• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
জাতীয় ইভেন্টে পুরুষদের ম্যাচ পরিচালনায় নারী রেফারি
ইউরোপ আমেরিকা নয়, দৃশ্যটি ঢাকায় ৩৪তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার। দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন রেফারি ফারজানা আক্তার লিলি।  পঞ্চগড়ের তেঁতুলিয়ার মেয়ে লিলির হ্যান্ডবলে হাতেখড়ি গ্রামের স্কুল থেকে। জাতীয় পর্যায়ে একটি টুর্নামেন্টে স্কুল চ্যাম্পিয়ন হলেও খেলার দিকে বেশি ঝোঁকেননি তিনি। বরং রেফারিং-এর চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহ বরাবরই। তার ভাষ্য, ২০২০ সালে আমি একটি কোর্স করেছি। ট্রেনিং করেছিলাম। সেখান থেকেই আমার যাত্রা শুরু হয়। প্রথমে মহিলা প্রিমিয়ার লিগে রেফারিং করেছি। এরপর বিজয়ে কাপে রেফারিং করি। এবার প্রথমবার জাতীয় পর্যায়ে করছি। তিনি যোগ করেন, আমার নার্ভাসনেস কাজ করেনি। আমি শুরু থেকেই পেশাদার কাজ করছি। সামাজিক বাধা আটকাতে পারেনি, গণবিশ্ববিদ্যালয়ে সমাজকর্মের প্রথমবর্ষের শিক্ষার্থী লিলিকে। পুরুষতান্ত্রিক প্রতিবন্ধকতার জাল ছিন্ন করে ঠিকই প্রতিভার বিকাশ ঘটান। নিজের কাজে শতভাগ মনোযোগী লিলি পুরুষকে দেখেন সহযোগী হিসেবেই। লিলির মন্তব্য, আমরা দুইজন মেয়ে এখানে কাজ করছি। শুরু থেকেই সহযোগিতা পাচ্ছি। এই পাটাতনে দাঁড়িয়ে নিজের দক্ষতা বৃদ্ধিতে সদা তৎপর হ্যান্ডবলকে আবেগ বানানো লিলি। শুধু জাতীয় পর্যায়েই সীমাবদ্ধ থাকতে চান না। নিজের অগ্রযাত্রায় দেশের মেয়েদেরও অনুপ্রাণিত করতে চান ফারজানা আক্তার লিলি।
০৮ মার্চ ২০২৪, ১৫:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়