• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
যে কারণে প্রেমিকার মাকে স্পর্শ করেছিলেন সোহেল খান
বলিউডের জনপ্রিয় অভিনেতা সোহেল খান। ক্যারিয়ারে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যদিও এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না তাকে। তবে ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি এই অভিনেতার। একবার নাকি সোহেল তার প্রেমিকার মাকে স্পর্শ করেছিলেন।  সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি খোলাসা করেন সোহেল। এ সময় অভিনেতা জানান, ভুলবশত প্রেমিকা মনে করে তার মাকে স্পর্শ করেছিলেন তিনি।   সোহেল জানান, একবার দুর্ঘটনাবশত প্রেমিকার জায়গায় প্রেমিকার মাকে যৌন উত্তেজনাপূর্ণ স্পর্শ করেছিলেন। আসলে ঘটনাটা বুঝতে না পারার কারণেই ঘটেছিল। মূলত ডার্ক রুম খেলছিলেন তারা। সোহেল বলেন, আমার এক প্রাক্তন প্রেমিকার বাড়িতে ডার্ক রুম খেলছিলাম। আমি একটা ওয়ারড্রবে গিয়ে লুকিয়েছিলাম। আমার প্রেমিকার মা এসেও সেই আলমারিতেই লুকিয়ে পড়েন।  অভিনেতা আরও বলেন, অন্ধকার আলমারিতে আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম আমার প্রেমিকাই এসেছে। সেটা ভেবেই আমি ওকে স্পর্শ করা শুরু করি। কিন্তু সে আচমকা খিলখিল করে হেসে উঠলে আমার ভুলটা ভাঙে।   তিনি বলেন, এরপর তিনিও হেসে ফেলেছিলেন। তাদের সেই হাসাহাসির জেরে আলো জ্বালিয়ে দেওয়া হয় এবং মাঝপথেই খেলা শেষ হয়।  সূত্র : হিন্দুস্তান টাইমস   
১৩ এপ্রিল ২০২৪, ১৩:৪৭

যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে র‌্যাবের কন্ট্রোল রুম
ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কন্ট্রোল রুম চালু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কন্ট্রোল রুম থেকে যাত্রীরা যেকোনো আইনগত সহায়তা নিতে পারবেন। শুক্রবার (২৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করে র‌্যাব-৩। সন্ধ্যায় র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনে স্থাপিত কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। এখান থেকে সাধারণ যাত্রীরা সব ধরনের সেবা নিতে পারবেন। বিশেষ করে যেকোনো আইনগত সহায়তা ছাড়াও জাল টাকা শনাক্ত করা হবে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া বয়োজ্যেষ্ঠ, শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ব্যক্তি সহায়তা চাইলে সহায়তা করবেন র‌্যাবের সদস্যরা। ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে দ্রুত যাত্রীদের সহায়তা করা হবে। তিনি আরও বলেন, যেকোনো প্রয়োজনে র‍্যাবের হটলাইন নম্বর দেওয়া হয়েছে। হটলাইন নম্বর- ০১৭৭৭-৭১০৩৯৯।
২৯ মার্চ ২০২৪, ২০:৩৩

ভালোবাসার দিনে ‘টাইম জোন লিভিং রুম সেশন’র যাত্রা শুরু
উন্মুক্ত মঞ্চে কিংবা সাজানো কোন সেটে নয়, বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এলো ‘টাইম জোন লিভিং রুম সেশন’। টাইম জোন এর পৃষ্ঠপোষকতায় রবীন্দ্রনাথের গানে ভালোবাসার দিনে যাত্রা শুরু হল এ সংগীত উদ্যোগের। পাভেল আরিনের সংগীত পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত প্রেমের গান ‘ভালোবেসে সখী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। এর আগে গত ০২ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ স্থান টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে মিউজিক্যাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। টাইমস স্কয়ারের বিলবোর্ডে এই প্রকল্পটির টিজার প্রকাশ করা হয় যেখানে দেখা যায় ৯ বাংলাদেশি শিল্পীকে যারা হলেন; ইমরান মাহমুদুল, ঐশী, কণা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশি, ইনিমা রশ্নি, কাজল দেওয়ান ও সংগীত পরিচালক পাভেল আরিন। এই আইকনিক প্ল্যাটফর্মে বাংলাদেশের শিল্পীদের মুখ দেখে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রি এবং সংগীত প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই আয়োজনের সহযোগি ও পৃষ্ঠপোষক হিসেবে আছে কল্লোল গ্রুপ অব কোম্পানিজের আওতাধীন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ঘড়ির অথরাইজড রিটেইল চেইনশপ ব্র্যান্ড ‘টাইম জোন’। পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে আছেন কল্লোল গ্রুপ অব কোম্পানিজের হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ। তিনি জানান, ‘লিভিং রুম সেশন’ মূলত ট্যালেন্টেড সংগীত পরিচালক পাভেল আরিনের ব্রেইন চাইল্ড। বাংলা গান ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকে বাংলদেশের মিউজিককে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা ‘টাইম জোন’ এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছি। এই উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা উচ্ছ্বসিত। ‘টাইম জোন লিভিং রুম সেশন’ এর পরবর্তি পরিকল্পনা সম্পর্কে রিফাত আহমেদ বলেন, এই সিজনের গানগুলোর প্রোডাকশন সম্পন্ন হওয়ার পরে এসে আমরা সম্পৃক্ত হয়েছি, এটি আমাদের মাত্র শুরু, আশা করছি পরবর্তি সিজনগুলোতে একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা একসাথে কাজ করবো এবং আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানসম্পন্নতা গুরুত্ব দিয়ে ‘টাইম জোন লিভিং রুম সেশন’ কে নিয়ে আসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলা গানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নিজের মিউজিক ক্যারিয়ারের জন্য এই সঙ্গীত আয়োজনকে একটি উল্লেখযোগ্য মাইলফলক মনে করছেন পাভেল। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ছয় বছর বয়স থেকে মিউজিকের সাথে আছি। প্রায় দুই দশক ধরে জড়িয়ে আছি জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সাথে। সংগীত পরিচালক হিসেবে কাজ করেছি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্লাটফর্ম ও কনসার্টের ভেতরকার মানুষ হিসেবে দেশি ও বিদেশি গুণী শিল্পীদের সাথে  নিবিড় ভাবে কাজ করার সৌভাগ্য  হয়েছে। সবসময় দেশের সংগীতকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে, নতুন কিছু শিখতে চেষ্টা করেছি। এখন সময় এসেছে নিজের ভাবনা গুলো মানুষের সামনে নিয়ে আসার।  আশা করি সবাই উপভোগ করবেন এই মিউজিক্যাল প্রজেক্টটি।’ প্রথম সিজনে নয়টি গানের মধ্যে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে বলে জানান পাভেল। ‘টাইম জোন লিভিং রুম সেশন’-অডিও প্রোডাকশান করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। নিয়মিত বিরতিতেই নতুন নতুন চমক নিয়ে প্রথম সিজনের গানগুলো প্রকাশিত হতে থাকবে। ‘‘টাইম জোন লিভিং রুম সেশন’’ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং স্পটিফাই সহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম -এর মাধ্যমে সঙ্গীতপ্রেমীরা এই গানগুলো উপভোগ করতে পারবেন। বাংলা গানের প্রতি পাভেল আরিন আর টাইম জোনের এই ভালোবাসা ছুঁয়ে যাক কোটি শ্রোতার হৃদয়। কনা’র কণ্ঠে ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এর প্রথম গান রবীন্দ্রনাথের ‘ভালোবেসে সখী’। ঘুরে আসতে পারেন নিচের লিংকে https://www.youtube.com/watch?v=lYP041BsOkk ।  
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২০

শীতে ক্ষতিকর হতে পারে রুম হিটার
দেশজুড়ে হাড় কাঁপানো শীত। এ সময় উষ্ণতা পেতে মানুষ প্রায়ই রুম হিটার ব্যবহার করে। অনেকে রাতে এটি চালিয়ে ঘুমান, কিন্তু আপনি কি জানেন যে এটি আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। রুম হিটার আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ১. স্বাস্থ্যের ওপর রুম হিটারের প্রভাব শীতকালে বাতাস এমনিতেই শুষ্ক থাকে। স্পেস হিটারগুলো বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। ফলে যাদের ত্বকের বিভিন্ন সমস্যা আছে কিংবা হাঁপানির রোগে ভুগছেন, তাদের স্বাস্থ্যের জন্য সঠিক নয়। সারারাত বদ্ধ ঘরের মধ্যে রুম হিটার ব্লোয়ার চালিয়ে রাখলে কার্বন-ডাই-মনোক্সাইড (CO) উৎপন্ন হতে পারে, যা শ্বাস নেওয়ার সময় শ্বাসকষ্ট হতে পারে। এমনকি ঘুমের মধ্যে মৃত্যুও হতে পারে। কারণ কার্বন মনোক্সাইড রক্তের অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। তাপের ক্রমাগত প্রভাবের ফলে ত্বকে ক্ষতি সৃষ্টি হতে পারে। শুষ্কতা, চুলকানি, টোস্টেট স্কিন সিনড্রোম ইত্যাদির মধ্যে দিয়ে জটিলতা তৈরি করতে পারে।  গরম জায়গা থেকে ঠান্ডা জায়গা যাওয়ার সময় তাপমাত্রার হঠাৎ ওঠানামা করে। তাতে ইমিউন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে, শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ২. রুম হিটার ঘরে রাখলে কী কী সতর্কতা অবলম্বন করবেন রুম হিটার থেকে সব দাহ্য পদার্থ দূরে রাখুন। কারণ অবিরাম তাপের উৎসের কারণে সেগুলো থেকে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। রুম বা ঘর থেকে বের হওয়ার সময় রুম হিটারের সুইচ বন্ধ করুন। কোনো দুর্ঘটনা এড়াতে এটিকে আনপ্লাগ করুন। রুম হিটারগুলোকে শিশুদের নাগালের বাইরে রাখুন। উচ্চস্থানে রেখে বা ব্যবহার না করার সময় তালাবদ্ধ করে রাখুন। ৩. যা করবেন না কাপড় দিয়ে রুম হিটার ঢেকে রাখবেন না। কাপড় লেগে আগুন ধরে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। পানির পাশাপাশি রাখবেন না। কারণ এটি একটি ইলেকট্রনিক ডিভাইস।  আপনার রুম হিটারগুলো কোনো উঁচু জায়গায় প্লাগ করতে যাবেন না। কারণ এটি ঠিক করে না রাখলে পড়ে গিয়ে আগুন ধরে যেতে পারে।
০৪ জানুয়ারি ২০২৪, ১২:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়