• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
প্রতিবছর আমার জন্য রানী টাইপ ড্রেস নিয়ে আসতেন : ফারিন খান
ঈদুল ফিতরের আজ দ্বিতীয় দিন। আর এই উৎসবকে কেন্দ্র করে সবার মাঝেই দেখা যাচ্ছে এক ভিন্ন আমেজ। পরিবারের সাথে ঈদ করতে অনেকেই গিয়েছেন দেশের বাড়ি। পাশাপাশি এই ছুটিতে বাড়তি আনন্দ যোগ করতে টিভি চ্যানেল, ওটিটি, ইউটিউবে আসছে অনেক নতুন নাটক, ওয়েবফিল্ম শুরু করে নানা ধরণের কন্টেন্ট। পাশাপাশি নিজেকে একটু সবার থেকে ভিন্ন করে সাজাতে নিচ্ছেন অনেকেই অনেক প্রস্তুতি। সবকিছু মিলিয়ে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। ঈদ নিয়ে পরিকল্পনা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আরটিভির সঙ্গে কথা হলো ছোট ও বড় পর্দার অভিনেত্রী ফারিন খানের সঙ্গে। জানালেন ঈদ পরিকল্পনা সহ নানা কথা। আরটিভি : ঈদ কেমন কাটলো?  ফারিন : ঈদ সবসময় সাভারেই করি। অনেকেই মনে করেন আমার বাড়ি সাভারে। কিন্তু আমার আসল বাড়ি ইন্ডিয়ার বহরমপুরে। তারপর বাংলাদেশে আসার পর কুষ্টিয়ায় মাঝে মাঝে ঈদ করেছি। ইন্ডিয়ায় তেমনভাবে আমার ঈদ করা হয়নি। ইচ্ছে আছে ভবিষ্যতে সেখানে ঈদ করার। এবার ঈদ সাভারেই করেছি। আমি একটি এতিমখানার সঙ্গে সম্পৃক্ত আছি। ঈদের দিন ওখানেহ সময় দিয়েছি। ওদের সঙ্গে দুপুরের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছি। দুই বছর হলো আমি আমার ছোট খালুকে মিস করছি। কারণ দুই বছর হলো তিনি মারা গেছেন। উনার সাথে আমার ঈদের অনেক স্মৃতি আছে। আমার খালু বাংলাদেশ ব্যাংকে জব করতো ওখান থেকে বাসায় ফেরার আগে মানে সন্ধ্যার দিকে আমি তখন রোজ তাদের বাসায় যেতাম। দেখতাম নতুন জামা এনেছে কিনা? খালু রোজ বলতেন অনেক খুঁজেছি কিন্তু ভালো ড্রেস পায়নি। দেখা যেত ঈদের আগের দিন রাতে কল দিতেন বলতেন আমার জন্য সারপ্রাইজ আছে। আমি বাসায় গিয়ে আলমারি থেকে নতুন জামা বের করতাম। প্রতিবছর খালু আমার জন্য রানী টাইপ ড্রেস নিয়ে আসতেন। খালুকে এ বছর অনেক মিস করেছি। আরটিভি : ঈদ নিয়ে মজার কোন স্মৃতি? ফারিন : ছোট বেলায় ঈদে সালামির জন্য নতুন একটা ব্যাগ কিনতাম। আর ঐ ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি যেতাম সালামি নেয়ার জন্য।     আরটিভি : তারকা হবার পর ঈদ কেমন কাটছে?  ফারিন : নিজের কাজ নিয়ে আসলে ঈদ কাটে তারকা হওয়ার পর। এবার ঈদেও আমার আটটি কাজ মুক্তি পাচ্ছে। সবাইকে দেখার অনুরোধ রইলো।  আরটিভি : ঈদে কোন কোন সিনেমা দেখা হবে?  ফারিন : শাকিব ভাই আমার অনেক পছন্দের নায়ক। তার কোন কাজ আমি মিস করি না। সবার আগে শাকিব ভাইয়ের রাজ কুমার দেখবো। এরপর মুক্তি পাওয়া সব সিনেমা গুলোই দেখবো।   
১২ এপ্রিল ২০২৪, ১৯:০৮

নওগাঁয় প্রমি রানী সাহা হত্যার প্রতিবাদে মানববন্ধন
নওগাঁর পত্নীতলা উপজেলার ডঙ্গাপাড়া গ্রামের প্রমি রানী সাহাকে হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার। রোববার (৭ এপ্রিল) দুপুরে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধনে প্রমি রানীর পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের মেয়ে প্রমি রানী সাহাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শারীরিক ও মানসিক নির্যাতন করে হত্যা করার পর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার নাটক সাজানো হয়েছে তারা আরও বলেন, প্রমি রানী সাহার স্বামী স্বপন সরকার ও তার পরিবারের লোকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হত্যারহস্য উদঘাটন করে খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার অনুরোধ জানান প্রমি রানীর পরিবারের সদস্যরা।
০৭ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

রানী মুখার্জি আর মা হতে পারবেন না
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যদিও এখন আর আগের মত রুপালি পর্দায় দেখা মেলে না তার। ব্যক্তিগত জীবনে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে সংসার পেতেছেন তিনি। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তানের মা হতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ভাগ্য যেন সায় দিল না তাকে। আর মা হতে পারবেন না রানী মুখার্জি।  গেল বছর মেলবোর্নে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন রানী মুখার্জি। শুধু তাই নয়, নিজের গর্ভপাতের কথাও প্রকাশ করেন এই অভিনেত্রী। এবার ফের বিষয়টি নিয়ে কথা বললেন তিনি।  সম্প্রতি গালাটা প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে রানী মুখার্জি জানান, তিনি আর দ্বিতীয় সন্তানের মা হতে পারবেন না।     রানী মুখার্জি বলেন, আমি ৭ বছর দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করেছি। এখন আমার মেয়ের বয়স ৮ বছর। ওর বয়স যখন এক-দেড় বছর তখন থেকে চেষ্টা করে আসছিলাম। সর্বশেষ আমি অন্তঃসত্ত্বা হই। কিন্তু পাঁচ মাসের মাথায় আমার গর্ভপাত হওয়ায় দ্বিতীয় সন্তানটিকে হারিয়ে ফেলি আমি। অভিনেত্রী আরও বলেন, আমি ৪৬ বছর বয়সী হতে যাচ্ছি, এটি এমন বয়স যখন সন্তান নিতে পারব না। এটা খুবই বেদনাদায়ক। কারণ আমার কন্যাকে আর কোনো ভাই-বোন দিতে পারব না আমি। আমার জন্য সত্যিই এটা কষ্টের। কন্যা আদিরাকে নিয়ে ভীষণ আনন্দিত রানী মুখার্জি। কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এখন আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আদিরা আমার অলৌকিক সন্তান এবং তার জন্য সত্যি আমি সুখী। আমি নিজেকেই বলি, আদিরাই আমার জন্য যথেষ্ট। ২০১৪ সালে আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানী মুখার্জি। বিয়ের পরই অভিনয় থেকে দূরে সরে যান তিনি। তবে বর্তমানে ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী।  প্রসঙ্গত, রানী মুখার্জি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। গত বছর মুক্তি পায় এটি। এ সিনেমার শুটিং শুরুর আগেই গর্ভপাত হয় রানীর। কিন্তু বিষয়টি কাউকে জানাননি তিনি। এমনকি এই সিনেমার প্রযোজক-পরিচালক কেউই জানতেন না।   সূত্র : ইন্ডিয়া টুডে   
২৩ মার্চ ২০২৪, ০৯:৪৩

জবিতে সেই শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়ায় তাসমিম সানজানা সৃষ্টিকে স্থায়ীভাবে হল (হলের বরাদ্দকৃত সিট বাতিল করে) ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। হল ছাড়ার বিষয়ে তাকে রোববার দাপ্তরিক চিঠি দেবে প্রশাসন।  শুক্রবার (৮ মার্চ) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানী। তিনি বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়ায় হলের শৃঙ্খলা কমিটি অভিযুক্ত শিক্ষার্থীর হলের সিট বাতিলের সিদ্ধান্ত নেয়। রোববার তাকে অফিসিয়ালি চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।’ হল প্রভোস্ট আরও বলেন, ‘এমন ছোট ঘটনাকে কেন্দ্র করে মারামারি কোনোভাবেই কাম্য নয়। পাশে একটা চুলা ছিল চাইলে তারা পরিবর্তন করে অন্য চুলায় রান্না করতে পারত। তারা সেটা না করে মারামারি, ভাষা খারাপ করল। এটা মেনে নেওয়া যায় না।’ গত মঙ্গলবার সকালে সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ইতি খাতুনকে হলের রান্নাঘরে সংগীত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী তাসমিম সানজানা মারধর করেছেন জানিয়ে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। ইতি খাতুন সাংবাদিকদের বলেন, আমার রান্নার মধ্যে চুলা ফাঁকা থাকায় আপু (তাসমিম) ডিম ভাজতে চাইলে ছেড়ে দিই। কিন্তু রান্না শেষ করতে দেরি হওয়ায় এবং ক্লাসের সময় হওয়ায় দ্রুত রান্না শেষ করতে বলি। তখন তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। প্রতিবাদ করায় চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারেন। এরপরের ঘটনা মনে নেই। কারণ, মারধরে আমি অচেতন হয়ে পড়ি। জানতে চাইলে তাসমিম সাংবাদিকদের বলেন, জুনিয়র হয়ে ইতি আমার সঙ্গে বেয়াদবি করেছে। আমার দিকে তেড়ে আসে। আমি কি বসে থাকব? 
০৯ মার্চ ২০২৪, ০৭:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়