• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
কক্সবাজারের টেকনাফের জাহাজপুরা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ১০ জনকে উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় অভিযান শুরু হয়। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে অপহৃতদের উদ্ধার করা হয়। অপহরণকারীদের ধরতে এখনও অভিযান চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাম্মদ ওসমান গনি। তিনি বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বুধবার সন্ধ্যা ৬টা থেকে টেকনাফ থানা, হোয়াইক্যং ও বাহারছড়া ফাঁড়ির ৫০ জন পুলিশ একযোগে টেকনাফের জাহাজপুরা পাহাড়ে অভিযান শুরু করে। তিনি আরও জানান, পুলিশের পাশাপাশি অভিযানে যোগ দেয় র‌্যাব সদস্যরাও। অভিযানের এক পর্যায়ে পুরো পাহাড় ঘিরে ফেলা হয়। তারপর রাতে সাড়ে ১২টার দিকে অপহৃত ১০ জনকে পাহাড়ে ছেড়ে পালিয়ে যায় অপহরণকারীরা। এরপর অপহৃতদের উদ্ধার করা হয়।তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আর অপহরণকারীদের ধরতে পাহাড়ে অভিযান চলমান রয়েছে।  
২৮ মার্চ ২০২৪, ০৮:৪৩

রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ
গণহত্যা দিবস স্মরণীয় রাখতে আজ রাত ১১টা থেকে রাত ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল‍্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদ্‌যাপন’ উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির সভার কার্যবিবরণীসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার (২৫ মার্চ) রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। এক মিনিট অন্ধকার থাকবে সারাদেশ। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। ব্ল‍্যাক আউটের সময় প্রয়োজনীয় সতর্কতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়া স্কুল, কলেজ এবং মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।  দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহ একটি রাত। মানব ইতিহাসের জঘন্যতম গণহত্যায় সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী মেতেছিল উল্লাসে। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তূপ।  ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত পরিকল্পিত গণহত্যার মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চে বাঙালির জাতীয়তাবাদী, স্বাধিকার আন্দোলনকে সশস্ত্র হামলার মাধ্যমে দমন করতে চেয়েছিল তারা।
২৫ মার্চ ২০২৪, ২১:২৩

রাতে মাঠে নামছে ব্রাজিল
প্রায় ৭ বছর পর আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।  থ্রি-লায়ন্সদের বিপক্ষে সবশেষ দেখায় গোলশূন্য সমতায় মাঠ ছেড়েছিল সেলেসাওরা। সেই ওয়েম্বলিতে ফের নামার অপেক্ষায় ভিনি-রদ্রিগোরা। উয়েফা ইউরোতে নামার আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি সারতে চায় থ্রি-লায়ন্সরা। তাই ঘরের মাঠে এই ম্যাচে জয় পেতে মরিয়া ইংল্যান্ড। তবে ইনজুরিতে থাকা দলের নিয়মিত অধিনায়ক হ্যারি কেইনকে এই ম্যাচে পাচ্ছে না ইংলিশরা। গত শনিবার বুন্দেসলিগায় ড্রামস্টাডের বিপক্ষে ৫-২ গোল ব্যবধানে জয়ের দিনে অ্যাঙ্কেলে চোট পান বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড। এদিকে কাতার বিশ্বকাপের পর থেকে ব্যর্থতার বৃত্তে বন্দী ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর সরে দাঁড়ান কোচ তিতে। এরপর কোচ নিয়োগ নিয়ে একের পর এক নাটক মঞ্চস্থ হয়েছে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাও পাওলোর কোচ দরিভালকেই নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তারও যাত্রা শুরু হবে। অন্যদিকে ইংলিশদের বিপক্ষে চোটে জর্জরিত দলকেই পাচ্ছেন দরিভাল। গত অক্টোবর থেকে মাঠের বাইরে দলের অন্যতম সেরা তারকা নেইমার। প্রধান দুই গোলরক্ষক অ্যালিসন বেকার ও এদেরসনও দলে নেই।  এ ছাড়া ক্যাসেমিরো-মিলিতাওসহ বেশ কজন তারকা খেলোয়াড়কে পাচ্ছেন না তিনি। এরপরও ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়েই সাফল্যের ধারায় ফিরতে চায় সেলেসাওরা।
২৩ মার্চ ২০২৪, ১১:১৬

২৫ মার্চ রাতে দেশব্যাপী প্রতীকী ‘ব্ল্যাক আউট’
যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে আগামী ২৫ মার্চ (সোমবার) রাত ১১টায় দেশব্যাপী প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে এক মিনিটের জন্য। কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো অবশ্য এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। শনিবার (২৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে বাণী দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সোমবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে গণহত্যা দিবসের আলোচনা সভা। দেশব্যাপী আয়োজন করা হবে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের।   এছাড়া, স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।   ঢাকাসহ সব সিটি কর্পোরেশনগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। এছাড়া ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এদিন বাদ জোহর বা সুবিধাজনক সময় বিশেষ মোনাজাত হবে দেশের সব মসজিদে। প্রার্থনা করা হবে অন্যান্য উপাসনালয়গুলোতেও। জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।
২৩ মার্চ ২০২৪, ১০:৫৯

রোনালদোর মাইলফলকের রাতে আল-নাসরের জয়
কয়েক দিন আগেই চ্যাম্পিয়ন লিগে সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রল হয়েছে। তাই আল-আহলির বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা চাপেই ছিলেন তিনি। তবে সেই চাপ সামলে দলের জয়ের পাশাপাশি মাইলফলকে নাম তুলেছেন পর্তুগিজ এই সুপারস্টার। রোনালদোর গোলে সৌদি প্রো লিগে জয় পেয়েছে আল-নাসর। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আল-আহলিকে ১-০ গোলে হারিয়েছে গ্লোবাল ওয়ান।  ম্যাচ জুড়ে আধিপত্য নিয়ে লড়ে নাসর। তবে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেনি রোনালদো-মানেরা। বিপরীতে বেশ কিছু সুযোগ নষ্ট করেছে আল-আহলি। ম্যাচের ৩৬তম মিনিটে মেরিহ ডেমিরালের হেড বারে লেগে ফিরে আসে। এতে বেঁচে যায় আল-নাসর। ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নাসর। সাদিও মানের থ্রু থেকে দারুণ এক গোল করেন রোনালদো। তবে দীর্ঘ সময় ভিএআর পরীক্ষা-নিরীক্ষার পর অফসাইড ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়। বিরতি থেকে ফিরেও একাধিক সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয় নাসর। তবে ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি কাজে লাগিয়ে নাসরকে জয় এনে দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই সঙ্গে আল নাসরের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে আদায় করে নেন ৫০তম গোল। এ জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল নাসর। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। অন্যদিকে এক ম্যাচ কম খেলে আল হিলালের পয়েন্ট ৬৫। ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আল আহলি। 
১৬ মার্চ ২০২৪, ১২:৩৭

রাজধানীতে শব্দ দূষণ : দিনে বাংলামোটরে, রাতে লালবাগে
শব্দ দূষণ নিয়ন্ত্রণে ঢাকার যেসব জায়গাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছ, সেখানেও নির্ধারিত সীমার দ্বিগুণ মাত্রার উচ্চ শব্দ থাকছে বলে উঠে এসেছে এক জরিপে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন-পরিজা’ সংবাদ সম্মেলন করে জরিপের এই ফলাফল প্রকাশ করে। সোমবার (৪ মার্চ) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন এ তথ্য জানান পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) সভাপতি প্রকৌশলী মো. আবদুস সোবহান। তিনি জানান, গত দুই মাসে ঢাকা মহানগরীর ৪৫টি এলাকায় দিবা ও রাত্রিকালীন শব্দের মাত্রা পরিমাপ করা হয়েছে। জরিপকৃত এলাকাগুলোকে নীরব, আবাসিক, মিশ্র ও বাণিজ্যিক এলাকায় ভাগ করে নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক বলেন, নীরব এলাকায় দিবাকালীন শব্দের মাত্রা সবচেয়ে বেশি সচিবালয় এলাকায়, যা ১০১ দশমিক ৭ ডেসিবেল এবং রাত্রিকালীন শব্দের মাত্রা সবচেয়ে বেশি ধানমন্ডি ল্যাবএইড এলাকায়, যা ১০১ দশমিক ৫ ডেসিবেল। মিশ্র এলাকায় দিবাকালীন শব্দের মাত্রা সবচেয়ে বেশি বাংলামোটর যা ১০৩ দশমিক ৮ ডেসিবেল এবং রাত্রিকালীন শব্দের মাত্রা সবচেয়ে বেশি লালবাগ সেকশনে, যা ১০১ দশমিক ৫ ডেসিবেল। তিনি জানান, এ ছাড়া রাজধানীতে নীরব এলাকায় দিবাকালীন শব্দের মাত্রা ৮৪ দশমিক ৫ থেকে ১০১ দশমিক ৭ ডেসিবেল এবং রাত্রিকালীন ৯৬ দশমিক ৪ থেকে ১০১ দশমিক ৫ ডেসিবেল। আবাসিক এলাকায় দিবাকালীন ৮২ দশমিক ০ থেকে ৯১ দশমিক ০ ডেসিবেল এবং রাত্রিকালীন ৮৩ দশমিক ০ থেকে ৯১ দশমিক ৬ ডেসিবেল থাকে। মিশ্র এলাকায় দিবাকালীন ৯১ দশমিক ০ থেকে ১০১ দশমিক ৫ ডেসিবেল এবং রাত্রিকালীন ৮৯ দশমিক ০ থেকে ১০৩ দশমিক ৮ ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় দিবাকালীন শব্দের মাত্রা ৯২ দশমিক ০ থেকে ৯৭ দশমিক ০ ডেসিবেল এবং রাত্রিকালীন ৯১ দশমিক ০ থেকে ৯৯ দশমিক ০ ডেসিবেল পর্যন্ত হয়েছে। প্রকৌশলী আবদুস সোবহান জানান, বাসের ভেতর ৮০ দশমিক ৪ থেকে ৮৩ দশমিক ৯ ডেসিবেল। বাংলামোটরে শব্দের মাত্রা ১০৩ দশমিক ৮ ডেসিবেল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শব্দের মাত্রা ৮৬ দশমিক ০০ থেকে ৯৪ দশমিক ০০ ডেসিবেল। সচিবালয় এলাকায় শব্দের মাত্রা ৯৬ দশমিক ০০ থেকে ১০১ দশমিক ৭ ডেসিবেল। সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডাকসুর সাবেক জিএস ডা. মোশতাক হোসেন বলেন, শব্দ সরাসরি স্বাস্থ্যকে আঘাত করছে। এটা আমাদের বোধশক্তি নষ্ট করে দিচ্ছে। শব্দের ডেসিবেল মাত্রা যদি অনেক বেশি হয়, তাহলে শুধু শ্রবণের ক্ষতি না, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে হৃদ্‌রোগের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে। মানুষ বা যে কোনো প্রাণী যখন ক্রমাগত স্ট্রেসে থাকে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ঢাকা বর্তমানে বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হয়েছে জানিয়ে নগর গবেষক জাহাঙ্গীর আলম বলেন, এই নগর কেন এতটা বসবাস অযোগ্য তা আমার বোধগম্য হয় না। মিরপুরে রাত ২-৩টা পর্যন্ত ট্রাক থেকে অবকাঠামো নির্মাণসামগ্রী রাস্তায় প্রচণ্ড শব্দে ফেলা হয়। যেকোনো সংকটের কথা বললেই শোনা যায়, সরকারের জনবলের ঘাটতি। সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ক্যামেলিয়া চৌধুরী, আমির হাসান প্রমুখ।
০৫ মার্চ ২০২৪, ১৩:৪৮

সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসান-ফারিণ
অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে একটি লাইভ আপলোড হয়, কিন্তু আবার কয়েক ঘণ্টার মধ্যে মুছেও ফেলা হয়। ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেটিতে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। ভিডিওটি দেখে তাহসানের ফ্যানপেজে ব্যাপক কৌতূহল দেখা যায়। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন এবং অনেক ফেসবুক গ্রুপ, মিমপেজ এবং ব্যক্তিগত প্রোফাইলে লাইভের বিষয় নিয়ে মতামত শেয়ার করতে দেখা যায়। অন্যদিকে তাসনিয়া ফারিনও লাইভ ভিডিও আপলোডের এক ঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম’। এরপর এই ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখা যায় সোশ্যাল মিডিয়া, টিভি-নিউজ, বিনোদনমূলক পেজ ও বেশ কয়েকটি খবরের অনলাইন পোর্টালে। গত দুইদিন এই বিষয়টি নিয়ে দুই তারকাদের সঙ্গে যোগাযোগ করেও কিছু জানা যায়নি। অবশেষে তাহসান এবং ফারিন শুত্রবার (১ মার্চ) রাজধানীর একটি হোটেলে একটি সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কিছুটা খোলাসা করেন।   তারা জানালেন, দুজনই ঢাকার একটি এপেক্স স্টোরে গিয়েছিলেন। তখনই ভুলে লাইভ হয়ে যায় তার ফোন থেকে। এই ভিডিও নিয়ে অনেক মন্তব্য বিভিন্ন মহলে হলেও কাজের জন্য ব্যস্ত থাকায় সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়নি। তারা ভক্তদের উদ্দেশে জানিয়েছেন সুস্থ-সবল আছেন আর আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন।
০১ মার্চ ২০২৪, ২১:৪১

ভোটের রাতে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ : আসামি গ্রেপ্তার
নোয়াখালীর সুবর্ণচরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন রাতে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার মো. মিন্টু ওরফে হেলাল উপজেলার মধ্যম বাগ্যা গ্রামের মৃত আরব আলীর ছেলে। জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্থানীয় রুহুল আমিনের নেতৃত্বে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জেরে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ অভিযোগপত্র দেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক জাকির হোসেন। গত সোমবার ৫ ফেব্রুয়ারি ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ১০ জনের ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ মামলার পলাতক এক মাত্র আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিন্টু ওরফে হেলালকে র‌্যাব-১০ এর সহযোগিতায় গ্রেপ্তার করে চরজব্বর থানার পুলিশ। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।    
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৯

তাদের কলিজা কাঁপে, ভয়ে রাতে ঘুম হয় না : নুর
ওবায়দুল কাদেররা যতই হুমকি-ধমকি দিক, তাদের কলিজা কাঁপে, ভয়ে রাতে ঘুম হয় না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নুরুল হক বলেন, তারা (আওয়ামী লীগ) ভালো করেই জানে, তারা জনগণের ভোটে নির্বাচিত নন। তারা জোর-জবরদস্তি করে সরকার গঠন করেছে। তিনি বলেন, বর্তমান সরকারের কোনো পরিচয় নেই। এদের কেউ পাত্তা দিচ্ছে না। এদের কথা কেউ শুনছে না। কতগুলো অশিক্ষিত, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, সন্ত্রাসী আজকে সংসদে বসে আছে। ওদের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। এরা আছে টাকা বানানোর ধান্দায়। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বাংলাদেশে গত ১৫ বছরে ৬০০-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে উত্তরা থেকে তুলে শিলং নিয়ে যাওয়া হয়েছিল। সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সীমান্তের ওপারে পাওয়া গেছে। ইলিয়াস আলীকে এখনও পাওয়া যায়নি। সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুবঅধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি তরিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়