• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
লক্ষ্মীপুর জেলা কারাগারে আসামির মৃত্যু
লক্ষ্মীপুর জেলা কারাগারে ছেলে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম বেলায়েত হোসেন ভূঁইয়া (৭২)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান। মৃত বেলায়েত রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের হেদায়েত হোসেন ভূঁইয়ার ছেলে।  নিজের ছেলেকে হত্যার ঘটনায় আদালত তাকে ১০ বছরের সাজা দেন। জেলার সর্বোত্তম দেওয়ান বলেন, দীর্ঘদিন ধরে বেলায়েত অসুস্থ ছিলেন। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাত সাড়ে ১০টায় সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালেই নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর বেলায়েত হোসেনকে কারাগারে আনা হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল জানান, বেলায়েত হোসেনকে মৃত অবস্থায় পেয়েছেন তারা। পথেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। কি কারণে তার মৃত্যু হয়েছি এখনই বলতে পারছি না। মরদেহ মর্গে রয়েছে।
০৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৩

লক্ষ্মীপুর বাজুসের সভাপতি সমির, সম্পাদক পরেশ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সমির চন্দ্র কর্মকার সভাপতি ও পরেশ কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রত্যেক প্রার্থীই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় বাজুস লক্ষ্মীপুর শাখার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ওমর ফারুক, সদস্য জ্যোতির্ম্ময় মজুমদার ও বোরহান উদ্দিন স্বাক্ষরতি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চির করা হয়।  বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিপনুল হাসান নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন।  নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি খোকন দেবনাথ, রানা কুমার পাল, সহদেব চিন্দ কুরী, জুলাশ কুরী, সহসাধারণ সম্পাদক গণেশ চন্দ্র কুরী, দীপক দেবনাথ, অঞ্জন কুমার কুরী, সুব্রত দত্ত, ভাষাণ চন্দ্র কর্মকয়ার ও কোষাধ্যক্ষ সুভাষ কর্মকার।  নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক পরেশ কর্মকার বলেন, অতীতের সব ভেদাভেদ ভুলে সংগঠনকে স্মার্ট ও গতিশীল করার লক্ষে নব নির্বাচিত সকল সদস্যকে নিয়ে করবে নতুন কমিটি। প্রসঙ্গত, রোববার (৩১ মার্চ) সকাল ১০ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের ফুড গার্ডেন রেস্টুরেন্টে কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কার্যকরী কমিটির ১৯ জন সদস্য নির্বাচিত করেন। তাদের মধ্যে থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে প্রার্থী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।
০২ এপ্রিল ২০২৪, ২১:১১

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি জসিম, সম্পাদক বিপ্লব 
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন সভাপতি ও রহমত উল্লাহ বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  পরে দিবাগত রাত ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবীর ফলাফল ঘোষণা করেন। বিজয়ী সভাপতি জসিম জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক বিপ্লব সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি এ কে এম তৌহিদুর রহমান, মো. আবুল খায়ের, সহ-সম্পাদক ইমরান হোসেন মাছুম, মোহাম্মদ নুর হোসেন মিন্টু, পাঠাগার সম্পাদক নুর উদ্দিন সুজন, সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাস, অডিটর তারেক আল আমিন রিশাদ, সদস্য জামাল উদ্দিন, আবদুল আহাদ শাকিল পাটোয়ারী, আশিকুর রহমান, ইয়াহইয়া সোহাগ, আরিফুল ইসলাম ও আনোয়ার হোসাইন সুজন।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১২

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৫ দালাল আটক, ১০ দিনের কারাদণ্ড
লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের দালাল চক্রের হাতে জিম্মি হয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন প্রাইভেট হাসপাতালের হয়ে দালালরা রোগীদের সদর হাসপাতাল থেকে অন্য বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।  দালালদের এমন উৎপাতের কারণে বুধবার (৭ ফেব্রুয়ারি) হাসপাতাল প্রাঙ্গণ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।  পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হয়। তাদের মধ্যে ৫ জন দোষী সাব্যস্ত হওয়ায় তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।  দণ্ডপ্রাপ্তরা হলেন ওমর ফারুক (২৭), আমিনুল (২৩), রহমান আল আজাদ (৩৭), সুজন (২৩) ও আকরাম হোসেন (২৭)।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াই প্রু মারমা।  তিনি বলেন, ৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যাচাই-বাছাই করে ৫ জন দোষী সাব্যস্ত হয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করেছে। তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  তিনি জানান, প্রান্তিক জনগণ সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে এদের হাতে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয়। যা আইনগত অপরাধ।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়