• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে রুপা জিতলেন জহির
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়েই রৌপ্য পদক জিতে চমক দেখিয়েছেন বাংলাদেশের জহির রায়হান। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে ইরানের তেহরানে ৪০০ মিটার দৌড়ের ফাইনালে ৪৮ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন জহির রায়হান। প্রথম হওয়া ইরানের অ্যাথলেট সাজ্জাদ আঘাইয়ের টাইমিং ছিল ৪৭ দশমিক ৯৫। গত বছর কাজাখস্তানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুরের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পদক জিতরেন জহির। এর আগে, গত ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে প্রথম হওয়া জহির সময় নেন ৪৭ দশমিক ৭৬ সেকেন্ড। ২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে বিশ্ব যুব অ্যাথলেটিকসে সেমিফাইনালে উঠেছিলেন জহির রায়হান। ২০২১ সালে টোকিও অলিম্পিকেও খেলেন জহির রায়হান।  
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়