• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
ফ্ল্যাটে মিলল মায়ের রক্তাক্ত মরদেহ, পুলিশ হেফাজতে ছেলে 
রাজধানীর পশ্চিম মানিকদি নামাপাড়া এলাকার একটি ফ্ল্যাটে রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা রোকেয়া বেগম খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। রোববার (২৪ মার্চ) ভোর রাতে এসব তথ্য নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) জমসেদুল আলম। তিনি জানান, শনিবার দিবাগত রাতে ৯৯৯-এর  মাধ্যমে সংবাদ পেয়ে নামাপাড়ার ওই বাড়ির পঞ্চমতলার একটি ফ্ল্যাট থেকে রোকেয়া বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী দুই সন্তানের মা। তার বড় সন্তান মানসিক ভারসাম্যহীন, বয়স আনুমানিক ৩০। ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন বড় ছেলে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তিনি আরও জানান, নিহতের সেই মানসিক ভারসাম্যহীন ছেলে পুলিশ হেফাজতে আছে। ঘটনার সময় তার ছোট ছেলে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনিপ্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই। নিহতের স্বামীর নাম এস এম মোহাম্মদ আলী। তিনি নরসিংদী ঘোড়াশাল পাওয়ার হাউজের চাকরি করেন। পশ্চিম মানিকদি নামাপাড়া বাড়ির নম্বর ২৪৮/৩ পঞ্চমতলার একটি ফ্ল্যাট সপরিবারে থাকতেন রোকেয়া।
২৪ মার্চ ২০২৪, ০৮:৫২

সৌদি প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিবুর রহমান (৪৫) নামে এক সৌদি আরব ফেরত প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  রোববার (১০ মার্চ) উপজেলোর বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ির পিছনের বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে। তার মাথায় জখমের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি স্পষ্ট হত্যাকাণ্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।  তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
১০ মার্চ ২০২৪, ১৯:২৩

থানার ভেতরে ওসিকে রক্তাক্ত করল যুবক!
রাজবাড়ী থানার ভেতরে শফিকুল নামের এক যুবক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধানকে রক্তাক্ত করেছে বলে খবর পাওয়া গেছে।  রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওসির নিজ অফিস কক্ষে এ ঘটনা ঘটায় ওই যুবক। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ। আহত ওসি বলেন, রোববার বিকেলের দিকে শফিকুল ইসলাম নামে এক যুবক থানা প্রাঙ্গণে এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল। ওই সময় থানা পুলিশের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য অফিস কক্ষে নিয়ে আসেন। তখন ওই যুবকের শরীর তল্লাশি করে বৈদ্যুতিক শক দেওয়ার একটি মেশিন উদ্ধার করা হয়। এতে সে ক্ষিপ্ত হয় এবং ওই মেশিন দিয়ে আমার ওপর আক্রমণ চালায়। তখন আমার মুখে জখম হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় তার সহযোগীদের আটক করা হয়েছে। আটককৃত ৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৮

রাজধানীতে গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের এক গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্ত্রী ও গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের ২/৭ নম্বর বাড়ির নিচ থেকে প্রীতি (১৫) নামের ওই গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সম্প্রতি মৌলভীবাজার থেকে প্রীতি ওই বাসায় কাজ করতে আসেন। আটক গৃহকর্তার নাম সৈয়দ আশফাকুল হক। এলাকাবাসী জানিয়েছে, প্রীতির মরদেহ ওই বাসার নিচে পড়ে ছিল। পরে লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাদের দাবি, বাসাটির লোকজন গৃহকর্মীদের ওপর নির্যাতন করেন। গত আগস্টেও একই ধরনের ঘটনার শিকার হয় আরেক গৃহকর্মী। তবে তাকে জীবিত উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক বলেন, বাসার মালিক দাবি করছেন তার গৃহকর্মী বাসা থেকে পড়ে গিয়ে মারা গেছেন। গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গৃহকর্তা আশফাকুলের দাবি, তারা ওই সময় ঘুমিয়ে ছিলেন। পরে ঘুম থেকে উঠে জানতে পারেন প্রীতি বাসার নিচে পড়ে আছে। এর আগে গত ৫ আগস্ট ওই গৃহকর্তার বাসা থেকে ফেরদৌসী নামে এক গৃহকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময়ও গৃহকর্তা বাসা থেকে পড়ে যাওয়ার দাবি জানান। তবে শিশুটি যৌনাঙ্গে আঘাত পাওয়ায় তার একটি অপারেশনও করেন চিকিৎসকরা। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকায় গৃহকর্তার পড়ে যাওয়ার দাবিটি রহস্যময় ছিল।  এ ঘটনায় পরে শিশুটির মা জোসনা বেগম বাদী হয়ে সৈয়দ আশফাকুল হক (৫৬), তার স্ত্রী তানিয়া খন্দকার (৪৬) ও আসমা আক্তার শিল্পীর (৫১ নামে একটি মামলা করেন। এর প্রায় সাত মাসের মাথায় প্রীতিকে মৃত অবস্থায় উদ্ধার করল পুলিশ। 
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৩

বিপিএল-২০২৪ / রক্তাক্ত হয়ে মাঠ ছাড়লেন গুনাথিলাকা
টাইগার পেসার আল-আমিনের বল বুঝে উঠার আগেই সজোরে হাঁকাতে চেয়েছিলেন দুর্দান্ত ঢাকার লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। পরে ইনসাইড এজে হেলমেটে লাগে বল। এরপর পড়ে ঘিরে উঠেও দাঁড়ান এই ওপেনার। তবে খেলার মতো অবস্থায় নেই তিনি। তার গাল থেকে রক্ত বের হচ্ছিল।  লঙ্কান এই ক্রিকেটার আঘাত পাওয়ার পরই মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দেন ঢাকার ফিজিও। তবে শেষ পর্যন্ত আর মাঠে নামা হয়নি ঢাকার ওপেনারের। তবে চাইলেই কোনো কনকাশন সাবস্টিটিউট নামাতে পারবে ঢাকা। লঙ্কান এই ওপেনার মাঠ ছেড়ে যাওয়ার পরই গতি হারিয়েছে ঢাকা। ক্রিজে এসে থিতু হতে পারেননি সাইফ হাসান। আল-আমিনের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। উড়িয়ে মারতে গিয়ে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই টপ-অর্ডার ব্যাটার। পরের ওভারেই ডাক খান ঢাকার দলপতি সৈকত। এরপর ফেরেন অজি ব্যাটার অ্যালেক্স রস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ঢাকার সংগ্রহ ৪ উইকেটে ৫১ রান।  এর আগে, সোমবার দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে একাদশে পরিবর্তন আনেনি চট্টগ্রাম। অন্যদিকে ঢাকায় অ্যালেক্স রস যুক্ত হয়েছেন।  
২২ জানুয়ারি ২০২৪, ১৪:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়