• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ফের মা হলেন মৌসুমী
আবারও মা হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। রাজধানীর বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।  সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন মৌসুমী নাগ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মা হলেন তিনি। দেশের এক গণমাধ্যমে কন্যাসন্তানের মা হওয়া প্রসঙ্গে মৌসুমী বলেন, আমাদের প্রথম সন্তান ছেলে। তাই এরপর শোয়েব একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। শোয়েবকে এত হ্যাপি দেখে আমারও অনেক ভালো লাগছে। তবে ছেলেও তার অনেক বেশি আদরের। কিন্তু কন্যাসন্তান তার অনেক পছন্দের। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই। নবজাতকের নাম রাখার প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী বলেন, আমার ছেলে তার বাবাসহ সিনেমা হলে অ্যাভাটার মুভি দেখেছিল। এই সিনেমার নীতিরি চরিত্রটা তার খুব পছন্দের হয়ে ওঠে। তাই নীতিরি নামটাই বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে। এটা তার ডাক নাম। তবে আমরা সবাই মিলে পুরো নামটা পরে ঠিক করব। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনেতা শোয়েবকে বিয়ে করেন মৌসুমী। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়। ছোটপর্দা দিয়ে শোবিজে কাজ শুরু করেন মৌসুমী। নাটকে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞানচিত্রেও কাজ করেছেন তিনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত বেশ কিছু নাটকে অভিনয়ে করে দর্শকদের নজর কেড়েছেন। শুধু তাই নয়, ‘রান আউট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও অভিষেক ঘটে মৌসুমীর।
১২ মার্চ ২০২৪, ১৪:৩৯

হাসপাতালে মৌসুমী মৌ
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন উপস্থাপিকা মৌসুমী মৌ। সামাজিক মাধ্যমে এ খবর তিনি নিজেই জানিয়েছেন।  নিজের ফেসবুকে মৌ লিখেছেন, ফুসফুসে ইনফেকশনের কারণে শুক্রবার (১ লা মার্চ) বিপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচের পোস্ট শো ক্যানসেল করতে হলো।  এরপর তিনি লেখেন, জীবন মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় কেউ বলতে পারবে না। কিন্তু হতাশ হলে চলবে না। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। ফরচুন বরিশালকে অভিনন্দন বিপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ায়। সবশেষে তিনি লেখেন, এবারের বিপিএলে বহুবার আমি ফরচুন বরিশালের ম্যাচ শেষে বলেছি আনফরচুনেটলি হেরে গেছে ফরচুন বরিশাল। শেষপর্যন্ত জয়টা কিন্তু তাদেরই হলো। জীবনও এমনই পুরোটা গেম। কেউ জিতে কেউ হারে! কিছুদিন আগে বিয়ে করেছেন মৌসুমী মৌ। এক দশক ধরে বিনোদন অঙ্গনে আছেন মৌসুমী মৌ। অভিনয় ও উপস্থাপনায় সাবলীল তিনি। ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন। অভিনয় করেছেন ওয়েবফিল্মেও।
০৪ মার্চ ২০২৪, ১৩:০৪

হুমায়ূন-শাওনকে তিশা-মুশতাকের মতো বের করে দেওয়া হয়নি : মৌসুমী হামিদ
চলছে অমর একুশে বইমেলা ২০২৪। বইমেলার নবম দিনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ‘তিশার ভালোবাসা’ বইয়ের লেখক মুশতাক আহমেদকে ও তার স্ত্রী তিশাকে ‘ভুয়া ভুয়া’ ‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। একদল মনে করছেন, মুশতাক-তিশার সঙ্গে যা ঘটেছে, এটা তারা প্রাপ্য ছিলেন। আবার একদলের মত, এমন এক ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এদিকে অভিনেত্রী মৌসুমী হামিদ নিজের ফেসবুকে তিশা-মুশতাক ইস্যুতে এক নেটিজেনের লেখা দীর্ঘ এক স্ট্যাটাস শেয়ার করেছেন। ওই লেখায় মুশতাক-তিশাকে বের করের দেওয়ার সমালোচনার পাশাপাশি উদাহরণ টানা হয়েছে নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের। লেখকের মতে, হুমায়ুন-শাওনকে কখনও তিশা-মুশতাকের মতো হয়রানির শিকার হয়ে মেলা থেকে বেরিয়ে যেতে হয়নি। শুরুতেই ওই পোস্টে  লেখা হয়েছে, বইমেলা থেকে মুশতাক-তিশা দম্পতিকে বের করে দেওয়া হয়েছে। অসভ্য দর্শনার্থীরা এই কাজটা খারাপ করেছে। সেইসাথে মেলার নিরাপত্তায় নিয়োজিত লোকজন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে লজ্জাজনক দৃষ্টান্ত স্থাপন করেছে।  এরপর বলা হয়েছে,‘অসম বয়সী’ লেখক দম্পতি হিসেবে মুশতাক-তিশা বইমেলার প্রথম জুটি নয়। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ-মেহের আফরোজ শাওন ওই রেকর্ড অনেক আগে করে রেখেছেন। তিশা-মুশতাকের বয়সের গ্যাপ সম্ভবত ৪০। হুমায়ুন-শাওনের ২৫-৩০ হয়ে থাকতে পারে। ‘অসম বয়স’ বিষয়টা গোলমেলে। বয়সের গ্যাপ ঠিক কত হলে তাকে অসম বয়স বলা যেতে পারে আমার জানা নেই। পার্থক্য যদি কিছু থেকে থাকে, পাবলিকের ভাষ্যমতে, তা হচ্ছে হুমায়ূন ছিলেন শাওনের বাবার বয়সী। জনাব মুশতাক গ্র্যান্ডপা স্থানীয়। কিন্তু কথা সেটা নয়। হুমায়ুন-শাওনকে কখনও তিশা-মুশতাকের মতো হয়রানির শিকার হয়ে মেলা থেকে বেরিয়ে যেতে হয়নি। হুমায়ূন লেখক হিসেবে তুমুল জনপ্রিয় হওয়ায় এবং তখন ফেইসবুক-টিকটক না থাকায় হয়তো বেঁচে গেছেন।  অভিনেত্রীর শেয়ারকৃত ওই পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, মুশতাক-তিশা বর্তমানে যথেষ্ট আলোচনায় আছেন। তারা ইতোমধ্যে হিরো আলম, জায়েদ খান, মাহফুজুর রহমান (ড. মাহফুজুর রহমান) লেবেলের খ্যাতি অর্জন করে ফেলেছেন। বইমেলা থেকে এরকম বের হতে হওয়ায় এখন জাতীয় পত্রিকার নিউজ ছাড়িয়ে আন্তর্জাতিক নিউজ হবেন। আল জাজিরা, ব্রুট, গার্ডিয়ানে তাদেরকে পাওয়া যাবে। দেশের বই, বইমেলা ও লেখকদের নিয়ে সম্ভবত একমাত্র নিউজটি হবে ওদেরকে নিয়ে। অথচ আন্তর্জাতিক মিডিয়া জানবে না প্রতিবছরই কিছু না কিছু ভালো বই বাংলাদেশ বের করে। যেমন ইউরোপ-আমেরিকার লোকজন জানেই না বাংলাদেশ নামক একটা দেশকে ২৩ বছরের আন্দোলন শেষে ৯ মাসের একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়তে হয়। শেষে ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেতে হয়।  প্রশ্ন তুলে সেখানে লেখা হয়েছে, তিশা-মুশতাকের অপরাধটা আসলে কোথায়? বাংলাদেশের আইনে ১৮ বছরের একটি মেয়ে বিয়ে করতে পারবে। আইনের কোথাও বলা হয়নি ৪০ বছরের গ্যাপ থাকলে কাউকে বিয়ে করা যাবে না। তিশা ‘সুগার ড্যাডি’ বা ‘গোল্ড ডিগার’ বিয়ে করল কেন, তাদের বয়সের গ্যাপ এত কেন হবে এসব নিয়ে জাজমেন্টাল হওয়ার রাইট আমাদের থাকতে পারে, থাকা উচিৎ? নাকি আমাদের গাত্রদাহের কারণ ওরা কেনো এরকম অসম সম্পর্কের পর প্রকাশ্য হবে, ফেসবুকে লাইভ করবে, হাত ধরে বইমেলায় যাবে, নিজেদের লেখা বইয়ের প্রচার করবে স্টলে দাঁড়িয়ে?  এ তারকা শেয়ার করা পোস্টে বলা হয়েছে, সমাজ নির্ধারিত নৈতিকতা, প্রথা, অনুশাসন না মানলে তাদেরকে আমরা একঘরে ও অস্পৃশ্য করে দেব? মানে বিষয়টা কি এমন যে ‘এ রকম অসম’ সম্পর্ক করেছ তাই তোমাদেরকে লুকিয়ে থাকতে হবে, প্রকাশ্য হওয়া যাবে না, তোমাদের ভালো থাকার, সুখে থাকার ছবি-ভিডিও প্রকাশ করা যাবে না। তোমরা বই লিখতে পারবে না, লিখলেও বইয়ের প্রচারণা করতে বইমেলায় আসতে পারবে না। এত এত ‘না’ আরোপ করার তুমি কে হে ‘আদম-হাওয়ার’ পুত্র-কন্যারা? ওদের বই পড়তে ইচ্ছা না হলে পড়ার দরকার নেই। ওদের স্টলের সামনে লাইন ধরে দাঁড়ানোর দরকার নেই। ওরা কী ছবি-ভিডিও আপলোড দিলো দেখার দরকার নেই। লাইভে এসে কী ঘোড়ার ডিম বলল জানার দরকার নেই।  সবশেষে লেখা, দেশের নাগরিক হিসেবে ওদের মত প্রকাশের স্বাধীনতা তথা বই লেখার সাংবিধানিক অধিকার আছে, সেই বইয়ের প্রচার-প্রচারণা করার অধিকারও আইন সম্মত। ঠিক তেমনই ওই বইয়ের সমালোচনা করা, কিংবা ওই বই কিনে মেলার মাঠে ছিড়ে ফেললেও সমস্যা নেই। কিন্তু যেটা আমরা করতে পারি না তা হচ্ছে ওদেকে হেনস্থা-অপদস্ত করে মেলা থেকে বের করে দেওয়া কিংবা বের করে দিতে সহযোগিতা করা। এই কাজটা অপরাধমূলক। আইনের শাসন ঠিকঠাকভাবে চললে যারা এই কাজে সংঘবদ্ধ হয়েছিল তাদের প্রত্যকের শাস্তি হওয়ার কথা। আমি এইসব রাস্কেলদের শাস্তি চাই।  প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। এসময় তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৭

এবার বিয়ের পিঁড়িতে স্বাগতা
শোবিজে যেন বিয়ের হিড়িক পড়েছে। একের পর এক তারকার বিয়ে উচ্ছ্বসিত ভক্তরাও। বছরের শুরুটা হয়েছিল মৌসুমী হামিদের বিয়ের খবর দিয়ে। এরপর ফারহান আহমেদ জোভান, নাজিয়া হক অর্ষা-মোস্তাফিজুর নূর ইমরান ও পল্লব বিয়ের খবর দেন। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী স্বাগতা।   চলতি মাসেই বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বাগতা। শুধু তাই নয়, এরই মধ্যে বিয়ের কার্ডও পাঠানো শুরু করেছেন তিনি। ঢাকাতেই হবে বিয়ের অনুষ্ঠান। তবে বিয়ের দিন ও ভেন্যু সম্পর্কে জানাতে নারাজ স্বাগতা। স্বাগতার হবু বরের নাম ড. হাসান আজাদ। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
১৭ জানুয়ারি ২০২৪, ১৮:০৯

অর্ষার স্বামী কে এই ইমরান?
নতুন বছর শোবিজে বইছে বিয়ের ধুম। মৌসুমী হামিদ, জোভানের পর এবার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। সামাজিক মাধ্যমে বিয়ের খবরটি জানান অর্ষা নিজেই।  রোববার (১৪ জানুয়ারি)  নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে তাকে দেখা যায় অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে। মোস্তাফিজুর নুর ইমরানের পরনে সাদা পায়জামা পাঞ্জাবি অন্যদিকে অর্ষা কনে সাজতে জড়িয়েছেন কাঞ্চিভরম শাড়ি। সিঁথিতে চন্দ্রমল্লিকা। নিখাদ প্রকৃতিতে তারা ক্যামেরাবন্দি হয়েছেন আদুরে ভঙ্গিতে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে বিবাহিত।  অর্ষার ক্যাপশনই বলে দিচ্ছিল মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। অর্ষা বলেন, তিন মাস আগে কথাবার্তা চলছিল। আমাদের এঙ্গেজমেন্টটা তখনই হয়। অনুষ্ঠানটি ঘরোয়াভাবে কয়েকদিন আগে হয়েছে।  মোস্তাফিজুর নুর ইমরান একজন অভিনেতা। তার সঙ্গে পর্দায় দেখা গেছে অর্ষাকে। চলছিল প্রেমের গুঞ্জন। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেরও মুখোমুখি হতে হয়েছে তাকে। মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে পরপর কয়েকটি কাজ করেছেন। আপনারা প্রেম করছেন, এমন কথাও কেউ কেউ বলছেন। এ বিষয়ে আপনার নিজের কিছু বলার আছে কি না! এমন প্রশ্নের উত্তরে গত বছরের মাঝামাঝিতে সংবাদমাধ্যমকে অর্ষা বলেছিলেন, প্রশ্নটা আমার মজার লেগেছে। আমরা একসঙ্গে বেশ কয়েকটা কাজ করেছি। আমি তাকে আদর্শ মানি। তার সঙ্গে কাজ করে মজাও আছে। বন্ধুত্ব আছে। এটা এ রকম নয় যে প্রেমটেম হাবিজাবি! প্রেমের ব্যাপারে আমার আসলে খিটমিটানি আছে। অন্যদিকে ‘মহানগর’ সিরিজের পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘সাবরিনা’ সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা সিরিজে অভিনয় করেছেন অর্ষা। দুই দশকের ক্যারিয়ারে শতাধিক টিভি নাটকও উপহার ফিয়েছেন দর্শকদের। 
১৪ জানুয়ারি ২০২৪, ২২:৫৮

বিয়ের রাতেই ‘আন-অফিসিয়াল’ হানিমুনে মৌসুমী হামিদ!
ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ের খবর আসে হুট করেই। সোশাল মিডিয়ায় প্রথমে প্রকাশ হয় মৌসুমীর হায়ে হলুদের ছবি। সেই ছবির সঙ্গে জানা যায় বিয়ের তারিখ ও পাত্রের নামধাম। পরে শুক্রবার (১২ জানুয়ারি)  সন্ধ্যায় লেখক ও নির্মাতা আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছেন তিনি। বিয়ে করেই হানিমুনে ছুটে গেলেন নতুন এই দম্পতি। বিয়ের দিন রাতেই কক্সবাজার গিয়েছেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। রোববার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুকে বরের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে মৌসুমী লিখেছেন, এটা আমাদের অফিসিয়াল হানিমুন নয়। তবে একেও হানিমুন বলা যেতে পারে। দেখে মনে হচ্ছে সাগর পাড়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু কোথায় গিয়েছেন তা স্পষ্ট করেননি অভিনেত্রী। তবে তার ক্যাপশন অনুযায়ী একে আনফিসিয়াল হানিমুন বলা যায়।  এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, বিয়ের দিন রাতেই আমরা কক্সবাজার চলে আসি। যদিও এটা আনঅফিসিয়াল হানিমুন। অফিসিয়ালভাবে পাহাড়ে হানিমুনে যাওয়ার ইচ্ছে আছে। যদিও তারিখ ঠিক করতে পারিনি কবে নাগাদ যাব। তবে শিগগিরই পরিকল্পনা করে যাব। কক্সবাজার থেকে ফিরেই ১৬ তারিখ শুটিংয়ে অংশ নেব। বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।   প্রসঙ্গত, ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মৌসুমী ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিনোদন জগতে পা রাখেন। এক যুগের বেশি ক্যারিয়ারে ছোট পর্দাতেই বেশিরভাগ কাজ করেছেন। তার প্রথম সিনেমা ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার রাজকন্যা’। তবে এই অভিনেত্রীর অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’
১৪ জানুয়ারি ২০২৪, ২২:১১

জোভানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী
শোবিজ অঙ্গনে যেন বিয়ের হিড়িক পড়েছে। একের পর সুখবর দিচ্ছেন তারকারা। গত ১২ জানুয়ারি রাতে হঠাৎ ফেসবুকে দুটি ছবি প্রকাশ করে বিয়ে করেছেন বলে জানান অভিনেতা ফারহান আহমেদ জোভান। একই দিনে বিয়ে করেন মৌসুমী হামিদ ও রানাও।   জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তবে বিয়ে নিয়ে এখনও পর্যন্ত আর কোনো তথ্যই প্রকাশ করেননি এই অভিনেতা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে অভিনেত্রী নীলাঞ্জনা নীলাকে বিয়ে করেছেন জোভান। শুধু তাই নয়, রীতিমতো সেটা ভাইরালও হয়েছে!   আরও পড়ুন : বিদেশি শিক্ষার্থী কমানোর সিদ্ধান্ত কানাডার   এবার জোভানের সঙ্গে বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন নীলা। অভিনেতার সঙ্গে বিয়ের এমন গুঞ্জনে স্পষ্টভাবে জানিয়ে দেন, যা রটেছে এমন কোনো কিছু ঘটেনি। অর্থাৎ জোভানের সঙ্গে অভিনেত্রী নীলার বিয়ের খবরটি সম্পূর্ণই ভুয়া।        শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে নীলা। মজা করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ভালোবাসা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ! বড় বিস্মিত আমি, ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে!’   পাশাপাশি ভক্তদের সতর্কও করে নীলা আরও লেখেন, একটু গুলিয়ে ফেলেছেন, এটা আমার বিয়ের দিন না। যখন সময় আসবে, তখন আমি নিজেই সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নেব।’ সেই সঙ্গে হ্যাশট্যাগে বলেন, ‘নট দ্য বিগ ডে ইয়েট’ (এখনও বিয়ের দিনটি আসেনি)।   আরও পড়ুন : কলেজের সামনে ঘুরছিল ১২ ফুট লম্বা অজগর   এদিকে জোভানের ঘনিষ্ঠদের কাছ থীক জানা গেছে, জোভানের স্ত্রীর পুরো নাম সাজিন আহমেদ নির্জনা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই অভিনেতার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি কাছের কয়েকজন জানতেন।  দেশের এক গণমাধ্যমে জোভানের এক ছোট ভাই বলেন, আগামী দুই দিনের মধ্যে স্ত্রীকে সবার সামনে পরিচয় করিয়ে দেবেন তিনি। এখন একটু সময় নিচ্ছেন। 
১৪ জানুয়ারি ২০২৪, ১২:৪৯

বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন মৌসুমী হামিদ
বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১২ জানুয়ারি)  সন্ধ্যার পর বরের সঙ্গে বিয়ের ছবিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী।  বিয়ের তিনটি ছবি পোস্ট করেন ক্যাপশনে মৌসুমী লিখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা , মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি, মধু সঞ্চয়ের পর, মধু পেরে করিল মুখর, শান্ত আনন্দের আমন্ত্রণে,আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে । এরআগে গত বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানেও ঘনিষ্ঠজনদের উপস্থিত হওয়ার কথা আগেই জানিয়েছেন মৌসুমী। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মৌসুমী ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিনোদন জগতে পা রাখেন। এক যুগের বেশি ক্যারিয়ারে ছোট পর্দাতেই বেশিরভাগ কাজ করেছেন। তার প্রথম সিনেমা ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার রাজকন্যা’। তবে এই অভিনেত্রীর অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।
১২ জানুয়ারি ২০২৪, ২০:১৩

কাছের মানুষরাই সব ওলট-পালট করে দিয়েছে : মৌসুমী
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। শুক্রবার (১২ জানুয়ারি) দীর্ঘদিনের প্রেমিক আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। পারিবারিক সম্মতি পেতেই বসছেন বিয়ের পিঁড়িতে। বুধবার রাতে সামাজিকমাধ্যমে প্রকাশ পায় মৌসুমী-রানার গায়েহলুদের ছবি। তা দেখে নড়েচড়ে বসেন সবাই। অভিনেত্রীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয়শিল্পী তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই সময় বিয়ে প্রসঙ্গে মৌসুমী কিছু না বললেও এবার মুখ খুললেন। শোনালেন রানার সঙ্গে তার প্রমের গল্প। সেইসঙ্গে জানালেন আরও দেরিতে বিয়ের ইচ্ছা থাকলেও কাছের মানুষেরা সেসব পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমকে মৌসুমী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিতে ও মাস্টার্স করেছে। এরপর নাটক-সিনেমার প্রতি ভালোবাসা থেকে শোবিজের সঙ্গে যুক্ত হয়। প্রকৃতির প্রতি ওর ভালোবাসা আমাকে আকৃষ্ট করেছে। পড়াশোনার কারণে সারাজীবন ওকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়েছে। আর আমিও জঙ্গলে ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। বলা যায়, আমাদের প্রেমটা হয়েছে জঙ্গলে। আরেকটা বিষয় ওর ক্রিয়েটিভিটি, চিন্তাভাবনা আমার খুব ভালো লাগে। খুব কাছ থেকে ওকে দেখেছি-জেনেছি। কখন যে সম্পর্ক হয়েছে, তা নিজেরাও টের পাইনি। এরপর বলেন, ২০২১ সালে গোলাম সোহরাব দোদুলের একটি ওয়েব সিরিজের সুবাদে তার সঙ্গে আমার পরিচয়। সে সময় আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। শঙ্খ দাশগুপ্তের সাত পর্বের ওয়েব সিরিজ ‘গুটি’র গল্পকার হিসেবেও কাজ করেছে রানা। কাজের সুবাদে আমাদের মধ্যে প্রেমও হয়ে যায়। মৌসুমীর ভাষায়, আসলে দুজনের অজান্তেই আমাদের সম্পর্কটা হয়েছে। আমারা কি কেউ কাউকে প্রস্তাব দিয়েছি? মনে নেই। মনে হয়, এখন পর্যন্ত ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়নি! সবশেষে এ তারকা বলেন, গতকাল ঘরোয়া আয়োজনে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। আমি চেয়েছিলাম, আগামী ফেব্রুয়ারি বা মার্চে সবাইকে জানিয়ে ধুমধাম করে একটা আয়োজন করব। কিন্তু গতকাল কাছের মানুষজনই আমার সব পরিকল্পনা ওলট-পালট করে দিয়েছে। প্রসঙ্গত, বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।
১১ জানুয়ারি ২০২৪, ১৯:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়