• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ট্রেন দুর্ঘটনা রোধ করবে ক্ষুদে বিজ্ঞানী জিহাদের ট্রেন সিকিউরিটি সিস্টেম
সম্প্রতি ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনে নারী ও শিশুসহ চারজন নিহতের ঘটনা নাড়া দেয় পুরো দেশকে। এ ছাড়া হরতাল-অবরোধে ট্রেনে আগুন, ট্রেনের স্লিপার খুলে নেওয়া এবং অরক্ষিত রেলক্রসিং এ দুর্ঘটনা নতুন কিছু নয়। এসব দুর্ঘটনা রোধে ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ আবিষ্কার করে সাঁড়া ফেলেছেন চুয়াডাঙ্গার ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ। তার আবিষ্কৃত ইংরেজি-বাংলায় কথা বলা এআই বেইজড আর্টিফিসিয়াল রোবটও বেশ প্রশংসা কুড়িয়েছে।  মঙ্গলবার (২৩ জানুয়ারি) দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের স্টলে ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ এবং এআই বেইজড আর্টিফিসিয়াল রোবট প্রদর্শন করেন জাহিদ।  ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ সম্পর্কে এই শিক্ষার্থী বলেন, বর্তমানে হরতাল-অবরোধে ট্রেনে আগুন দেওয়া, ট্রেনের স্লিপার খুলে নেওয়া ও অরক্ষিত রেলক্রসিং এর কারণে ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে। যদি কোনো দুর্গম জায়গায় ট্রেনে আগুন লাগে তাহলে সেই মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো সম্ভব হয় না। ফলে যদি তাৎক্ষণিক আগুন না নেভানো যায় তাহলে পুরো ট্রেনে আগুন লেগে যাবে। এই সিস্টেম আগুন লাগা প্রতিরোধ করবে। ট্রেনের প্রতিটি বগিতে একটি করে ওয়াশরুম থাকে এবং ওয়াশরুমে পানির ব্যবস্থা থাকে। এই পানিকে কাজে লাগিয়ে ট্রেনে লাগা আগুন নেভানো সম্ভব। ট্রেনের কোনো বগিতে যখনই আগুন লাগবে সেই মুহূর্তে ফায়ার ডিটেকশন সেন্সর এক্টিভেট হয়ে যাবে এবং পুরো ট্রেনে পানি ছড়িয়ে গিয়ে আগুন নিভে যাবে। সাথে সাথে ট্রেনে অ্যালার্ম বেঁজে উঠবে এবং ট্রেন থেমে যাবে। এতে শত শত মানুষের প্রাণ ও কোটি কোটি টাকার সম্পদ বাঁচবে।  অরক্ষিত রেলক্রসিং : দেশে ট্রেন লাইন অনেক সময় গ্রামের ভেতর দিয়ে কিংবা বাজারের ভিতর দিয়ে যায়। অসচেতনতার কারণে দুর্ঘটনা সম্মুখীন হয় মানুষ। এই সিস্টেমে ঘনবসতিপূর্ণ এলাকা কিংবা বাজারের ভিতর যে রেল লাইন রয়েছে তার ৫০০ মিটার পরপর পোলের ব্যবস্থা আছে। যেখানে ট্রেন আসার ৫০০ মিটার আগে থেকেই সেই পোলগুলোতে অ্যালার্ম বেঁজে উঠবে। ফলে মানুষ সতর্ক হয়ে যাবে এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। জিহাদ জানান, হরতাল-অবরোধের সময় ট্রেনের স্লিপার খুলে নিয়ে নাশকতার ঘটনা ঘটছে। এই সিস্টেমে ট্রেনের স্লিপার খুলে নেওয়া মাত্রই ট্রেন চালক সংকেত পাবেন এবং ট্রেন অটোমেটিক থেমে যাবে। যতক্ষণ পর্যন্ত ট্রেন লাইন ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ট্রেন চলবে না। ফলে ট্রেন দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। আমরা যদি এই তিনটি বিষয়ে আমলে নিয়ে এই সিস্টেমটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের ট্রেন যাত্রা ৯০ ভাগ নিরাপদ ও সুরক্ষিত হবে। ক্ষুদের বিজ্ঞানী জাহিদ হাসান জিহাদের এআই বেইজড আর্টিফিসিয়াল রোবট মেলার দর্শনার্থীদের বেশ প্রশংসা কুড়িয়েছে।
২৬ জানুয়ারি ২০২৪, ০০:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়