• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফী, হলেন ম্যাচসেরা
মাশরাফী বিন মোর্ত্তজা ফিরলেন কৌশরের প্রিয় স্কুলে। স্কুলের দূরন্তপনায় যে সহপাঠীরা ছিল প্রাণের বন্ধু, তাদের নিয়ে টেপ টেনিস বলে ক্রিকেট খেললেন। ফিরে গেলেন সেই ছোট্টবেলায়।  নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২টি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে তিনদিনের টি-এইট ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ১৯৯৯-এর হয়ে অংশ নিয়ে দলকে জেতাতে বল হাতে ১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৩০ রানও করেন।   দীর্ঘ সময় পর স্কুল বন্ধুদের দেখা পেয়ে আবেগাপ্লুত জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার ভাষ্য, এই টুর্নামেন্টের উদ্দেশ তিনটা। এর মধ্যে অন্যতম ঈদের পরে পুনর্মিলনীর সঙ্গে ক্রিকেটকে উজ্জীবিত করা, যাতে আমাদের ছেলেরা অন্য কোনো বাজে দিকে মন না দিয়ে খেলায় ফিরতে পারে। সর্বোপরি এতগুলো ব্যচের ছেলেরা নিজেদের স্কুলের মাঠে খেলছে, এটা অনেক আনন্দের। আমি এবং আমার স্কুলের বন্ধুরাও খুব আনন্দ পেয়েছে এই টুর্নামেন্ট খেলে। ম্যাশ বলেন, সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে মাদকের পাশাপাশি অসামাজিক কার্যকলাম থেকে দুরে রাখতে হবে। তার মতে খেলাধুলাই পারে যুবকদের সঠিক পথে রাখতে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম খেলায় ১৯৯৮ ব্যাচ প্রথমে ব্যাট করে মাশরাফীর দলকে ৭৩ রানের টার্গেট দেয়। জবাবে ১৯৯৯ ব্যাচ ৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৪ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়।  
১৩ এপ্রিল ২০২৪, ১৮:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়