• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
অফিস ছুটির পরই গন্তব্যে রওনা দেওয়ার আহ্বান
রমজানে অফিস ছুটির সাথে সাথেই বা এর কাছাকাছি সময় বাসার উদ্দেশে রওনার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মো. মুনিবুর রহমান বলেন, রমজানে বিকেল সাড়ে ৩টায় অফিস ছুটি হয়। কিন্তু দেখা যায়, ইফতারের আগপর্যন্ত অধিকাংশ যানবাহন তড়িঘড়ি করে গন্তব্যস্থলে রওনা হয়। এতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইন্টারসেকশনে অযাচিত যানজট তৈরি হয়। তাই অফিস ছুটির সময়, অর্থাৎ বিকেল সাড়ে ৩টা থেকে বা এর কাছাকাছি সময় বাসার উদ্দেশে রওনার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের সড়কের পাশে গাড়ি পার্কিং করা হয়, যা সড়কের প্রশস্ততা কমিয়ে দেয়। যানবাহন চলাচল বাধাগ্রস্ত করে। রমজানের শুরু থেকে ট্রাফিক বিভাগ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সড়কের পাশে অযাচিত পার্কিং না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, বিভিন্ন সময় ঢাকা শহরের ছোট-বড় সড়কে মেরামতের কাজ চলে। জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে রমজান মাসে এসব সড়ক চলাচল উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, পাশের বিভিন্ন ইউনিট থেকে যানবাহন অযাচিতভাবে ডিএমপি এলাকায় প্রবেশ করে যানজট তৈরি করে। ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যদের এ বিষয়ে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি এলাকায় ভারী যানবাহন প্রবেশের নির্দিষ্ট সময়সীমা আছে। অনেক সময় এই সময়সীমা না মেনে চালকেরা চলার চেষ্টা করেন, যা যানজটের সৃষ্টি করে। নির্ধারিত সময়সীমার বিষয়টি মেনে চলতে হবে।
২৩ মার্চ ২০২৪, ০০:১৭

সাফল্য ধরে রাখতে ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইমরানুর-রাকিবরা
ইরানের তেহেরানে আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপ। আসরটিতে অংশ নিতে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের তত্ববধায়নে সাত সদস্যের একটি দল  ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ফ্লাই ডুবাই এয়াওয়েজে ইরানের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ত্যাগ করেছে ইমরানুর-রকিবুলরা। সাত জনের মধ্য পাঁচ জনই অ্যাথলেট এবং বাকি দুইজন এডভোকেট আব্দুর রকিব (মন্টু), টিম লিডার কাম এশিয়ান মিটিং ডেলিগেট এবং মোঃ জামাল হোসেন অফিসিয়াল হিসেবে অংশগ্রহণ করবেন।   পাঁচ জন অ্যাথলেটেসের মধ্যে ইমরানুর রহমান-৬০মিঃ স্প্রিন্ট, রাকিবুল হাসান- ৬০ মিটার স্প্রিন্ট,  মোহাম্মদ জহির রায়হান- ৪০০ মিটার স্প্রিন্ট, মাহফুজুর রহমান- হাইজাম্প এবং শিরিন আক্তার- ৬০মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করবেন। এর আগে ১০তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে অংশ নিয়ে  ৬০মি. প্রেস্টিজিয়াস ইভেন্টে বাংলাদেশের ইতিহাস গড়ে স্বর্ণজয় করেন ইমরানুর রহমান।  গত বছরের ন্যায় স্বর্ণের ধারাবাহিতা ধরে রাখতে এবারও স্বর্ণজয়ের আশায় ঢাকা ত্যাগ করেছেন ইমরানুর রহমান। তার সাফল্য ধরে রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এই দলে অংশগ্রহণকারী অন্যান্য অ্যাথলেটগণও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই সফর যেন সাফল্য মন্ডিত হয়।  
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৮

সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিলেন সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। এই ম্যাচের পরই জানা গিয়েছিল চোখে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব। সেই গুঞ্জনকে সত্য প্রমাণ করে আজ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। রোববার (২১ জানুয়ারি) দুপু্র ১২ টার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। মূলত তাদের নির্দেশেই সাকিবকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে বিসিবি। এর আগে শনিবার (২০ জানুয়ারি) সাকিবের সিঙ্গাপুর যাওয়া নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‍চোখের জন্য সাকিব দেশের বাইরেই চিকিৎসা নিচ্ছেন। এর আগে ফ্র্যাঞ্চাইজি তাকে পাঠিয়েছিল। এবার আমরা (বিসিবি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। সাকিব যেতে চাইনি (বিদেশে)। তবে আমরা ঝুঁকি নিতে চাইনি। তাই তাকে পাঠানো হচ্ছে। বিপিএলে কবে থেকে খেলবেন এই বিষয়ে এই চিকিৎসক বলেন, আমরা প্রাথমিকভাবে ২৪ তারিখ পর্যন্ত তাকে পাব না বলে ধরে নিচ্ছি। তবে সবকিছু নির্ভর করছে ওখানের চিকিৎসক কী বলেন। যদি টেস্ট করতে হয় তাহলে হয়তো লেট হবে। তবে আমরা ২৪ জানুয়ারি পর্যন্ত তাকে পাচ্ছি না। এদিন দুপুরে দেশ ছাড়ার আগে সকালে রংপুরের একটি অনুষ্ঠানে যোগ দেন বিশ্বসেরা অলরাউন্ডার। আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের টিম ম্যানেজারের আহসান উর রহমান মল্লিক রনি।
২১ জানুয়ারি ২০২৪, ১২:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়