• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
জয়পুরহাটে মাদকের বিরুদ্ধে ম্যারাথন দৌড় 
মাদকের বিরুদ্ধে জয়পুরহাটে পুলিশ সুপার কাপ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ক্ষেতলাল উপজেলার বটতলি ব্রিজ থেকে দৌড় শুরু হয়ে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর ও অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি। জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কিং কুইন জিম এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে।   দৌড় শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এড সামছুল আলম দুদু। অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতির সভাপতিত্বে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাহবুব মোরশেদ লেবু প্রমুখ। পাবনা জেলার ইমরান হোসেন, জয়পুরহাটের আহসান হাবিব ও নীলফামারী জেলার শ্যামল চন্দ্র রায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। খেলায় দেশের বিভিন্ন জেলার মোট ১৫০ জন দৌড়বিদ অংশ নেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৩

বান্দরবানে চলছে ভার্টিকাল ড্রিমার ম্যারাথন দৌড়
ভার্টিকাল ড্রিমারের আয়োজনে বান্দরবানে চলছে ভার্টিকাল ড্রিমার আল্ট্রা ২০২৪ ম্যারাথন প্রতিযোগিতা। দুই ক্যাটাগরিতে ৫২ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪৭৫ জন দৌড়বিদ। এর মধ্যে রয়েছেন ৫৫ জন নারী দৌড়বিদ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় বান্দরবান জেলা শহরের স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয় ৫২ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা, এতে অংশ নেন ১৬০ জন দৌড়বিদ। আর সকাল ৬টায় শুরু হয় ২৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা, এতে অংশ নেন ৩১৫ জন দৌড়বিদ।  পাহাড়ের বৈচিত্র ও সৌন্দর্য্য সারাবিশ্বের কাছে তুলে ধরতে এবারের ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। পাহাড়ি আঁকা-বাঁকা, উঁচু-নিচু সড়কের এ ম্যারাথন অনেক অ্যাডভেঞ্চারপূর্ণ বলে জানান অংশ নেওয়া দৌড়বিদরা।       এ দিকে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীরা আজ ভোর সাড়ে ৫টায় রাজার মাঠ থেকে চিম্বুক ছুঁয়ে আবার ফিরে আসার কথা রয়েছে। এ সময় তাদের জন্য সড়কে হালকা খাবার,চিকিৎসার ব্যবস্থা ও নিরাপত্তায় সেনাবাহিনী-পুলিশের টহল টিম থাকবে। এ ছাড়া উক্ত সময়ে এ সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়। বান্দরবান রিজিয়ন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় ম্যারাথন প্রতিযোগিতা।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০০

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত
সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  ঢাকাস্থ বানৌজা শেখ মুজিব ঘাঁটিতে শুক্রবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান শুক্রবার ভোরে ঢাকাস্থ বানৌজা শেখ মুজিব ঘাঁটি, শেখ হাসিনা সরণিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় ম্যারাথন আয়োজক কমিটির চেয়ারম্যান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, সেনাবাহিনীর প্রাক্তন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, এ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তাগণ, বিওএ কর্মকর্তাগণ বিভিন্ন স্পন্সরবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতি বছর জানুয়ারি মাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আয়োজন করা হয়ে থাকে। ম্যারাথনটি ভোর পাঁচটায় বানৌজা শেখ মুজিব, শেখ হাসিনা সরণি থেকে শুরু হয়ে ৩০০ ফিট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে একই রাস্তায় ফেরত এসে শেখ হাসিনা সরণিতে শেষ হয়। ফুলম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার যোসে ফকিয়েংগো মুনিয়োকি এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন ইথিওপিয়ার লেনসাদেবে লেজালেটা। ফুলম্যারাথনে সাফ দৌড় বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের আনিশ থাপামাগার এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন নেপালের সন্তোশি শ্রেষ্ঠা। ফুলম্যারাথনে বাংলাদেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন আল আমিন এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন পাপিয়া খাতুন। হাফম্যারাথনে বাংলাদেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন সোহেল রানা এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন পৃথি আকতার। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪- এ সার্বিক সহযোগিতা এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দিক নির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ম্যারাথন বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের মাঝে সামাজিক এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি অংশ গ্রহণকারী সকল অ্যাথলেট এবং এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার পেছনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
২৬ জানুয়ারি ২০২৪, ১৯:৫৮

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২৬ জানুয়ারি
দেশি ও বিদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪। শুক্রবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে শেখ হাসিনা সরণি সংলগ্ন বিএনএস শেখ মুজিব বেইজে এ ম্যারাথন অনুষ্ঠিত হবে।  এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত শেখ হাসিনা সরণির ঢাকা-কাঞ্চন ব্রিজ অভিমুখী রাস্তার একপাশ বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রিজেন্সি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ম্যারাথন আয়োজক কমিটি। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এ বছর অনুষ্ঠেয় ম্যারাথনে আনুমানিক ৫৯ জন বিদেশি পুরুষ ও মহিলা দৌড়বিদ ফুল ম্যারাথন (৪২ দশমিক ১৯৫ কিলোমিটার) ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আনুমানিক ৫ হাজার ৮০৬ জন বাংলাদেশি ম্যারাথনার ফুল ও হাফ-ম্যারাথনে (২১ দশমিক ৯৭ কিলোমিটার) অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন। ম্যারাথনে অংশগ্রহণকারী বিদেশি দৌড়বিদদের মধ্য হতে ফলভিত্তিক স্থান অর্জনকারী প্রথম পাঁচজন করে বিদেশি এলিট পুরুষ ও মহিলা এবং পাঁচজন করে সাফ পুরুষ ও মহিলা ফুল ম্যারাথনারকে আকর্ষণীয় সম্মাননা প্রদান করা হবে। একইভাবে প্রথম ১৫ জন পুরুষ ও মহিলা বাংলাদেশি ফুল ম্যারাথনার এবং ১০ জন পুরুষ ও মহিলা বাংলাদেশি হাফ ম্যারাথনারদের আর্থিক সম্মাননা প্রদান করা হবে।
২৫ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়