• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
পাকিস্তানে বিদ্যুৎ গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত ১২৫ বিলিয়ন রুপি
পাকিস্তানে বিদ্যুৎ খাতে ত্রৈমাসিক ও মাসিক সমন্বয়ের জন্য গ্রাহকরা আগামী তিন মাসে (এপ্রিল থেকে জুন) অতিরিক্ত ১২৫ বিলিয়ন রুপি পরিশোধ করবেন। ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি (নেপ্রা) ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিক সমন্বয় করতে বৃহস্পতিবার ‘ডিস্ট্রিবিউশন কোম্পানি’ এবং ‘কে-ইলেক্ট্রিকের’ গ্রাহকদের জন্য প্রতি ইউনিটে ২.৭৪৯২ রুপি শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে নেপ্রা ফেব্রুয়ারি মাসের জন্য মাসিক জ্বালানি চার্জ সামঞ্জস্যের কারণ হিসেবে ‘ডিসকোস’ পিটিশনে প্রতি ইউনিটে ৪.৯৯ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছে। সেটি কার্যকর হলে ‘ডিসকোসের’ ভোক্তাদের প্রতি ইউনিটে ৪.৯৯ দিতে হবে। এছাড়া ত্রৈমাসিক সমন্বয়ের জন্য প্রতি ইউনিটে অতিরিক্ত ২.৭৪ রুপি কেটে রাখা হবে। এর মানে এপ্রিল মাসে ত্রৈমাসিক ও মাসিক সমন্বয়ের জন্য ডিস্কোর গ্রাহকদের কাঁধে প্রতি ইউনিটে অতিরিক্ত ৭.৭৪ রুপির বোঝা পড়বে এবং মে ও জুন মাসে ইউনিট প্রতি অতিরিক্ত ২.৭৪ রুপি গুনতে হবে। একইভাবে কে-ইলেক্ট্রিকের গ্রাহকদের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের জন্য ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিক সমন্বয়ে ইউনিট প্রতি অতিরিক্ত ২.৭৫ রুপি দিতে হবে। কিউটিএ’র প্রভাবে ডিসকোস ও কেই এর গ্রাহকদের অতিরিক্ত ৮৫.২ বিলিয়ন রুপি গুনতে হবে। ফেব্রুয়ারির এফসি’র জন্য দিতে হবে অতিরিক্ত আরো ৪০ বিলিয়ন রুপি।
১১ এপ্রিল ২০২৪, ২৩:৫৭

বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি ও টাকাসহ গ্রেপ্তার ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলির রুস্তমপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ জাল নোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।  মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলের র‌্যাব-৯ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজ প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানান। র‌্যাব কমান্ডার জানান, গত সোমবার রাতে র‌্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল কোম্পানির একটি বিশেষ টিম অভিযান চালায়। শ্রীমঙ্গল উপজেলার রুস্তমপুর গ্রাম থেকে ভারতীয় ১৪ লাখ ৬৫ হাজার ৫০০ জাল রুপি এবং বাংলাদেশি ৬৯ লাখ ৫২ হাজার ৯০০ টাকার জাল নোটসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের বাসিন্দা। তিনি আরও জানান, যুগেন্দ্র মল্লিক দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে আসল টাকা বলে মানুষের কাছে বিক্রি করে আসছিল। এই চক্রের অন্যান্য সদস্য এবং জাল নোট প্রস্তুতের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এদিকে, গ্রেপ্তার যুগেন্দ্র মল্লিকের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে। জব্দ জাল নোট ও অন্যান্য আলামত শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।  
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৯

আইপিএলের টাইটেল স্পন্সর হতে যত রুপি খরচ হলো টাটার
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবার শীর্ষে রয়েছে ভারতে আইপিএল। এই আসর থেকে প্রতি বছর হাজার কোটি টাকা আয় করে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান গুলো তাদের প্রচারের জন্য কোটি কোটি টাকার ব্যয় করে থাকে এই টুর্নামেন্টে।  যেমন প্রতি মৌসুমে ৩৬৫ কোটি রুপি করে দেওয়ার চুক্তিতে ২০২২ সালে আইপিএলে প্রথমবারের মতো টাইটেল স্পন্সর হয়েছিল টাটা। দুই বছর এই চুক্তি সম্পন্ন করার পর এবার নতুন করে তাদের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়াল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার আর দুই বছর নয়, আগামী পাঁচ বছরের জন্য আইপিএলে টাইটেল স্পন্সরশিপ নিয়েছে টাটা। তার জন্য ভারতের এই জনপ্রিয় কোম্পানিকে খরচ হচ্ছে ২ হাজার ৫০০ কোটি রুপি। অর্থাৎ প্রতি মৌসুমের জন্য বিসিসিআইকে ৫০০ কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ। যা আইপিএলের ইতিহাসে টাইটেল স্পন্সরশিপ বিক্রির রেকর্ড এটি। আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বলেন, আগামী ২০২৪-২৮ সাল পর্যন্ত টাইটেল স্পন্সর হিসেবে টাটা গ্রুপকে পাওয়া আইপিএলের পথচলায় উল্লেখযোগ্য মাইলফলক। টাটা গ্রুপের সঙ্গে দুই হাজার ৫০০ কোটি রুপির রেকর্ড চুক্তি ক্রীড়া জগতে আইপিএলের বিশাল মূল্য এবং জনপ্রিয়তার একটি প্রমাণ। দুই হাজার ১৯৯ কোটি রুপিতে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ভিভোর সঙ্গে চুক্তি করেছিল বিসিসিআই। কিন্তু ২০২০ সালের জুনে তাদের সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করে ভারতীয় বোর্ড। ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক উত্তেজনাকে এর জন্য দায়ী করা হয়।
২০ জানুয়ারি ২০২৪, ২০:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়