• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে সমন জারি
সিরাজগঞ্জের আদালতে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে সমন জারি হয়েছে। প্রতারণা ও গ্রাহক হয়রানির মামলায় তাদের বিরুদ্ধে এ সমন জারি করেছেন আদালত। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাদীপক্ষের আইনজীবী মঞ্জরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২১ সালের ২৫ আগস্ট জেলার কামারখন্দ উপজেলার রাজ নামের এক যুবক বাদি হয়ে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগ এনে রাসেল শামীমার বিরুদ্ধে মামলাটি করেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কামারখন্দ থানা আমলি আদালতের বিচারক আলমগীর হোসেন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের সশরীরে আদালতে হাজির হতে এ সমন জারি করেন। মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ মে রাজ ইভ্যালি থেকে কিছু ইলেকট্রিক পণ্যের ক্রয়াদেশ দেন। পরে ইভ্যালির নিয়ম অনুযায়ী ক্রয়াদেশের ৭ থেকে ৪৫ কর্ম দিবসের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও তা ডেলিভারি দেওয়া হয়নি। এমন প্রতারণার শিকার হয়ে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন তিনি। পরে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জের ওপর দায়িত্ব দেন। আদালতের এ আদেশের পরিপ্রেক্ষিতে পিবিআই সিরাজগঞ্জ ইভ্যালি ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৯

রাসেল তাণ্ডবে রংপুরকে উড়িয়ে দিলো কুমিল্লা
চলমান বিপিএলে হার দিয়ে আসর শুরু করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর। লিগ পর্বের শেষ ম্যাচে কুমিল্লার কাছে ছয় উইকেটে হেরেছে সাকিব-সোহানরা। ১২ ম্যাচে নয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করল রংপুর। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে রংপুরের পরেই রয়েছে কুমিল্লা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে ১৫১ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ১৪ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। এতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান মজবুত করেছে কুমিল্লা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন কুমিল্লার দুই ওপেনার লিটন কুমার দাস এবং সুনীল নারিন। তবে সাকিবের দ্বিতীয় ওভারে তিন বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বসে গতবারের চ্যাম্পিয়নরা। পঞ্চম ওভারের প্রথম বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে শামীমের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন নারিন। তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে এসে এক বল পরেই সাকিবকে উড়িয়ে মারার চেষ্টা করেন হৃদয়ও। তবে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই টাইগার ব্যাটার। চতুর্থ উইকেটে লিটনকে সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকে কুমিল্লা। ৪২ বলে ৪৩ রান করে আউট হন লিটন। সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই টাইগার ব্যাটার। ২৯ বলে ৩৯ রান করে অঙ্কন আউট হলে খেলা ফেরে টিম রাইডার্স। শেষ দিকে মঈন আলীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রাসেল। ১৭তম ওভারে হাসান মাহমুদের বলে ২৫ রান তোলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। শেষ পর্যন্ত মঈন আলীর ১০ রান এবং রাসেলের ১২ বলে ৪৩ রানের ব্যাটিং তাণ্ডবে ভর করে ১৪ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এ ছাড়াও এক উইকেট শিকার করেন আবু হায়দার রনি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ৪ রান করে ব্যান্ডন কিং এবং ৮ বলে ১৪ রান করে আউট হন আরেক ওপেনার রনি তালুকদার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি শেখ মাহেদী ও নুরুল হাসান সোহান। মাহেদী ৬ বলে ৮ রান করে আউট হলে, ২ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন রংপুর অধিনায়ক। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রংপুর শিবিরে হাল ধরেন সাকিব আল হাসান। ১৯ বলে ২৪ রান করে আউট হন তিনি।  টম মুরেস ৮ রান এবং শামীম পাটোয়ারি২ রান করে আউট হলেও রংপুর শিবিরে হাল ধরেন জেমি নিশাম।  ৩৩ বলে ফিফটি তুলে নেন এই তারকা ক্রিকেটার। নিশামের ৪২ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৫০ রানের লড়াকু পুঁজি পায় রংপুর। Copied from: https://www.rtvonline.com/sports/261858
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১১

‘আমি মনে করেছিলাম রাসেল ম্যাচ বের করে দিবে’
চলমান বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিয়ে রংপুরের সঙ্গে লড়াই করেছে কুমিল্লা। নিজেদের দশম ম্যাচে সিলেটের কাছে ১২ রানে হেরেছে লিটন-হৃদয়রা। এই ম্যাচে ৮৫ রানের ইনিংস খেলেও দলকে জিতাতে পারেননি লিটন। ম্যাচ শেষে হারের কারণ জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক। সোমবার (১৯ ফেব্রুয়ারি)  ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন লিটন দাস। ম্যাচের শেষ সময়ে পিচে ছিলেন রাসেল ও লিটন। তারপরও ম্যাচ হেরে যায় তারা। এ নিয়ে লিটন বলেন, আমার বিশ্বাস ছিল রাসেল ঐ ওভারে ম্যাচ কভার করে দিবে। হয় নাই! সব কিছু কি আপনি চাইলেও সব কিছু করতে পারবেন না।  তিনি বলেন, আমি যদি আউট হয়ে যেতাম হতেও তো পারত। হারলে নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকে। অধিনায়ক হিসেবে আমি ঐ সময় বিশ্বাস করেছি আমার প্লেয়ার আমাকে ম্যাচ জেতাবে। পারেনি, পরের ম্যাচ জেতাবে। উইকেট একটু স্লো ছিল । আর গ্রিপ করছিল বিশেষ করে যারা বাঁহাতি তাদের খেলা ডানহাতি ব্যাটারের জন্য কঠিন ছিল।’ এই ম্যাচের আগে অনুশীলন করতে মাথায় আঘাত পায় মোস্তাফিজ। তাই এই ম্যাচে টাইগার পেসারের অভাবে ম্যাচ হেরেছেন কিনা এমন প্রশ্ন যায় লিটনের কাছে। জবাবে তিনি বলেন, হারের কারণ কেন হবে। আমাদের কী একাদশে আর কোনো খেলোয়াড় নেই? ‘তবে একজন বাঁহাতি পেসার থাকলে হলে ভালো হতো। এটা নিয়ে বলে লাভ নেই। মোস্তাফিজেরও তো খারাপ দিন গিয়েছে। এই উইকেটেই গিয়েছে। তখন কী উত্তর দিতাম। আমার কাছে মনে হয় আমরা ১২ থেকে ১৬ ওভার স্পিন বোলিং খুব জঘন্য করেছি।’ দলের বোলিং লাইন নিয়ে লিটন আরও বলেন, আমরা খারাপ বল করেছি। দুজন নতুন ব্যাটসম্যান ছিল। আমাদের ওইখানে এভাবে রান দেওয়াটা উচিত হয়নি। যেহেতু আমাদের স্পিনাররা ভালো বোলিং করেনি, ওই জায়গায় একটু পিছিয়ে গিয়েছি। আমি আগেও বললাম, এটা ১৮০ রানের উইকেট নয়। ১৬০-১৬৫ রান হলে সহজ হতো। ’
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০২

হাতিয়ায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
নোয়াখালী হাতিয়ায় মাসব্যাপি শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আলী।  উপজেলা ছাত্রলীগ ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই খেলার আয়োজন করেন। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ১৬ টি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী ম্যাচে পৌরসভা ক্রিকেট একাদশ ও ইয়াছিন আরাফাত স্পোর্টস একাডেমি খেলায় অংশগ্রহণ করেন। ১২ ওভার খেলায় পৌরসভা ক্রিকেট একাদশ ৯ উইকেটে জয় লাভ করে। প্রতিদিন সকালে ও বিকালে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ আয়েশা ফেরদাউস, হাতিয়া পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন মুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রায় ৫ শতাধিক দর্শক। উদ্বোধন উপলক্ষে দ্বীপ কলেজ মাঠকে বর্ণিল ভাবে সাজানো হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ব্যানার লাগিয়ে সুন্দর ভাবে তৈরি করা হয় গ্যালারী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ মোহাম্মদ আলী বলেন, তরুণ সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নাই। ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানায়। আমরা হাতিয়াতে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানে আন্তরিক ভাবে সহযোগিতা করব।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৪

বাদীর মামলা প্রত্যাহারের আবেদনে জামিন পেলেন ইভ্যালির রাসেল
চেক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।  বুধবার (১৭ জানুয়ারি) তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অন্যদিকে মামলার বাদী জামিনের বিরোধিতা না করে আপসের শর্তে মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত রাসেলের জামিন মঞ্জুর করেন। একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে হাজির হননি। বাদীপক্ষের আইনজীবী সাদিকুর রহমান তমাল বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৫ জানুয়ারি একই আদালত রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে এ মামলায় তাদেরকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। ওইদিন আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও ইভ্যালি কর্তৃপক্ষ তাতে ব্যর্থ হয়। এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক প্রদান করা হয় তানভীরকে। কিন্তু চেকটি নগদায়নের জন্য গেলে ব্যাংকে তা ডিজঅনার হয়। এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপরও কোন পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে তানভীর মামলা করেন।  
১৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯

দ্রুত দেনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেন ইভ্যালির রাসেল
দ্রুত গ্রাহকের সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।  ইভ্যালির সিইও বলেন, বর্তমানে ইভ্যালিতে যে মুনাফা অর্জিত হচ্ছে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি করতে বেশি দিন লাগবে না। সবাই সহযোগিতা করলে যত গ্রাহক আমাদের কাছে টাকা পান তার মুনাফাও দিতে পারবো। তিনি বলেন, ইভ্যালিতে এখন ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে গ্রাহক পণ্য পাওয়ার পর টাকা পরিশোধ করছেন। সরাসরি পণ্যের মূল্য গ্রাহকদের ব্যাংক হিসাব থেকে নেওয়া হচ্ছে। সেখানেই সরকারের কর পরিশোধ করা হচ্ছে। রাসেল বলেন, বর্তমানে আমাদের সব পণ্য মুনাফার সঙ্গে বিক্রি হচ্ছে। ‘বেশি বিক্রি মুনফা কম’ এটি ই-কমার্স ব্যবসার নিয়ম। এতে স্টোরে মাল পড়ে থাকেনা বিনিয়োগ উঠে আসে। ফলে পণ্যের মালিক ৫ থেকে ৬ শতাংশ মুনাফায় তা আমাদের কাছে ছেড়ে দেয়। আমাদের বেশি পণ্য বিক্রি করার সুযোগ থাকায় আমরা তা ৮-৯ শতাংশ মুনাফায় বিক্রি করতে পারি। ফলে গ্রাহকরাও আমাদের কাছে তা সস্তায় কিনতে পারেন। 
১৬ জানুয়ারি ২০২৪, ২৩:২৬

ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চেক প্রতারণার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৫ জানুয়ারি) গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সাদিকুর রহমান তমাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আরও পড়ুন : কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু   এর আগে, এ মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এদিন আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ কর‍তে ব্যর্থ হন। এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক প্রদান করেন। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়। এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে কোন পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে বাদী মামলা করেন। আরও পড়ুন : ৬ মাসে মামলা নিষ্পত্তির নির্দেশ, স্থগিত থাকবে রানার জামিন   ২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পরপরই কম দামে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি। তবে অর্থ দিয়েও পণ্য না পেয়ে গ্রাহকদের অসন্তোষ বাড়তে থাকে। অভিযোগ বাড়তে থাকার মধ্যে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রাহককে পণ্য বা অর্থ কোনটাই না দেওয়া এবং প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর শামীমা জামিনে মুক্তি পেলেও আটকে যায় রাসেলের মুক্তি। পরে রাসেলও কারামুক্ত হন।
১৫ জানুয়ারি ২০২৪, ১২:৪৫

পাওনাদারদের সুখবর দিলেন ইভ্যালির রাসেল
সবার পাওনাই পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে পাওনাদারদের সুখবর দিলেন তিনি। রাসেল বলেন, পুরাতন গ্রাহক ও মার্চেন্টদের লেনদেন কিংবা অর্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য দু’মাসের মধ্যে ইভ্যালির নতুন অ্যাপের মাধ্যমে উপস্থাপন করা হবে। তিনি বলেন, ইভ্যালির কাছে সাধারণ গ্রাহকরা সাড়ে ৩০০ কোটি টাকা এবং আর মার্চেন্টরা পাবেন ১৫০ কোটি টাকা। তবে অডিট সম্পন্ন হলে প্রকৃত দেনার পরিমাণ বলা যাবে। সবার পাওনাই ধীরে ধীরে পরিশোধ করা হবে। ইভ্যালির প্রধান লক্ষ্য সব দেনা পরিশোধ করা। মুনাফা ছাড়া ইভ্যালি কোনো পণ্য বিক্রি করছে না জানিয়ে ইভ্যালির সিইও বলেন, এখন থেকে আর কোনো গ্রাহক পণ্য কিনে প্রতারিত হবেন না। গুণগত মানের কারণে গ্রাহকের কোনো পণ্য পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে। এ ক্ষেত্রে কুরিয়ার চার্জসহ সম্পূর্ণ অর্থ গ্রাহককে ফেরত দেওয়া হবে। এর আগে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারা দেশে অনেক মামলা হয়। এরপর গত বছরের ১৮ ডিসেম্বর কারাগার থেকে জামিনে বের হন রাসেল।
১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়