• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
‘সৃজিতের স্ত্রী’ পরিচয়টা আমার জন্য দুর্ভাগ্যের
ওপার বাংলার দর্শকনন্দিত পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরপর দুই বাংলাতেই সমানতালে কাজ করে চলেছেন তিনি। তাদের বিয়ে নিয়ে সমালোচনার কমতি ছিল না। তবে সেই সমালোচনাকে পাশ কাটিয়েই দিব্যি ভালো আছেন এই দম্পতি। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে সংসার জীবনের অদ্ভুত এক বিড়ম্বনার কথা জানিয়েছেন এই তারকা।  যেখানে মিথিলা বলেছেন, সৃজিতকে কেউ তার বিবাহিত জীবনের বিষয়ে প্রশ্ন করে না। কিন্তু আমায় করে। এই এক জিনিস ‘মায়া’ সিনেমার প্রমোশনের সময়ও হয়েছিল। বাংলাদেশেও সবাই সৃজিতকে ভারতের পরিচালক হিসেবে চেনে। আর আমি তার স্ত্রী। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি আন্তর্জাতিক স্তরে কাজ করি, পিএইচডি করছি, অভিনেত্রীও। সেগুলো যথেষ্ট নয় আমার পরিচয়ের জন্য? আমায় কেন কারও স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে হবে? মিথিলা আরও বলেন, সৃজিত আমাকে চমক দিতে কখনই ভুলে যায় না। আমি উলুপির কথা জানতাম। এখানে এসে দেখলাম, তার তিনটে বড় পাইথন আছে। সত্যি বলতে গেলে আমি কোনোদিন সাপের ভক্ত না। তাই আমি জানি না, যে গোটা বিষয়টায় আমি ঠিক কী অনুভব করব। কিন্তু আমি সৃজিতকে বাধা দিইনি। সৃজিতের সঙ্গে কি ঝামেলা চলছে মিথিলার এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, এসব একদমই ভুল কথা। আমি এবং আমার মেয়ে ঢাকায় থাকি। কারণ সেখানে থেকে আমাদের কাজ করতে সুবিধা হয়। আমাদের পরিবারও ঢাকাতে। আর কলকাতায় আসলে অনেক সময়ই সৃজিত বাইরে থাকে। তাই বলে আমাদের মাঝে কোনো ঝামেলা নেই। প্রসঙ্গত, ‘দশম অবতার’র পর ‘অতিউত্তম’ ছবির মাধ্যমেই আবার সিলভার স্ক্রিনে ফিরেছেন সৃজিত মুখোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমারকে দীর্ঘ ৪২ বছর পর আবারও পর্দায় ফিরিয়ে এনেছেন। তাতেও বেশ বাহবা পাচ্ছেন তিনি। অন্যদিকে ঈদে আসছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ও মিথিলা অভিনীত ‘কাজলরেখা’।
৩০ মার্চ ২০২৪, ২৩:৪০

চমক নিয়ে আসছেন মিথিলা
নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শিগগিরই ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন তিনি।     আগামী ২৯ মার্চ মুক্তি পেটে যাচ্ছে মিথিলা অভিনীত সিনেমা ‘ও অভাগিনী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা অনির্বাণ চক্রবর্তী। বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।   এ প্রসঙ্গে মিথিলা বলেন, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এটি আমার তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। অনেকদিন আগে সিনেমাটির শুটিং শেষ করেছিলাম। তবে কাজটা করতে গিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে।   অভিনেত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের একদম প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি আমরা। সেসময় অনেক ঠাণ্ডা পড়েছিল। সবকিছু মিলিয়ে কাজটি করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে ভীষণ ভালো লাগছে।    ‘ও অভাগিনী’ সিনেমায় মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন— সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ। প্রসঙ্গত, এরইমধ্যে শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’র শুটিং শেষ  করেছেন মিথিলা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’। এ ছাড়াও আসন্ন ঈদে মুক্তি পাবে মিথিলা অভিনীত ‘কাজলরেখা’।    
০৩ মার্চ ২০২৪, ১৪:১৪

জাল রশিদ তৈরি করে প্রতারণা, কম্পিউটার দোকানির বিরুদ্ধে মামলা
নেত্রকোণার পূর্বধলায় ভূমি উন্নয়ন কর পরিশোধের জাল রশিদ তৈরি করে প্রতারণার অভিযোগে মো. আল মুনসুর (৪০) নামে এক কম্পিউটার দোকানির বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আল আমীন বাদী হয়ে সোমবার রাতে এ মামলা করেন। এ দিন দুপুরে তার কম্পিউটার দোকানে অভিযান চালায় প্রশাসন। কম্পিউটার চেক করে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর সেটি জব্দ করা হয়। তবে মামলার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছেন মুনসুর। অভিযুক্ত আল মুনসুর উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। পূর্বধলা শহরের একটি দোকানে কম্পিউটার কম্পোজ, চাকরির আবেদন ও জমির নামজারির আবেদন সংক্রান্ত ব্যবসা করেন তিনি। পাশাপাশি তিনি ‘দৈনিক প্রতিবাদ’ নামে একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালের সম্পাদক।  মঙ্গলবার বিকেলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বাদী ধলামূলগাঁও ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আল আমীন মামলায় উল্লেখ করেন, আল মুনসুর দীর্ঘদিন ধরে তার দোকানে কম্পিউটার ব্যবহার করে জাল ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ তৈরিসহ বিভিন্ন সনদপত্র প্রস্তুত করে মানুষের কাছ আর্থিক সুবিধা নেন। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মামলার পর মুনসুর এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ভূমি উপসহকারী কর্মকর্তার কাছ থেকে জালিয়াতির খবর পেয়ে মুনসুরের দোকানে অভিযান চালাই। কম্পিউটার চেক করে জাল ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদটির হুবহু সফট কপি দেখতে পাই। পরে তার কম্পিউটার জব্দ করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। এটি একটি বড় ধরনের প্রতারণা।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৩

জিতুর সঙ্গে সেলফি, মিথিলাকে নিয়ে নতুন গুঞ্জন
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে দ্যুতি ছড়াচ্ছেন ওপার বাংলায়ও। অন্যদিকে কলকাতার অভিনেতা জিতু কমল। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থাকেন তিনি। এবার এই দুই তারকাকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।   বর্তমানে ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামে একটি প্রজেক্টে কাজ করছেন জিতু। আর এই নতুন প্রজেক্টের সূত্রেই সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে মিথিলার সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। আর এতেই বাঁধে বিপত্তি। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে মিথিলা-জিতুকে নিয়ে নানান গুঞ্জন।   ক্যাপশনে অভিনেতা লিখেছেন— ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’।  জানা গেছে, সিনেমার গল্পটি লেখার পাশাপাশি পরিচালনার দায়িত্বেও রয়েছেন দুলাল দে। সিনেমায় জিতুর দুলাভাইয়ের চরিত্রে দেখা যাবে শিলাজিৎ মজুমদারকে।  ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’র অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, আরজে সায়ন, লোকনাথ দে প্রমুখ।   সিনেমাটি নিয়ে জিতু জানান, গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। কেবল গোয়েন্দা গল্প বলে রাজি হননি তিনি। মূলত গল্পটা অভিনেতাকে টাচ করেছে বলেই তিনি কাজ করবেন। আর যে গল্পটা তাকে ছুঁয়ে যাবে সেটাই করবেন এই অভিনেতা।   
৩০ জানুয়ারি ২০২৪, ১৪:০০

জাতীয় পার্টি থেকে অব্যাহতি পেয়ে যা বললেন কাজী ফিরোজ রশিদ
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদকে হঠাৎ করেই দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় মোটেই আশ্চর্য হননি তিনি। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে দলটির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়কে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাজী ফিরোজ রশিদ গণমাধ্যমকে বলেন, আমি মোটেও আশ্চর্য হইনি। আপনাদের থেকে আমি বিষয়টি জেনেছি। বিষয়টি ঠিক আছে। তিনি (জি এম কাদের) ভালো করেছেন। তবে এ মুহূর্তে আমি কিছুই বলব না। অনুসন্ধান করলে সব বের হবে। জাপার দুই নেতাকে অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এ বিষয়ে দলটির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলীয় কার্যালয় ঘেরাও করে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে। এসব কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় পার্টির (জাপা) পরাজিত প্রার্থীরা বুধবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকাসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বিক্ষোভে নেতৃত্ব দেন।
১২ জানুয়ারি ২০২৪, ১৭:৫৪

ওস্তাদ রশিদ খান আর নেই
ভারতের শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি। অবশেষে ক্যানসারের কাছে হার মেনে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে মারা যান তিনি। ওস্তাদ রশিদ খান ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্মগ্রহণ করেন। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন এ ঘরানারই আর এক দিকপাল ওস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রশিদের দাদু। রশিদ তার মামা গোয়ালিয়র ঘরানার ওস্তাদ গোলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন। রশিদ খান শাস্ত্রীয় সংগীত পরিবেশন করলেও বলিউড ও টালিউডের অনেক সিনেমায় জনপ্রিয় গান গেয়েছেন। ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান।
০৯ জানুয়ারি ২০২৪, ১৭:৪০

নয় বছরের ক্যারিয়ারে ৩০ দলের হয়ে খেলেছেন রশিদ
বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে রশিদ খানের চাহিদা আকাশচুম্বী। ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো দল গঠনের সময় স্পিন অলরাউন্ডারের চাহিদা পূরণ করতে তাদের পছন্দের প্রথম দিকে থাকেন এই আফগান ক্রিকেটার। তাই বয়স মাত্র ২৫ হলেও ইতোমধ্যে ৩০ দলের জার্সি গাঁয়ে জড়িয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালের ১৮ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রশিদের। একই সফরে ২৬ অক্টোবর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পা রাখেন রশিদ। শুরু থেকেই বল হাতে নিজের প্রতিভার জানান দেন তিনি।  ২০১৭ সাল থেকে ২০২৩ পর্যন্ত সাত বছরে প্রতিবারই সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে শীর্ষ তিন উইকেটশিকারির একজন রশিদ। যেখানে শীর্ষে ছিলেন চারবার। ২০১৭, ২০১৮, ২০২১ ও ২০২২ সালে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে শীর্ষ উইকেটশিকারি ছিলেন এই আফগান লেগ স্পিনার। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ যে বোলিংয়ের ‘রাজা’ তা স্পষ্ট। ২০২৩ সালে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি অস্ট্রেলিয়ান পেসার নাথান ইলিস। ৫২ ইনিংসে এই পেসারের উইকেট ৬৬, ইকোনমি ৮ দশমিক ৩৮। দ্বিতীয় স্থানে রশিদ, ৪৮ ইনিংসে তার উইকেট ৬৫টি। রশিদ ওভার প্রতি খরচ করেছেন ৭ দশমিক ১০। তৃতীয় স্থানে পাকিস্তানের জামান খান। ৫০ ইনিংসে তার উইকেট ৬৪টি। বোলিং ছাড়া ব্যাট হাতেও ইনিংসের শেষের দিকে বাউন্ডারি খেলে ভূমিকা রাখতে পারেন রশিদ। সবমিলিয়ে টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ প্যাকেজ এই আফগান তারকা। নয় বছরের এই ক্যারিয়ারে বিশ্বের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলেছেন রশিদ। অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮২ ম্যাচে ১৩০ উইকেট শিকার করেছেন এই আফগান লেগি।  এ ছাড়াও ব্যাট হাতে ৪৬ ইনিংসে ১৪ দশমিক ৮০ গড়ে ৩৭০ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৪৮ রান।
০৭ জানুয়ারি ২০২৪, ১৭:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়