• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে মো. ফিরোজ শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আসগর আলীর ছেলে এবং পেশায় পরিবহন শ্রমিক।  দৌলতদিয়া নৌ-পুলিশের ইনচার্জ এসআই মো. ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সোয়া ৭টার দিকে খবর পাই লঞ্চঘাটে পন্টুন থেকে এক যুবক নদীতে পড়ে গেছে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার স্টেশনকে খবর দেই। ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করছে। আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করেছি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ৭টার দিকে এক যুবক লঞ্চঘাটের পন্টুনের ওপর দাঁড়ায়। একদম পন্টুনের কিনারে গিয়ে দাঁড়িয়ে ছিল ওই যুবক। হঠাৎ করেই নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেয়। সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত ফিরোজের বাবা আজগর আলী শেখ জানান, ফিরোজ ছোটবেলা থেকে মৃগী রোগে আক্রান্ত। গোয়ালন্দ বাজারে আমার আত্মীয় বাড়িতে গত রাতে বেড়াতে গিয়েছিল। সকালে বাড়ি ফেরার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাটের পন্টুনে লঞ্চের জন্য অপেক্ষা করছিল সে সময় মৃগী রোগ উঠলে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। গোয়ালন্দ উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সারেকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে দৌলতদিয়া নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
৫ ঘণ্টা আগে

মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
হাতে বিয়ের মেহেদির রং শুকানোর আগেই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন অনিক (২২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর পুরাতন বাসস্ট্যান্ডের টোকিও কাবাব রেস্তোরাঁর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদানন্দ গ্রামের মাজারুল হক মন্টু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে বন্ধুদের ইফতার পার্টিতে যোগ দিতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি থেকে জেলা শহর মাইজদীতে আসেন অনিক। সন্ধ্যা ৬টার দিকে জেলা শহর মাইজদীর টোকিও কাবাব রেস্তোরাঁর সামনের সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মন্টু মিয়া জানান, অনিক দুমাস আগে বিয়ে করেন। তিনি আবুধাবি প্রবাসী ছিলেন। দুমাস পাঁচ দিন আগে তিনি দেশে ফিরে আসেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  
১২ ঘণ্টা আগে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
সাভারে শহিদুল ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, দুপুরে ছায়াবিথী এলাকার স্থানীয় একটি সড়কে তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চরধরমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি সাভারের ছায়াবিথী এলাকার একটি ডেন্টালে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, দুপুরে শহিদুলকে অজ্ঞানামারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ফিউচার ডেন্টালের মালিক মো. বেলাল উদ্দিন বলেন, দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে শহিদুল বাসা থেকে বের হয়ে ছায়াবিথীর আমতলা এলাকায় যায়। প্রায় আধা ঘণ্টা পরই খবর আসে শহিদুলকে কেউ ছুরিকাঘাত করেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করে। সেখান থেকে রেফার্ড করে তাকে সাভারের এনাম মেডিক্যালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের শরীরের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে। প্রসঙ্গত, এক সপ্তাহ আগে আমজাদ হোসেন নামের আরেক ব্যক্তিকে একই এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
১২ ঘণ্টা আগে

বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
মাগুরা মহম্মদপুর উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ২৮ মার্চ) বিকেলে উপজেলার কানুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের জামান মির্জার ছেলে তন্ময় মির্জা (২২) ও একই এলাকার চরপাড়া গ্রামের আফরান শেখের ছেলে ওমেদ শেখ (২০)। তন্ময়ের স্বজনেরা জানায়, দুপুরের পর হঠাৎ করে আকাশে মেঘ দেখা দিয়ে বৃষ্টি শুরু হলে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করতে দেখা যায়। হঠাৎ বজ্রপাত হলে রাস্তায় থাকা যুবক মাদরাসাছাত্র তন্ময় নিহত হয়। তিনি মাদরাসার ছাত্র এবং কোরআনের হাফেজ।   অন্যদিকে একই এলাকার চরপাড়ার বাসিন্দা ওমেদ শেখ বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে একই এলাকার দুইজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৮ মার্চ ২০২৪, ২০:১৪

একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমিনের (৩৮) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে ১৬ বিজিবি হাঁপানিয়া বিওপি-সংলগ্ন কৃষ্ণসদা এলাকায় সীমান্তের শূন্যরেখায় উভয় দেশের পুলিশ সদস্য ও বিজিবি-বিএসএফ সদস্যদের উপস্থিতিতে লাশ পৌঁছে দেয় বিএসএফ সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন হাঁপানিয়া বিওপি’র নায়েক সুবেদার আবু তালেব। তিনি জানান, বুধবার দিবাগত রাত ৮টার দিকে কৃষ্ণসদা সীমান্তের ২৩৬ মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাত পৌনে ৯টার দিকে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় পোরশা ও সাপাহার থানা পুলিশ উপস্থিত ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে আল-আমিন আরও কয়েকজনের সঙ্গে নীতপুর সীমান্ত এলাকার ২৩২ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে গরু নিয়ে নিতপুর সীমান্তের নীলমারি এলাকা দিয়ে বাংলাদেশে ফেরার সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে ভারতের দাল্লাপাড়া কাঠের ব্রিজ নামক স্থানে পৌঁছলে বিএসএফ ১৫৯ ব্যাটালিয়নের কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হন। ভারত-বাংলাদেশ সীমান্তের শুন্যরেখা থেকে ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ সদস্যরা আল আমিনের মরদেহ নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে হাঁপানিয়া সীমান্ত ফাঁড়ি এলাকায় বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। স্থানীয় পুলিশ সূত্র জানায়, ভারতীয় পুলিশ ময়নাতদন্তের পর লাশ ফেরত দিয়েছে। নিহতের শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন ছিল। নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক জানান, তার জানামতে আল আমিন ভারত থেকে গরু আনা-নেওয়া করতেন। তিনি টাকার বিনিময়ে রাখাল হিসেবে গরু নিয়ে আসতেন। হঠাৎ মঙ্গলবার ভোরে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান বলে তিনি শুনেছেন।
২৮ মার্চ ২০২৪, ১৯:১৬

ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ধানখেত থেকে বুরহান (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুরহান নাগেরগ্রাম পূর্বপাড়া এলালার বিল্লাল হোসেনের ছেলে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ গণমাধ্যমকে জানান, উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকার ধানখেতে মৃত অবস্থায় বুরহানের মরদেহ দেখতে পেলে স্থানীয় লোকজন থানায় খবর দেন৷ পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৮ মার্চ ২০২৪, ১৪:৩৩

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক লিটন পারভেজের (২২) মরদেহ ফেরত দেওয়া হয়েছে। বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে তার মরদেহ ফেরত দেয় ভারতীয় পুলিশ।  বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম বর্ডার এলাকায় ৯২৩ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। লিটন পারভেজ ওই এলাকার দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে ভারতীয় গরু পাচারের সময় দীঘলটারী পশ্চিম বর্ডার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে একদল রাখাল। গরু নিয়ে ফেরার পথে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোচবিহার জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ঘিরে ফেলে। এ সময় গরু পাচারকারীরা এলাকায় ফোন করলে লিটন পারভেজসহ ২০/২৫ জন বাংলাদেশি তাদেরকে উদ্ধার করতে ভারতে প্রবেশ করে। লিটন পারভেজ লাঠি নিয়ে একজন বিএসএফ সদস্যকে ধাওয়া করলে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি ছোড়ে। বাকিরা পালিয়ে ফিরলেও সেই গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে পড়েছিলেন লিটন পারভেজ। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। ভারতের এমজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে মারা যান যুবক লিটন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর মৃত্যুর খবর নিশ্চিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বুধবার দিনগত মধ্যরাতে জাওরানী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় পুলিশ লিটনের কফিনে মোড়ানো মরদেহ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের কাছে ফেরত দেয়। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশি যুবকের মরদেহ ভারতীয় পুলিশের কাছ থেকে বুঝে নিয়ে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, বাংলাদেশি যুবক লিটনের মৃত্যুর ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটনোর প্রতিশ্রুতি দিয়েছে। ভারতীয় পুলিশ আমাদের পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।
২৮ মার্চ ২০২৪, ১১:৩৩

ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত (৪০) যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।  বুধবার (২৭ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলার খাগডহর কল্যানপুর সংলগ্ন ব্রহ্মপুত্র নদের হাটুজল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এই খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।   তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে কেন বা কি কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। ওসি আরও বলেন, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় জেনে বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। 
২৭ মার্চ ২০২৪, ২২:৩০

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন পারভেজ (২২) নামে আহত বাংলাদেশি যুবক ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৭ মার্চ) বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন।  এর আগে সোমবার দিবাগত মধ্য রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম বর্ডার এলাকায় ৯২৩ নং পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।  আহত যুবক লিটন পারভেজ দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ভারতীয় গরুর ব্যবসায়ীদের সহায়তায় ভারতীয় গরু পাচার করতে দীঘলটারী পশ্চিম বর্ডার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে একদল গরুর রাখাল। গরু নিয়ে ফেরার পথে ভারতের কোচবিহার জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঘিরে ফেলে। এ সময় গরু পাচারকারীরা এলাকায় ফোন করলে লিটন পারভেজসহ ২০/২৫ জন বাংলাদেশি তাদেরকে উদ্ধার করতে ভারতে প্রবেশ করে। তখন গুলি ছুড়ে বিএসএফ। বাকিরা পালিয়ে ফিরলেও গুলিতে আহত হয়ে ভারতে অভ্যন্তরে পড়ে ছিলেন লিটন পারভেজ। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এরপর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের এমজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটন। কয়েক বছর আগেও পাচার করতে গিয়ে বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছিলেন লিটন পারভেজ।  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তের ওপারে লিটন নামে আহত যুবক ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ  রাতে জাওরানী সীমান্তে হস্তান্তর করার কথা রয়েছে।
২৭ মার্চ ২০২৪, ২২:২৬

চালের আড়ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
যশোরে বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের চালের আড়ত থেকে বায়েজিত হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (২৫ মার্চ) সকালে শহরের বড় বাজার লোন অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। বায়েজিত হাসান খুলনা জেলার বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে মুল্লুক চাঁদের আড়তের কর্মী ছিলেন।  পুলিশের ধারণা, ওই আড়তেই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় আড়তের নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বেশ কয়েকদিন আগে পাঁচ লাখ টাকা চুরি করে পালিয়ে যায় বায়োজিদ। সেই টাকাকে কেন্দ্র করে খুলনা থেকে তাকে যশোরে ডেকে এনে মারপিট করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বায়োজিতকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মুল্লুক চাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। সে পাওনা টাকার বিষয়টি স্বীকার করেছেন।  তিনি বলেন, এ ঘটনার নেপথ্যের কাহিনী খুঁজতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
২৫ মার্চ ২০২৪, ১৪:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়