• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
ট্রেনে ফিরতি যাত্রা : ১৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার জন্য ট্রেনের অগ্রিম টিকিট গত ৩ এপ্রিল থেকে বিক্রি শুরু করেছে রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে ১৯ এপ্রিলের অগ্রিম টিকিট। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের অনলাইনে এই টিকিট ক্রয় করতে হচ্ছে। এবার টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টা হতে শুরু হয় এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হবে। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। যাত্রীরা ঈদে অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না। গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
০৯ এপ্রিল ২০২৪, ০৯:০৯

ট্রেনে ফিরতি যাত্রা : ১৮ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার জন্য ট্রেনের অগ্রিম টিকিট গত ৩ এপ্রিল থেকে বিক্রি শুরু করেছে রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে ১৮ এপ্রিলের অগ্রিম টিকিট। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের জন্য টিকিট ক্রয় সহজ করার জন্য রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে শুরু হয় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হবে। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না। উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগ মুহূর্তে স্টেশন থেকে পাওয়া যাবে। এ ছাড়া ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার জন্য গত ৩ এপ্রিল থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করেছে রেলওয়ে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিক্রি হবে ১৯ এপ্রিলের টিকিট।  
০৮ এপ্রিল ২০২৪, ১০:০০

ঈদের ফিরতি যাত্রা : ১৫ এপ্রিলের টিকিট বিক্রি শুরু
পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে যারা গ্রামে ফিরেছেন ছুটি শেষে তাদের কর্মস্থলে ফিরতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৫ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তাদের আজ শুক্রবার (৫ এপ্রিল) অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।  শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের অনলাইনে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। টিকিট কেনার প্রক্রিয়া সহজ করতে রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে। পূর্বাঞ্চলে চলাচল সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হবে। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবে৷ তবে টিকিট রিফান্ড করা যাবে না। এ ছাড়া রেলে যাত্রীদের ভ্রমণ নিরাপদ করতে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি শেষ করে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে, গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ মার্চ পর্যন্ত এ অগ্রিম টিকিট বিক্রি চলে। গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
০৫ এপ্রিল ২০২৪, ১৬:২৯

রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু
‘দৃঢ় প্রত্যয়ে যুক্তিতে অঙ্গিকারবদ্ধ’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে হল প্রাধ্যক্ষ কক্ষে আয়োজিত এক সভায় ২০২৩-২৪ সেশনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের মধ্য দিয়ে হলটিতে এই বিতর্ক সংগঠনটির যাত্রা শুরু হয়। হলটির আবাসিক শিক্ষার্থী রিফাত হোসেনকে সভাপতি এবং অনাবিল চাকমাকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি গঠন করা হয়।  ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন, হলটির আবাসিক শিক্ষক ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার বর্মন এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক হেমন্ত কুমার ভদ্র।   কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মেহেদী শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক মো. সজিব, দপ্তর সম্পাদক প্রত্যয় শিহাব, প্রচার সম্পাদক অন্তু, কোষাধ্যক্ষ জাকারিয়া আকিব, গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত আহম্মেদ, অধিবেশন আয়োজন বিষয়ক সম্পাদক অরণ্য, পাঠচক্র বিষয়ক সম্পাদক শিমুল। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শোভন, ক্লিনটন চাকমা, রুবাই, মাহদী, আসিফ এবং নাইমুল ইসলাম।
২৬ মার্চ ২০২৪, ২২:৫৭

ঈদ যাত্রা : আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি
ঈদুল ফিতরে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে বিড়ম্বনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সকাল ৮টায়।  সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে।   রোববার (২৪ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে এক ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বেলা ১১টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে। এই অঞ্চলের মোট আসন সংখ্যা প্রায় ১৬ হাজার। সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় ১৫ লাখ সাবস্ক্রাইবার টিকিটের জন্য ওয়েবসাইটে হিট করেছে। এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। কাউন্টার থেকে কোনো টিকিট প্রিন্ট করা হচ্ছে না। এবারে প্রথম ওটিপি সিস্টেম চালু করা হয়েছে, টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে। তিনি বলেন, পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। এদিন পাওয়া যাবে ৩ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট।  জানা যায়, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। এবারও টিকিট যার, ভ্রমণ তার এই নীতি মেনেই ট্রেনে ভ্রমণ করতে হবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট রিফান্ড/ফেরত দেওয়া যাবে না। ঈদ স্পেশাল ট্রেনের টিকিটও অনলাইনে পাওয়া যাবে। একজন যাত্রী শুধুমাত্র ঈদের আগে একবার এবং ঈদের পরে একবার করে টিকেট নিতে পারবেন। একজন যাত্রী একটি আইডি দিয়ে মোট ৪টি টিকিট নিতে পারবেন, সেক্ষেত্রে যাত্রীর সঙ্গে থাকা বাকি ৩ সহযাত্রীর বিবরণ টিকেটে উল্লেখ করতে হবে।
২৪ মার্চ ২০২৪, ১২:৩৮

কুমিল্লা ফোরাম, ঢাকার যাত্রা শুরু
ঢাকায় অবস্থান করা কুমিল্লার বাসিন্দাদের নিয়ে ‘কুমিল্লা ফোরাম, ঢাকা’ নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফোরামের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে ১৭টি উপজেলা থেকে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহ্বায়ক মু. মাইন উদ্দিন সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মু. হাবিবুর রহমান মজুমদার, যুগ্ম আহ্বায়ক পদে মো. মাহমুদ ভূঁইয়া, আবু হানিফ নোমান ও হাবিবুর রহমান। এছাড়া সদস্যসচিব হয়েছেন মোস্তাফিজুর রহমান শামীম। যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন ইন্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ, মহিউদ্দিন ও আশিকুর রহমান আসিফ। জানা গেছে, প্রতি থানা থেকে দুজন করে মোট ৫১ সদস্য কমিটির বাকি সদস্যরা হলেন, সোহেল আরমান (লাকসাম),হাবিবুল হাসান সায়মন (লালমাই), অ্যাডভোকেট আব্দুর রহিম রনি (লাকসাম), মিজানুর রহমান (দাউদকান্দি), লোকমান হোসেন তালুকদার (মনোহরগঞ্জ), আবু সাইদ (মনোহরগঞ্জ), আমজাদ হোসেন উজ্জ্বল (নাঙ্গলকোট), মাসুম মাহমুদ (চৌদ্দগ্রাম), খাইরুল জাহান সাজিদ (লালমাই), আসাদুজ্জামান (ব্রাহ্মণপাড়া), কাজী একরাম হোসেন, রবিউল ইসলাম (লাকসাম), অলিউল্লাহ কাউসার (লাকসাম), জুনায়েদ সিদ্দিকী (মনোহরগঞ্জ), মোবারক করিম (মনোহরগঞ্জ), মোহাম্মদ রায়হান উল্লাহ (বরুড়া), এড. খালেদ সাইফুল্লাহ (বরুড়া), সাইফুল ইসলাম (লালমাই), জহিরুল ইসলাম (লালমাই), তাওহীদুল আজম বাবু (চৌদ্দগ্রাম), অ্যাডভোকেট আতিকুল ইসলাম (চৌদ্দগ্রাম), মোরশেদ আহমেদ তাফহীম (সদর দক্ষিণ), ওমর ফারুক ছোটন (সদর দক্ষিণ), সীমান্ত আকরাম ও মেহেদী হাসান (আদর্শ সদর), সোলেমান সবুজ ও ফয়েজ উল্লাহ (নাঙ্গলকোট), তৌফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম (ব্রাহ্মণপাড়া), কামরুজ্জামান ও সাইফুদ্দিন (বুড়িচং), শরিফুল ইসলাম ও নাঈম খন্দকার (দেবিদ্বার), সানাউল্লাহ গাজী ও আশিকুর রহমান (চান্দিনা), রুবেল আহমেদ বাবু ও আমির হোসেন (মুরাদনগর), মহিউদ্দিন ও অ্যাডভোকেট নিজাম উদ্দিন (দাউদকান্দি), মেহেদী হাসান (হোমনা), আওলাদ হোসেন (তিতাস), কামরুজ্জামান সুমন প্রমুখ।
২৩ মার্চ ২০২৪, ১৫:৪৬

কয়রায় স্মার্ট পোস্ট সার্ভিস পয়েন্টের যাত্রা শুরু
খুলনার কয়রায় স্মার্ট পোস্ট সার্ভিস পয়েন্টের প্রথম যাত্রা শুরু হলো। সহসাই আরও ৫০০টি স্মার্ট পোস্ট পয়েন্ট করা হবে। এর ফলে ডাকঘরসমূহ ৩২৫টিরও বেশি ই-গভর্নমেন্ট সেবার পাশাপাশি নিয়মিত ডাকসেবা দেবে বলেছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী মঙ্গলবার (১৯ মার্চ) খুলনার কয়রায় স্মার্ট পোস্ট পয়েন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইউএনডিপি’র সফররত শুভেচ্ছা দূত সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া স্মার্ট পোস্ট পয়েন্ট কয়রার উদ্বোধন করেন।   প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন,  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় সরকার স্থানীয় ডাকঘরগুলো স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে। এতে প্রত্যন্ত  গ্রাম থেকেও  জনগণ সে সব স্মার্ট পোস্ট সার্ভিস পয়েন্ট থেকে ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং পরিষেবাসহ সব ই-গভর্নমেন্ট সেবা অনায়াসে গ্রহণ করতে পারবেন। যা অর্থনৈতিক অন্তর্ভুক্তির পাশাপাশি দেশে ডিজিটাল বৈষম্য দূর করতে অভাবনীয় ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রাথমিকভাবে ৫টি ডাকঘরকে পরীক্ষামূলকভাবে স্মার্ট পোস্ট পয়েন্টের রূপান্তরের কাজ শুরু হয়েছে। ডাকঘরের বিস্তীর্ণ নেটওয়ার্ক, বিশাল অবকাঠামো ও জনবল ব্যবহার করে প্রত্যন্ত এলাকাসহ দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য।  প্রতিমন্ত্রী বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর ঘোষিত ডিজিটাল বাংলাদেশের ঠিকানা আমরা ২০২১ সালে অতিক্রম করেছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আরেকটি স্বপ্নের ঠিকানায় ২০৪১ সালের মধ্যে পৌঁছানোর অভিযাত্রা শুরু করেছি। স্মার্ট ডাক ব্যবস্থায় দেশের ১০ হাজার পোস্ট অফিসকে কেন্দ্র করে বিভিন্ন হাবের মাধ্যমে পণ্য সরবরাহ করা সম্ভব হবে।   এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার, এটুআইর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী প্রমুখ।
১৯ মার্চ ২০২৪, ১৬:১৪

প্যারিসে ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘পাঠশালা’র যাত্রা
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ফরাসি ভাষা শিক্ষাদানের প্রত্যয় জানিয়ে ‘পাঠশালা’র যাত্রা শুরু হয়েছে।  শনিবার (১মার্চ) আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে পাঠশালার উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের পৃষ্টপোষক আব্দুল্লাহ আল হাসানের সভাপতিত্বে ও  হাসান আহমদের পরিচালনায় উদ্বোধনী সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রায়হান উদ্দিন।  প্রতিষ্ঠানের চেয়ারম্যান উবায়দুল্লাহ কয়েছ জানান, পাঠশালাটি ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে আস্থার প্রতিষ্ঠান হবে।  এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত ভট্রাচার্য শুভ, বিডি ফার্ণিচারের সত্বাধিকারী মিয়া মাসুদ, বাংলা অটো ইকুলের পরিচালক হোসেন সালাম রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সদস্য আলী হোসেন, কবি ও ছড়াকার লুকমান আহমদ আপনসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ফ্রান্সে বসবাস করতে হলে ফ্রেঞ্চ ভাষা শিক্ষার বিকল্প কিছুই নেই। ফ্রান্সে নিয়মিত হওয়া থেকে শুরু করে জাতীয়তা অর্জন সব ক্ষেত্রেই এখন ফরাসি ভাষা পড়া ও লেখার বাধ্যতামূলক আইন জারি করা হচ্ছে।
০৩ মার্চ ২০২৪, ২০:৪৩

জাফরিন’স ফুডের সঙ্গে মাহির যাত্রা শুরু
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এক সময় চলচ্চিত্রে নিয়মিত কাজ করতেন। কিন্তু মাতৃত্বকালীন অবসর নেওয়ার কারণে কাজ থেকে দূরে ছিলেন। তার একমাত্র সন্তান ফারিশের বয়স একবছর ছুঁই ছুঁই। এদিকে মাহি সন্তানকে দেখাশোনার পাশাপাশি কাজে মনযোগী হচ্ছেন। সম্প্রতি একটি বেবিফুড ব্র্যান্ড জাফরিন’স হোম মেইড ফুডের সঙ্গে যুক্ত হয়েছেন মাহি। অপু বিশ্বাসের এবি ক্যাফেতে বসে প্রতিষ্ঠানটিতে বসে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তিনি। এসময় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রমোটার বারিশ হক ও প্রতিষ্ঠানটির কর্ণধার নুজহাত তাবাসসুম জাফরিন উপস্থিত ছিলেন। এ সময় জাফরিন’স হোম মেইড ফুড নিয়ে মাহি বলেন, এই খাবারগুলো ইজি টু মেইক, ২ থেকে ৫ মিনিটে চটজলদি তৈরি করা যায়। ভ্রমণ করার সময়ে সহজভাবে বহন করা যায়। বেড়াতে গিয়েও বাচ্চার স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কোনো চিন্তা নেই! আমি যেহেতু শুটিং নিয়ে ব্যস্ত থাকি আমার জন্য এই ঝটপট পুষ্টিকর খাবারগুলো লাইফ সেভার। এখানে ৬ মাস থেকে শুরু করে সকল বয়সী বাচ্চার জন্য খাবার আছে। মাহি বর্তমানে ছেলে ফারিশ সরকারকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন। ছেলের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করছেন। তা ছাড়া ফেসবুক রিলে সাজগোজের ভিডিও, অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে মাহিকে। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও বেশ সরব। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন মাহি।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪১

ভালোবাসার দিনে ‘টাইম জোন লিভিং রুম সেশন’র যাত্রা শুরু
উন্মুক্ত মঞ্চে কিংবা সাজানো কোন সেটে নয়, বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এলো ‘টাইম জোন লিভিং রুম সেশন’। টাইম জোন এর পৃষ্ঠপোষকতায় রবীন্দ্রনাথের গানে ভালোবাসার দিনে যাত্রা শুরু হল এ সংগীত উদ্যোগের। পাভেল আরিনের সংগীত পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত প্রেমের গান ‘ভালোবেসে সখী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। এর আগে গত ০২ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ স্থান টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে মিউজিক্যাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। টাইমস স্কয়ারের বিলবোর্ডে এই প্রকল্পটির টিজার প্রকাশ করা হয় যেখানে দেখা যায় ৯ বাংলাদেশি শিল্পীকে যারা হলেন; ইমরান মাহমুদুল, ঐশী, কণা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশি, ইনিমা রশ্নি, কাজল দেওয়ান ও সংগীত পরিচালক পাভেল আরিন। এই আইকনিক প্ল্যাটফর্মে বাংলাদেশের শিল্পীদের মুখ দেখে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রি এবং সংগীত প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই আয়োজনের সহযোগি ও পৃষ্ঠপোষক হিসেবে আছে কল্লোল গ্রুপ অব কোম্পানিজের আওতাধীন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ঘড়ির অথরাইজড রিটেইল চেইনশপ ব্র্যান্ড ‘টাইম জোন’। পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে আছেন কল্লোল গ্রুপ অব কোম্পানিজের হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ। তিনি জানান, ‘লিভিং রুম সেশন’ মূলত ট্যালেন্টেড সংগীত পরিচালক পাভেল আরিনের ব্রেইন চাইল্ড। বাংলা গান ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকে বাংলদেশের মিউজিককে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা ‘টাইম জোন’ এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছি। এই উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা উচ্ছ্বসিত। ‘টাইম জোন লিভিং রুম সেশন’ এর পরবর্তি পরিকল্পনা সম্পর্কে রিফাত আহমেদ বলেন, এই সিজনের গানগুলোর প্রোডাকশন সম্পন্ন হওয়ার পরে এসে আমরা সম্পৃক্ত হয়েছি, এটি আমাদের মাত্র শুরু, আশা করছি পরবর্তি সিজনগুলোতে একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা একসাথে কাজ করবো এবং আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানসম্পন্নতা গুরুত্ব দিয়ে ‘টাইম জোন লিভিং রুম সেশন’ কে নিয়ে আসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলা গানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নিজের মিউজিক ক্যারিয়ারের জন্য এই সঙ্গীত আয়োজনকে একটি উল্লেখযোগ্য মাইলফলক মনে করছেন পাভেল। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ছয় বছর বয়স থেকে মিউজিকের সাথে আছি। প্রায় দুই দশক ধরে জড়িয়ে আছি জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সাথে। সংগীত পরিচালক হিসেবে কাজ করেছি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্লাটফর্ম ও কনসার্টের ভেতরকার মানুষ হিসেবে দেশি ও বিদেশি গুণী শিল্পীদের সাথে  নিবিড় ভাবে কাজ করার সৌভাগ্য  হয়েছে। সবসময় দেশের সংগীতকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে, নতুন কিছু শিখতে চেষ্টা করেছি। এখন সময় এসেছে নিজের ভাবনা গুলো মানুষের সামনে নিয়ে আসার।  আশা করি সবাই উপভোগ করবেন এই মিউজিক্যাল প্রজেক্টটি।’ প্রথম সিজনে নয়টি গানের মধ্যে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে বলে জানান পাভেল। ‘টাইম জোন লিভিং রুম সেশন’-অডিও প্রোডাকশান করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। নিয়মিত বিরতিতেই নতুন নতুন চমক নিয়ে প্রথম সিজনের গানগুলো প্রকাশিত হতে থাকবে। ‘‘টাইম জোন লিভিং রুম সেশন’’ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং স্পটিফাই সহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম -এর মাধ্যমে সঙ্গীতপ্রেমীরা এই গানগুলো উপভোগ করতে পারবেন। বাংলা গানের প্রতি পাভেল আরিন আর টাইম জোনের এই ভালোবাসা ছুঁয়ে যাক কোটি শ্রোতার হৃদয়। কনা’র কণ্ঠে ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এর প্রথম গান রবীন্দ্রনাথের ‘ভালোবেসে সখী’। ঘুরে আসতে পারেন নিচের লিংকে https://www.youtube.com/watch?v=lYP041BsOkk ।  
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়