• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ডেসটিনির রফিকুল আমিনের জামিন
‘ডেসটিনি ২০০০ লিমিটেড’র চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের এক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত কোম্পানির এমডি রফিকুল আমিনকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরো মামলা বিচারাধীন থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার (৬ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।  আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আইনজীবীরা বলেন, রফিকুল আমীন এরই মধ্যে ১২ বছর সাজা খাটা শেষ করেছেন। এ কারণে আদালত তাকে জামিন দিয়েছেন। তবে তাকে আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। এর আগে, ২০২২ সালের ১২ মে ডেসটিনি ২০০০ লিমিটেডের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের এক মামলায় এমডি রফিকুল আমিনের ১২ বছর কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া এ মামলার আরও ৪৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। ২০১৪ সালের ৪ মে দুই মামলায় চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটে কোঅপারেটিভ সোসাইটির মামলায় আসামি ৪৬ জন এবং ট্রি প্ল্যানটেশন মামলায় আসামি ১৯ জন। ডেসটিনির এমডি রফিকুল আমিনসহ ১৪ জনের নাম দুই মামলায় থাকায় মোট আসামি ৫১ জন। যাদের মধ্যে রফিকুল আমীন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম গত দশ বছর ধরে কারাগারে আছেন।  জামিনে আছেন আসামি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, জেসমিন আক্তার (মিলন), জিয়াউল হক মোল্লা ও সাইফুল ইসলাম রুবেল। বাকী ৪৪ জন এখনও পলাতক রয়েছেন। মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ওই অর্থ আত্মসাতের ফলে সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েন বলে মামলা সূত্রে জানা যায়। 
০৬ মার্চ ২০২৪, ২৩:৪৯

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম জামালকে মনোনীত করা হয়েছে। তিনি ঝালকাঠি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।  বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দল আশা প্রকাশ করে যে, মো. রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর আগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে শহীদ মিনারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমাদের কণ্ঠ রুদ্ধ করার জন্য আজকে রাষ্ট্রশক্তি আক্রমণ চালাচ্ছে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ৬ থেকে ৭ বছর ধরে বন্দি। অর্থাৎ সাধারণ মানুষের সব অধিকারকে আজ বন্দি করে রাখা হয়েছে। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে।’ তিনি বলেন, আমি মনে করি, ‘আমরা আজও গণতন্ত্র-হারা। আমরা আজও অধিকার-হারা। ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। কিন্তু সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছে।’ তিনি আরও বলেন, ‘যেভাবে হানাদার শক্তি আমাদের ভাষার অধিকারকে আত্মসাৎ করেছিল, হরণ করেছিল। ঠিক একইভাবে দেশীয় হানাদার শক্তি জনগণের ভোটাধিকার, জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ করে একটি একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে।’ রুহুল কবির রিজভী বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাষার জন্য রক্ত দিয়েছিলেন। ৫২ সালে এদেশের জনগোষ্ঠীর ভাষা ছিল বাংলা, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল উর্দু। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ধারাবাহিকতা অনেক রক্ত ঝড়িয়ে আমরা একাত্তরের স্বাধীনতা লাভ করেছি। কিন্তু আজকে আমরা কী পেয়েছি?’ তিনি বলেন, ‘আমরা প্রাণ খুলে কথা বলতে পারি না। আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারি না। আমরা প্রাণ খুলে কথা বলতে চাই। সোচ্চার কণ্ঠে কথা বলতে চাই। নির্বিঘ্নে কথা বলতে চাই। সে অধিকারের মূল প্রেরণা ৫২-এর একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। আমরা সেই পথ ধরে এগিয়ে যাব।’
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩১

টিকিট কালোবাজারির সময় রেলওয়ের বুকিং সহকারী গ্রেপ্তার
টিকিট কালোবাজারির সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১২টি টিকেট, কালোবাজারির ৫ হাজার ১০০ টাকা, দুইটি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের এনআইডি ও মোবাইল নাম্বার সম্বলিত একটি তালিকা উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে স্টেশন প্লাটফর্ম থেকে এই বুকিং সহকারীকে গ্রেপ্তার করে। এ বিষয়ে ওসি জানান, গ্রেপ্তার হওয়া এই বুকিং সহকারীর বিরুদ্ধে এর আগেও টিকিট কালোবাজারির অভিযোগে পুলিশের দায়ের করা মামলার সম্পৃক্ততা রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘসময় ধরে রেলওয়ের কর্মচারী হয়েও টিকিট কালোবাজারি করে আসছেন। তিনি তার ডিউটিকালীন টিকিট নিতে কাউন্টারে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্রের নাম্বার সংগ্রহ করে নিজের কাছে রেখে দিতেন। এরপর সময় ও সুযোগ বুঝে ওইসব সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে কালোবাজারিদের কাছে সরবরাহ করতেন। পরে এসব টিকিট বিক্রির লভ্যাংশ তিনি তার বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে নিয়ে নিতেন। এ ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে পুলিশের উপসহকারী পরিদর্শক (এ এসআই) মো. হানিফুর রহমান বাদী হয়ে বুকিং সহকারী মো. রফিকুল ইসলামের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করা হয়েছে বলেও জানান ওসি।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪

রফিকুল হক দাদুভাই পুরস্কার ঘোষণা
প্রখ্যাত শিশু সাহিত্যিক রফিকুল হক দাদুভাই পুরস্কার ঘোষণা করা হয়েছে। তার ৮৮তম জন্মদিন উপলক্ষে এবার দেশবরেণ্য আটজনকে পুরস্কারের জন্য মনোনীত করেছে রফিকুল হক দাদুভাই জন্মোৎসব উদযাপন পরিষদ। এবারের পুরস্কার প্রাপ্তরা হলেন প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী, আব্দুর রহমান, সাহানা বেগম, আসলাম সানী, আমীরুল ইসলাম, রিফাত নিগার শাপলা, আহমেদ উল্লাহ ও আমিরুল মোমেনীন মানিক। আগামী ১৪ জানুয়ারি (রোববার) বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বরেণ্য আবৃত্তিজন আসাদুজ্জামান নূর এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রফিকুল হক দাদুভাই জন্মোৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক খায়রুল আলম সবুজ। অনুষ্ঠানে দাদুভাইয়ের স্মরণে ছড়া, কবিতা আবৃত্তি, গান আড্ডার আয়োজন করা হয়েছে। তার স্মৃতিচারণের ওই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশবরেণ্য ওই আটজনকে ‘রফিকুল হক দাদুভাই পুরস্কার ২০২৪’ প্রদান করা হবে। পুরস্কার হিসেবে তাদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হবে। রফিকুল হক দাদুভাই এর জন্ম ১৯৩৭ সালের ৮ জানুয়ারি। তার গ্রামের বাড়ি রংপুরের কামালকাচনায়। সত্তরের দশকে গড়া শিশুকিশোরদের সংগঠন ‘চাঁদের হাটে’র প্রতিষ্ঠাতা ছিলেন যুগান্তরের ফিচার এডিটর দাদুভাই। এর আগে তার পরিকল্পনায় এবং তার তত্ত্বাবধানে দৈনিক পূর্বদেশে ‘চাদের হাট’ নামে ছোটদের একটি পাতা বের হতো। তখন থেকে তিনি ‘দাদু ভাই’ নামে পরিচিতি পান। পরে ১৯৭৪ সালে ‘চাঁদের হাট’ নামে শিশু সংগঠন গড়ে তোলেন। ১৯৭২ সাল দেশে প্রত্যাবর্তনের পর চিকিৎসার জন্য বঙ্গবন্ধু লন্ডন যান। তার দেশে ফিরে আসা উপলক্ষ্যে সেই সময়ের বহুল প্রচারিত দৈনিক ‘পূর্বদেশ’ একটি বিশেষ সংখ্যা বের করে। ওই পত্রিকার প্রথম পাতায় বঙ্গবন্ধুর ছবির সঙ্গে ‘ঘরে ফিরা আইসো বন্ধু’ শিরোনামে একটি কবিতা ছাপা হয়। রফিকুল হকের লেখা ওই কবিতা খুবই আলোচিত হয়। বাংলা শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রফিকুল হক দাদুভাই ২০০৯ সালে বাংলা একাডেমি পুরস্কার, একই বছর বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি পুরস্কার, নিখিল ভারত শিশুসাহিত্য পুরস্কারসহ দেশে ও দেশের বাইরে বিভিন্ন পুরস্কার লাভ করেন।
১৩ জানুয়ারি ২০২৪, ২১:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়