• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
রুবি হত্যা, তদন্তে পিবিআইকে চায় পরিবার
চাঁদপুরে গৃহবধূ রুবি হত্যা মামলায় পুলিশের বর্তমান তদন্ত কর্মকর্তার অসহযোগিতার অভিযোগ এনে লাশের পুনরায় ময়নাতদন্তসহ মামলাটি পিবিআই কর্তৃক তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে নিহতের বড় বোন তানিয়া দাবি করেন, তার বোন রুবি পরিবারের অগোচরে শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শ্রীপুরা বাড়ির আল শাহরিয়ারকে বিয়ে করেন। এতে তার শ্বশুর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে রুবিকে যৌতুকের দাবিতে অত্যাচার শুরু করে এবং তাকে হত্যা করে আত্মহত্যা বলে দাবি করে। পরে এই ঘটনায় শাহরাস্তি থানায় একটি অপমৃত্যু মামলা হলেও ভুক্তভোগী পরিবারের মামলাটি নেয়নি থানা পুলিশ। পরে আদালতে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। আদালত মামলার তদন্ত পার শাহরাস্তি থানায় প্রেরণ করলে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই আনোয়ারকে। তবে মামলায় বর্তমান তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ারের অসহযোগিতায় মামলাটির সঠিক তদন্ত নিয়ে শঙ্কা করছেন তারা। তাই হত্যাকাণ্ডের সঠিক রহস্য উদঘাটনে মামলার তদন্তের দায়িত্বভার পিবিআইকে দেওয়ার দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে সাবেক রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হানিফসহ স্বজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়