• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
পুলিশের সামনে মিথিলাকে পেটাল ইউটিউবার রাকিব টিম
ডিজিটাল এই যুগে নতুন নতুন কনটেন্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হন ক্রিয়েটররা। কখনও ইউটিউব বা কখনও ফেসবুকে সেই সব কনটেন্ট দিয়ে মাসে আয় করছেন লাখ লাখ টাকা। সেই সব কনটেন্ট নিয়ে আবার অনেকেই প্রশংসা করেন আবার অনেকেই সমালোচনা করেন। এদিকে দেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে তালিকার রাকিব হোসাইন একজন। নানা কনটেন্ট দিয়ে আসতে আসতে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। সম্প্রতি তার টিম থেকে বেরিয়ে যাওয়া ইয়াসিন এবং মিথিলার সঙ্গে টিম রাকিবের তুমুল মারামারি হয়েছে যা ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। জানা গেছে, শনিবার (২০ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে রাজধানীর মিরপুর ১ নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন ও মিথিলা রহমান। রাস্তায় তাদেরকে পেয়ে মিথিলার গায়ে হাত তোলেন রাকিবের টিমের সদস্যরা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মিথিলার মাথায় হেলমেট। সেসময় তার গায়ে হাত তোলা হয়। সেখানে পুলিশকেও দেখা গেছে। কিন্তু পুলিশের কোনো উদ্যোগ ভিডিওতে দেখা যায়নি। মিথিলা কান্নাকাটি করলে তাকে সিএনজিতে করে একটি হাসপাতালে যেতে দেখা গেছে সেই ভিডিওটিতে। তবে মিথিলার গায়ে হাত তোলার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কাজের সুবাদে বনিবনা না হওয়ার কারণে দুই পক্ষের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রাকিব হোসেন তার ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটের পাশাপাশি ২০২২ সাল থেকে নাটকও তৈরি করছেন।
২১ এপ্রিল ২০২৪, ২১:৫৭

বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব
কুল-বিএসপিএ-২০২৩ বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান জায়গা করে নিয়েছেন। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় নাজমুল হোসেন শান্ত, ইমরানুর রহমান, শেখ মোরসালিনের সঙ্গে নারী ক্রিকেটার ফারজানা হক পিংকিও আছেন। এই দুই ক্যাটাগরির সেরাদের নাম পুরস্কার প্রদান মঞ্চে ঘোষণা হবে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এই উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব।  এ সময় বিএসপিএ সাধারণ সম্পাদক সামন হোসেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান ও বাছাই উপ-কমিটির চেয়ারম্যান পরাগ আরমান উপস্থিত ছিলেন। ২০২৩ সালের জন্য ১৬ ক্যাটাগরিতে ১৮ ক্রীড়াবিদ, কোচ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের সঙ্গে থাকছে অর্থ পুরস্কারও। আগামী রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে তিনটায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিতব্য   কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। বর্ষসেরা ছাড়া ক্যাটাগরি ভিত্তিক অন্য পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বর্ষসেরা পুরুষ ক্রিকেটার– নাজমুল হোসেন শান্ত, বর্ষসেরা নারী ক্রিকেটার– ফারজানা হক পিংকি, বর্ষসেরা ফুটবলার– রাকিব হোসেন, অ্যাথলেট– ইমরানুর রহমান, সেরা বক্সার– সেলিম হোসেন, সেরা শুটার– কামরুন নাহার কলি, সেরা টেবিল টেনিস খেলোয়াড়– রামহিম লিয়ন বম, উদীয়মান ক্রীড়াবিদ– শেখ মোরসালিন (ফুটবল)।    বর্ষসেরা দল : অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, সক্রিয় সংস্থা : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বর্ষসেরা কোচ : আলফাজ আহমেদ (ফুটবল), বিশেষ সম্মাননা : মনজুর হোসেন মালু, তৃণমূল সংগঠক : মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন) ও সেরা সংগঠক: হাবিবুর রহমান (কাবাডি)।
১৮ এপ্রিল ২০২৪, ২৩:৩৫

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব সম্পাদক নাছির
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার সাত সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত এই কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোহা. জাহাঙ্গীর আলম এবং প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ। কেন্দ্রীয় সভাপতি হওয়া রাকিবুল ইসলাম ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ফজলুল হক মুসলিম হলের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অপর দিকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্যার এ এফ রহমান হল ও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী। বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
০১ মার্চ ২০২৪, ১৮:৪৯

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিব
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির ১ নম্বর সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘ভয়েজেস অব দ্য ওয়ার্ল্ড: আ সেলেব্রেসন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে অংশ নেবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৪

মাহির পরে এবার ছেলেকে নিয়ে যে পোস্ট দিলেন রাকিব
দাম্পত্য জীবনে বনিবনা না হলেই বিচ্ছেদের পথে হাঁটেন তারকারা। দ্বিতীয়বারের মতো সংসার করার স্বপ্ন নিয়ে স্বামী রাকিব সরকারের সঙ্গে ঘর বেঁধেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাদের এই সংসারে ‘ফারিশ’ নামে একটি পুত্রসন্তানও রয়েছে। তবে খুব বেশি দিন টিকল না মাহির এই সংসারও। গত ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় স্বামী রাকিবের সঙ্গেও বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, বর্তমানে ছেলেকে নিয়ে আলাদা থাকছেন বলেও জানান মাহি।  তবে প্রায়ই সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দেন মাহি। এবার ফারিশকে নিয়ে পোস্ট দিলেন বাবা রাকিব।       শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ছেলের সঙ্গে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রাকিব। ক্যাপশনে তিনি লিখেছেন— ‘মাশাআল্লাহ, ফারিশ সরকার বাবা।’  ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে খেলায় ব্যস্ত বাবা রাকিব। বেশ হাস্যোজ্জ্বল মুখেই ক্যামেরায় ধরা দিয়েছেন বাবা-ছেলে। উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারকে বিয়ে করেন মাহি। গেল বছরের ২৮ মার্চ ছেলে ফারিশের জন্ম দেন এই অভিনেত্রী।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৪

আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে ‘শুধু তোমার জন্য’
এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তারা। এবার শাহ মোহাম্মদ রাকিবের ‘শুধু তোমার জন্য’ নাটকে কাজ করেছেন ফারহান-কেয়া।      রাকায়েত রাব্বির রচনা এবং রাজা রাজের গল্পে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ফারহান-কেয়াকে।   মূলত এক প্রবাসীর গল্পে নির্মিত হয়েছে নাটকটি। মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য পরিশ্রম করে বিদেশের মাটিতে। কিন্তু তবুও যেন পরিবারের মন পায় না প্রবাসীরা।   নাটকের গল্পে দেখা যায়, সুমন বিদেশ থেকে বাড়ি আসবে এই আনন্দে সুমনের মা, ভাই-বোন সুমনের বউ সবাই অনেক ব্যস্ত। পাশাপাশি সুমনের বাড়ি ফেরায় পরিবারের সবাই ভীষণ খুশি। বিদেশ থেকে ফিরেই একে একে সবার সঙ্গে দেখা করে সুমন। আর তাকে কাছে পেয়েই পরিবারের সদস্যরা সুমনকে ঘিরে ধরে উপহারের জন্য। সবাইকে সবার উপহার বুঝিয়ে দেয় সুমন। তবে মামা আর বোনকে দেওয়া উপহার পছন্দ না হওয়ায় ভীষণ মন খারাপ হয় তাদের। কিছুদিন যাওয়ার পর সুমনের  টাকা প্রায় শেষ হয়ে যায়।  এমন সময় বিদেশ থেকে খবর আসে দুই দিনের মধ্যে কাজে যোগ দিতে হবে সুমনকে। আর এই কথা শুনে চিন্তায় পড়ে যায় সুমন। কারণ তার সব টাকা শেষ হয়ে গেছে। এতো কম সময়ের মধ্যে টিকেট এর জন্য টাকা ব্যবস্থা করবে কীভাবে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। সুমন কি আদৌ পারবে বিদেশে ফিরে যেতে। নাটকের শেষটা দেখতে হলে চোখ রাখুন আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে।  প্রসঙ্গত, গ্লো এন্ড লাভলী নিবেদিত এবং ফারহান-কেয়া অভিনীত ‘শুধু তোমার জন্য’ নাটকটি বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল পাঁচটায় আরটিভির ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।    
১৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়