• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
কক্সবাজারের টেকনাফে কোনোভাবেই বন্ধ হচ্ছে না অপহরণ। এবার জহির উদ্দিন (৪০) নামের এক পল্লী চিকিৎসকসহ দুজন সিএনজি যাত্রীকে তুলে নিয়ে যায় একটি অপহরণকারী চক্র।  রোববার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, অপহৃত জহির উদ্দিন টেকনাফ শামলাপুরে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তার নিজ বাড়ি থাইংখালী। জরুরি প্রয়োজনে তিনি বাড়িতে যাওয়ার পথে হোয়াইক্যং ঢালে সিএনজি থামিয়ে তাকেসহ আরও এক যাত্রীকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা। এ নিয়ে আতঙ্কিত ওই পল্লী চিকিৎসকের পরিবার। এখনও মুক্তিপণের জন্য পরিবারের সদস্যদের কাছে মোবাইলে কল দেওয়া হয়নি। স্থানীয়দের ধারণা, অপহরণকারী চক্রের সদস্যদের সঙ্গে সিএনজি ড্রাইভার লম্বাবিল এলাকার মো. পেটানের সংশ্লিষ্টতা থাকতে পারে। তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে বের হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। এ বিষয়ে টেকনাফ থানার ওসি ওসমান গণি বলেন, বিষয়টি তিনি অবগত রয়েছেন। অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারীদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  
২২ এপ্রিল ২০২৪, ১৬:৩৩

চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ
বরিশালের গৌরনদীতে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের কটকস্থল এলাকায় এ ঘটনা ঘটে। আহত কালু সরদার (৪৬) গৌরনদী উপজেলার পিপড়াকাঠি গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে। ঘটনার সময় সঙ্গে থাকা শ্যালক মো. সাইদুল বলেন, তারা তিনজন বেপারী পরিবহনের বাসে গৌরনদীর উদ্দেশে রওনা দেন। ভাড়া নিয়ে বাসে তাদের সঙ্গে সুপারভাইজার, হেলপার ও চালকের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। বাসটি কটকস্থলে থাকার সময় ভগ্নিপতি কালু সরদারকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেন। গৌরনদী মহাসড়ক থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকাগামী একটি বাসে যাত্রীকে ফেলে দেওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। শুনেছি আহত যাত্রীকে ঢাকা নিয়ে গেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ান গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি জানি না। এ ধরনের ঘটনা যদি ঘটে, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
০১ মার্চ ২০২৪, ১১:১৮

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ,৩৬৩ যাত্রীকে জরিমানা
বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩৬৩ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) লালমনিরহাট-বুড়িমারী কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, শনিবার বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম রেলস্টেশন হতে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনে  যাত্রীদের টিকেট চেক করা হয়। এ সময় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করার দায়ে ৩৬৩ যাত্রীকে জরিমানা করা হয়। তাদের নিকট হতে ১০ হাজার ৬৫০ টাকা ভাড়া আদায় করা হয়। পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম গণমাধ্যমকে বলেন, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্তৃপক্ষের নির্দেশে বুড়িমারী কমিউটার ট্রেনে ভ্রমণরত যাত্রীদের টিকিট যাচাই করা হয়। এ সময় যেসব যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করছিল তাদের নিকট হতে গমন ইচ্ছুক জায়গার টিকিটের টাকা হিসাব করে আদায় করা হয়।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়