• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বেপরোয়া বাইকারদের দাপটে অতিষ্ঠ রাজধানীবাসী
কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছেন লাখ লাখ মোটরসাইকেল চালক। সুযোগ পেলেই যখন ইচ্ছা উঠে যাচ্ছেন ফুটপাতে, কখনও বা চলছেন উল্টোপথে। এতে দুর্ঘটনাও বাড়ছে। ফলে প্রতিনিয়ত সড়কে আতঙ্ক নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, গতবছর সারাদেশে মোট ৬ হাজার ৫২৪টি সড়ক দুর্ঘটনার মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ২ হাজার ৫৩২টি। এরমধ্যে শহরেই ৩০১টি দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতির হিসেবে চলতি বছরের শুধু ফেব্রুয়ারিতে ১৭৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২১০ জন নিহত এবং ১২৯ জন আহত হয়েছেন। পথচারীরা বলেন, মোটরসাইকেল চালকদের যন্ত্রণায় স্কুলের বাচ্চারাও ঠিকমতো রাস্তা পার হতে পারে না। জেব্রাক্রসিং কিংবা ফুটপাত কোনো কিছুই তারা ছাড়ছেন না। রাস্তায় একটু জ্যাম দেখলেই মোটরসাইকেল নিয়ে ফুটপাতে উঠে যান। এতে আমাদের চলাচলে সমস্যায় পড়তে হয়। এদিকে কয়েকজন মোটরসাইকেল চালকের দাবি, ‘কেউই নিয়ম মানে না। সবাই শটকাট খুঁজে।একজনের দেখা দেখি অন্যরাও উল্টোপথে মোটরসাইকেল নিয়ে চলাচল করে।’ এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. মঞ্জুরুল ইসলাম বলেন, একসঙ্গে অনেকগুলো মোটরসাইকেল এসে এমন পরিস্থিতি তৈরি করে যে, আমরা আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ পাই না।  একজন-দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। যখন ২০-৩০টি মোটরসাইকেল একসঙ্গে হয়ে যায় তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেও অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগাম টানতে বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন, ফুটপাতে যেন মোটরসাইকেল উঠতে না পারে, সেজন্য নকশাগত পরিবর্তন আনতে হবে। এ ছাড়া এন্ট্রি ও এক্সিটে বার দিতে হবে, যেন ফুটপাতে মোটরসাইকেল প্রবেশ করতে বা বের হতে না পারে। একইসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কে মোটরসাইকেল সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে।
২৪ মার্চ ২০২৪, ২০:০৫

বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজট, ভোগান্তিতে রাজধানীবাসী
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বিকেলে হঠাৎ করে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় সৃষ্টি হয়েছে অসহনীয় যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৩টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। সরেজমিনে দেখা যায়, রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, পল্টন, গুলিস্তান, শান্তিনগর, মালিবাগ এবং কারওয়ান বাজারসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির পর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজট চারদিকে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানীর রাজারবাগ, পল্টন, শান্তিনগর ও গুলিস্তান এলাকায় একেবারে থমকে থাকে যানবাহন। এ বিষয়ে মালিবাগ এলাকায় যানজটে আটকে থাকা যাত্রী রিয়াদ মোর্শেদ বলেন, আজ বিকেল ৩টার দিকেই শুরু হয় বৃষ্টি। এর ফলে তৈরি হয় যানজট। যানজট এবং জলাবদ্ধতার কারণে গাড়ি সামনের দিকে এগোচ্ছে না। প্রায় ঘণ্টা পার হয়েও গাড়ি এক জায়গায় আটকে আছে। যানজটে আটকা পড়া যাত্রী আবু সাঈদ বলেন, গুলিস্তানে প্রচুর জ্যাম। বৃষ্টির কারণে রাস্তায় পানি ওঠায় হেঁটেও গন্তব্যে যাওয়া যাচ্ছে না। এরপর বাংলামোটরেও প্রায় ৪৫ মিনিট ধরে বাসে বসে আছি। বাসায় কখন পৌঁছাতে পারব বুঝতে পারছি না। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্র্যাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমতিয়াজ বলেন, বিকেলের বৃষ্টির পর কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির শুরুতে যানচলাচল ধীরগতিতে ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। এর ফলে বর্তমানে রাস্তায় যানজট রয়েছে। যানজট নিয়ন্ত্রণ করতে আমরা কাজ করে যাচ্ছি।
১৯ মার্চ ২০২৪, ১৮:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়