• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ময়মনসিংহের ত্রিশালে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।  বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার উজানপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের এনামুল হকের মেয়ে রুবাইরা তাজনিম (২), চিকনা মনোহর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে শরিফুল ইসলাম (৩৪) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী (থিসিস) সালমান আজাদী (২৮)।  ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) চাঁদ মিয়া বলেন, ওই স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না পরিবহনের বাসটি যাত্রী নামিয়ে ইউটার্ন নিচ্ছিল। এমন সময় ময়মনসিংহ ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। এতে আহত হয় আরও পাঁচজন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আরও দুইজনের মৃত্যু হয়। আহত আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
১০ ঘণ্টা আগে

রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী
ভারতের কলকাতায় রানওয়েতে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, এতে কেউ হতাহত হননি; অল্পের জন্য বেঁচে গেছেন শিশুসহ অন্তত ১৩৫ জন যাত্রী।  বুধবার (২৭ মার্চ) সকালে কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআইসহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম।  বিমানবন্দরের কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। তখন ইন্ডিগোর একটি বিমান এসে ধাক্কা দেয়। ফলে এয়ার ইন্ডিয়া বিমানটির ডানার একটি অংশ ভেঙে যায়। আর ইন্ডিগো বিমানেরও একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি। এদিকে, এ ঘটনায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ। একইসঙ্গে বিমান দুটির পাইলটদেরকেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।  বিষয়টি নিশ্চিত করে ডিজিসিএ'র এক কর্মকর্তা বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশদভাবে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং উভয় চালককে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্তকালে গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। জানা গেছে, ইন্ডিগো বিমানটিতে চারজন শিশু-সহ অন্তত ১৩৫ জন যাত্রী ছিলেন।
২৭ মার্চ ২০২৪, ১৯:২৬

সন্দ্বীপে যাত্রী বোটে ডাকাতি
চট্টগ্রামের সন্দ্বীপে নৌরুটে ডাকাতির ঘটনা ঘটেছে।  বুধবার (১৩ মার্চ) দুপুর আড়াইটায় সন্দ্বীপ থেকে উড়িরচরমুখী বোটে এ ডাকাতি হয়।  জানা যায়, সন্দ্বীপ উড়িরচর চ্যানেলের মাঝামাঝি স্থানে স্পিডবোট যোগে একদল ডাকাত এ বোটটিকে আক্রমণ করে। স্পিডবোটে আসা ৮-১০ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। ডাকাত দলটি তাদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মালামাল ছিনিয়ে নেয়। এ সময় বোটে থাকা যাত্রীদের থেকে প্রায় ১২ লাখ টাকা লুট করে তারা। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় যাত্রীবাহী বোট থেকে যাত্রীরা একটি ভিডিও ধারণ করে। ভিডিওটি আরটিভির হাতে আসে। ভিডিওতে দেখা যায়, ৬ জন ডাকাত এবং তাদের মধ্যে একজন অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। অস্ত্র হাতে দাঁড়ানো ডাকাতের নাম আশরাফ প্রকাশ  (জলদস্যু আশরাফ) বলে জানিয়েছেন স্থানীয়রা। তাছাড়া অন্যদের মধ্যে চরবালুয়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে শাহীন প্রকাশ (ছোট শাহীন), চরবালুয়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মেম্বারের ছেলে নূরনবী প্রকাশ (জলদস্যু নূরনবী)। ভাইয়ের পাকা ঘর তৈরির জন্য সন্দ্বীপ থেকে ৭ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন শাহাদাত। সেই টাকা নিয়ে গেছে ডাকাতদল। শাহাদাত বলেন, আমি শেষ ভাই। আমাকে সর্বহারা করে দিয়েছে। আমার ৭ লাখ টাকা নিয়ে গেছে। এরা সবাই চরবালুয়া রাজ্জাক চেয়ারম্যানের লোক। আর ডাকাতিতে ব্যবহৃত স্পিডবোট রাজ্জাক চেয়ারম্যানের। শাহীন জলদস্যু আমার সব লুট করে নিয়ে গেছে। শাহীনের সঙ্গে আশরাফ, নূরনবী এবং আরও ডাকাত ছিল। এ ব্যাপারে দীর্ঘাপাড় ঘাট কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। তবে ডাকাতির বিষয়টি মানতে নারাজ সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ কবির হোসেন। তিনি আরটিভিকে বলেন, ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। মূলত উড়িরচরে দু’গ্রুপের আধিপত্যে এ ঘটনা ঘটেছে। রাহাদ গ্রুপ ও শাহীন গ্রুপের দীর্ঘদিন উড়িরচরে আধিপত্য করে আসছে। তিনি আরও বলেন, রাহাদ গ্রুপ থেকে শাহীন গ্রুপ অস্ত্র ছিনিয়ে নিয়েছে। দু’গ্রুপই সমান অপরাধী, আমরা মাঠে নেমেছি তাদের গ্রেপ্তার করতে। 
১৪ মার্চ ২০২৪, ১৭:৪৫

পিকআপভ্যান চাপায় অটোরিকশা যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যানের চাপায় জয়নাল মিয়া (২৬) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। বুধবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলার শশই নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল উপজেলার আনন্দ গ্রামের মাহতাব আলীর ছেলে। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের শশই নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জয়নাল মিয়া নিহত হয় এবং আরেক জন আহত হয়। সরাইল খাটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোল্লা সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ পিকআপভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।  তিনি আরও জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৩ মার্চ ২০২৪, ১৯:৪১

মেক্সিকোতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের সব যাত্রী নিহত
মেক্সিকোতে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মিনিবাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসটিতে থাকা ৯ জনের সবাই মারা গেছেন।  স্থানীয় সময় সোমবার (৪ মার্চ) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত কুইন্টানা রু রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।  এএফপি ও আনাদুলু এজেন্সির তথ্যমতে, নিহত ৯ জনের মধ্যে তিনজনই শিশু। দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি দেশটির একটি হাইওয়েতে দুর্ঘটনায় আর্জেন্টিনার পাঁচ পর্যটক এবং একজন মেক্সিকান নাগরিক মারা যান। এরপর একই মাসের ২৪ তারিখ সান লুইস পোটোসি রাজ্যে আরেকটি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়। উল্লেখ্য, ২০২০ সাল থেকেই মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। ২০২২ সালে ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি দুর্ঘটনা রেকর্ড হয়েছে।  
০৫ মার্চ ২০২৪, ১০:৫৫

পিকনিকের যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারালো দোতলা বাস, আহত ২২
রাজধানীর পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাস। পথিমধ্যে একটি ব্রিজের আন্ডারপাসে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে বাসটি। এতে বাসটিতে থাকা ২২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।  শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পূর্বাচলের তিনশ ফিটের সড়ক দুর্ঘটনাটি ঘটে। আদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ঢাকা জোন-৩) উপ সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।  তিনি জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি পিকনিকের ছিল। পূর্বাচল সী-সেল পার্কে যাচ্ছিল বিআরটিসির দোতলা বাসটি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তিনশ ফিটে তিন নম্বর ব্রিজের আন্ডারপাসে ধাক্কা খায় এবং দুমড়ে মুচড়ে যায় বাসটি। খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আহতাবস্থায় ২২ জনকে উদ্ধার করে। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  বাসের যাত্রীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিভিশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য ছিলেন বলে জানা গেছে। এর আগেও তিনশ ফিটের আন্ডারপাসে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে।   
০২ মার্চ ২০২৪, ১৩:৩৭

মুন্সীগঞ্জে ৩০ যাত্রী নিয়ে বাস খাদে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহতরা হলেন শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জল (৩১) ও মো. হেলাল (৫২)। তারা সবাই মুন্সীগঞ্জের সিরাজদীখান ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক অবস্থায় বাকিদের নাম জানা যায়নি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজীর বাগ চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সিরাজদীখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত জানান, দুর্ঘটনা কবলিত বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে বেশিরভাগই বাস থেকে নেমে যেতে পেরেছেন।চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বাসের ভিতরে তল্লাশি চালানো হয়েছে। তবে ভিতরে কোনো যাত্রী পাওয়া যায়নি।  জানা গেছে, ঢাকা-টঙ্গীবাড়ী রুটে ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো গ ১৫-৯৬৬১) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে টঙ্গীবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। তখন গাড়ির মূল ড্রাইভার কাইয়ুম গাড়িটি চালাচ্ছিলেন। কাইয়ুম সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা। এই গাড়িটি ইছাপুরা হয়ে টঙ্গীবাড়ি আসার পথে কাইয়ুম তার গ্রামের বাড়ি ইছাপুরায় নেমে যান। পরে হেলপার গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজিরবাগ বনভিটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৩

ট্রেনে ছুরিকাঘাতে যাত্রী নিহত, অভিযানে ১৮ ছিনতাইকারী গ্রেপ্তার
ময়মনসিংহ রেলস্টেশনে গোপাল পাল নামে এক ট্রেনযাত্রী ছুরিকাঘাতে নিহত হওয়ার পর ১৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।  গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মন্টু মিয়া, মো. জয়নাল, গোবিন্দ চন্দ্র দাস, মো. রবিন মিয়া, মো. জসিম উদ্দিন, মো. হানিফ মিয়া, মো. সোহাগ মিয়া, জুয়েল মিয়া, সাইফুল ইসলাম, আকাশ, আরিফ হোসেন, মো. আপেল, মো. রিপন মিয়া, আশিকুর রহমান মনি, আশিকুর রহমান রুমান, মো. মামুন ও মো. রানা মিয়া। তারা প্রত্যেকেই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা ও সবাই পাঁচ থেকে ১০ মামলার আসামি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি মো. ফারুক হোসেন বলেন, স্টেশনে ট্রেনযাত্রী নিহত হওয়ার পর পুলিশ সুপাশের নির্দেশে গোয়েন্দা চারটি টিম অভিযান নামে। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। ওসি মো. ফারুক বলেন, এই ১৮ জনের কেউই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি। মূল আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ৩ নম্বর লাইনে দাঁড়ায়। এ সময় গোপাল পাল নামে এক যাত্রী ট্রেন থেকে নেমে স্টেশনের অপর প্রান্তে পরিত্যক্ত বগির পেছনে প্রস্রাব করতে যান। সেখানে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২

ময়মনসিংহ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী নিহত
ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যাত্রী নিহত হয়েছেন।  বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গোপাল পাল। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন। তার বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ এলাকায়।  ঘটনার সত্যতা স্বীকার করেছেন রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক দীপক পাল। তিনি জানান, ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সন্ধ্যায় ময়মনসিংহ জংশনে প্রবেশ করে। এসময় ট্রেনের যাত্রী গোপাল পাল প্রস্রাব করতে ৩ নম্বর প্লাটফর্মের বিপরীতে পরিত্যক্ত বগির পেছনে যান। ফেরার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল গুরুতর আহত হন। তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়