১০:২৯

লক্ষ্মীপুরে ১০ জেলে আটক, নৌকা ও জাল জব্দ
লক্ষ্মীপুরে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ। এ সময় মাছধরার ৪টি নৌকা, আড়াই হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) জেলা সহকারী মৎস্য কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে সকালে মেঘনা নদী থেকে মৎস্য বিভাগ ও নৌপুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস আটককৃত ৬ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। অপ্রাপ্ত বয়স্ক ৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া জব্দকৃত জাল মজু চৌধুরীর হাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে।  দণ্ডপ্রাপ্তরা হলেন মোসলেহ উদ্দিন (৩১), মো. সালাহ উদ্দিন (৩৬), আকাশ মাঝি (২৭), মনির হোসেন (১৯), মো. শাহিন (১৯), ও শাহ আলম মাঝি (৩৭)। তারা সবাই সদর উপজেলার চররমনী মোহিন ইউনিয়নের বাসিন্দা। প্রাপ্ত বয়স না হওয়ায় সবুজ, তারেক, হৃদয় ও সামছুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ সময় মতির হাট এলাকা থেকে ১০ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের চারটি নৌকা ও আড়াই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আল আমিন বলেন, চার জেলে সবুজ, তারেক, হৃদয় ও সামছু অপ্রাপ্ত হওয়ায় তাদের দন্ডাদেশ না দিয়ে মুচলেকা নিয়ে দুটি ডিঙি নৌকাসহ তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অন্য আটককৃত ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যকের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
০৫ মার্চ ২০২৪, ২২:৪৪

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই 
লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদরের জকসিন পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।  স্থানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ খোকন স্টোরে আগুন লাগে। এ সময় মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ভয়াবহ রুপ ধারণ করে ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে।   স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এর আগেই মায়ের দোয়া ওয়ার্কশপ, আরাফাত রেন্ট এ কার, শরীফ স্টোরসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেন তাদের প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তারা বলছেন ফায়ার সার্ভিস কর্মীরা দেরীতে যাওয়ায় ক্ষতি বেশি হয়েছে। ফায়ার সার্ভিস এর স্টেশন ম্যানেজার রনজিত কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কি কারণে অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষনিক মন্তব্য করেননি তিনি। রাস্তায় জ্যাম থাকায় দেরি হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে ২ পক্ষের সংঘর্ষ, বর-কনেসহ আহত ১০
লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে পানি নিয়ে সংঘর্ষে বর-কনেসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাঞ্চনিবাজার এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।  জানা যায়, চররুহিতা ইউনিয়নের কাঞ্চনিবাজার এলাকার মাঝি বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তার সঙ্গে একই ইউনিয়নের চররুহিতা গ্রামের হাওলাদার বাড়ির দীন মোহাম্মদের ছেলের সঙ্গে ২ বছর পূর্বে বিয়ে হয়। শুক্রবার বরযাত্রীরা কনের বাড়িতে যায়। ১৩০ জন বরযাত্রী যাওয়ার কথা থাকলেও কনে পক্ষের দাবি তারা আরও বেশি অতিথি নিয়ে যান। এ নিয়ে দুপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে বরের দুলাভাই নাসির পানি চাইলে সেটি দিতে দেরি হওয়ায় বর পক্ষের লোকজন চেয়ার টেবিল ভাঙচুর করেন। এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বর কামাল হোসেন, কনে রুমা আক্তার, বরের ভগ্নিপতি জহির হোসেন, কনের নানা আনায়ারুল্লাহ, মামা খোরশেদ, মামা স্বপন, প্রতিবেশী রাসেল, ইমন, বরের আত্মীয় রাসেল ও পারভীনসহ দুপক্ষের দশজন আহত হন। এদের মধ্যে রাসেল, জহির, পারভীন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। 
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৬

লক্ষ্মীপুরে বাংলা ইশারা ভাষা দিবসে আলোচনা সভা 
বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে পালিত হলো বাংলা ইশানা ভাষা দিবস।  বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. শরীফ হোসেনসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন ক্ষুদে শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০০

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ আটক ২
লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেল ও বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার তারেক বিন রশিদ।  আটক দুজন হলেন- মো. রাসেল ও মো. ইমরান।  জানা গেছে, সোমবার গভীররাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের (৫নং ওয়ার্ড) দেওপাড়া মানিক মিয়ার দু-চালা সেমি পাকা টিনের ঘরের পূর্ব পাশ থেকে বিদেশি পিস্তলসহ অভিযুক্ত রাসেল ও ইমরানকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন চাঁনপুর এলাকা একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযুক্ত রাসেল দেওপাড়া গ্রামের নুরু মিয়া পাটোয়ারী বাড়ির আব্দুল খালেকের ছেলে এ ছাড়া তার বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অপর অভিযুক্ত ইমরান একই গ্রামের করিম মোল্লাগো বাড়ির তাজুল ইসলাম সুমনের ছেলে। পুলিশ সুপার জানান, অভিযুক্ত রাসেল ও ইমরান সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের পিস্তলসহ আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে নোয়াখালী থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। মোটরসাইকেল ও বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় রাসেল ও ইমরানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ হাসান মোস্তফা স্বপন, (সদর) সার্কেল মো. সোহেল রানা, বিশেষ শাখার (ডিআই-ওয়ান) মো. আজিজুর রহমান ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১

লক্ষ্মীপুরে মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ 
লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে দুপুরে উপজেলার পৌর মহাশ্মশান ঘাট মন্দিরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মন্দির কমিটির লোকজন শ্মশানের তালা খুলে দেখতে পায় ভিতরে কালী প্রতিমা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মন্দিরে বিভিন্ন স্থানে ভাঙচুর, আসবাবপত্র ও কাগজপত্রে অগ্নিসংযোগ করেছে দূর্বত্তরা। পৌর শ্মশান ঘাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম রায় জানান, দুর্বৃত্তরা মন্দিরের মা কালির প্রতিমা ভাঙচুর করেছে এছাড়াও মূল্যবান কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরই জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল জানান, বিভিন্ন সময় সনাতন ধর্মালম্বীদের উপসনালয়গুলো আক্রান্ত হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, লক্ষ্মীপুরে এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রতি বজায় আছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
৩০ জানুয়ারি ২০২৪, ২৩:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়