• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
হাসপাতালে মৌসুমী মৌ
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন উপস্থাপিকা মৌসুমী মৌ। সামাজিক মাধ্যমে এ খবর তিনি নিজেই জানিয়েছেন।  নিজের ফেসবুকে মৌ লিখেছেন, ফুসফুসে ইনফেকশনের কারণে শুক্রবার (১ লা মার্চ) বিপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচের পোস্ট শো ক্যানসেল করতে হলো।  এরপর তিনি লেখেন, জীবন মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় কেউ বলতে পারবে না। কিন্তু হতাশ হলে চলবে না। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। ফরচুন বরিশালকে অভিনন্দন বিপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ায়। সবশেষে তিনি লেখেন, এবারের বিপিএলে বহুবার আমি ফরচুন বরিশালের ম্যাচ শেষে বলেছি আনফরচুনেটলি হেরে গেছে ফরচুন বরিশাল। শেষপর্যন্ত জয়টা কিন্তু তাদেরই হলো। জীবনও এমনই পুরোটা গেম। কেউ জিতে কেউ হারে! কিছুদিন আগে বিয়ে করেছেন মৌসুমী মৌ। এক দশক ধরে বিনোদন অঙ্গনে আছেন মৌসুমী মৌ। অভিনয় ও উপস্থাপনায় সাবলীল তিনি। ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন। অভিনয় করেছেন ওয়েবফিল্মেও।
০৪ মার্চ ২০২৪, ১৩:০৪

জাহিদ হাসানের সর্বশেষ অবস্থা জানালেন স্ত্রী মৌ
হাসপাতালে ভর্তি হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা-প্রযোজক জাহিদ হাসান। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তাকে চলতি সপ্তাহে ভর্তি করা হয়। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিনেতার স্ত্রী মৌ গণমাধ্যমকে জানিয়েছেন, গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, আপনাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। যারা নানাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে জাহিদ হাসানের জন্য দোয়া চাই। জাহিদ হাসানের অসুস্থতা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা প্রকট হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের সি ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন। ঠান্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে এখন তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।
৩০ জানুয়ারি ২০২৪, ১৮:০৩

সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত হিলির মৌ চাষিরা
দিনাজপুরের হিলি সীমান্তে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা। সরিষা ক্ষেতে বক্স বসিয়ে মৌমাছি থেকে মধু সংগ্রহ করছেন তারা। প্রতিটি মৌ বক্স থেকে সপ্তাহে তিন থেকে চার কেজি করে মধু আহরণ হচ্ছে। এদিকে মৌ চাষিরা বলছেন, বৈরি আবহাওয়ার কারণে আশানুরুপ মধু আহরণ করতে পারছেন না। তবে আগামীতে আরও বড় পরিসরে কৃষকদের নিয়ে মধু চাষের আশা করছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।  দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ৩ কিলোমিটার পূর্বে ছাতনি গ্রামে ১০৩টি বক্স বসিয়ে মধু সংগ্রহের কার্যক্রম শুরু করেছেন সাকিল আহম্মেদ ও তার সহযোগিরা। সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার মাঠগুলো এখন যেন হলুদের গালিচা। সরকারি সহযোগিতায় এ উপজেলায় বেড়েছে সরিষার দ্বিগুণ চাষ। লক্ষ্যমাত্রার চেয়ে সরিষা বেশি আবাদ হয়েছে। যতদূর চোখ যায়, শুধু হলুদ আর হলুদ। এ যেন প্রকৃতির এক অপরূপ নিদর্শন। মৌমাছিরা মৌ মৌ গন্ধে ছুটে বেড়াচ্ছে। হলুদ ফুলের ঘ্রাণে পাখিরা যেমন উড়ে, তেমনি মৌমাছিরাও ব্যস্ত ফুলের মধু আহরণে। মধু সংগ্রহ করা দেখতে এবং মধু কিনতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা।  হিলির জালালপুর গ্রামের আতিয়ার রহমান, মানিক মিয়া ও আসমা বেগম বলেন, আমরা খাঁটি মধু নিতে এখানে এসেছি। এখানকার মধু অনেক ভালো মানের। প্রতি বছর সাকিল আহমেদ নামে এক যুবক সরিষা ফুল থেকে মৌমাছির দ্বারা মধু সংগ্রহ করে থাকেন। তার এই কার্যক্রম আমাদের অনেক ভালো লাগে। আমরা আগামীতে নিজেরাই এই রকম ভাবে মধু সংগ্রহ করতে চাইছি। হিলির মৌ-চাষী সাকিল আহমেদ বলেন, উপজেলার ছাতনী এলাকায় সরিষা ক্ষেতের পাশে ১৬ শতক জমির উপর মধু সংগ্রহের জন্য ১০৩টি বক্স বসানো হয়েছে। ১০৩টি বক্স থেকে ৪ থেকে সাড়ে ৫ মন মধু সংগ্রহ করা হচ্ছে। তবে আবহাওয়া কিছুটা খারাপ হওয়ার কারণে মধু কম সংগ্রহ হয়েছে।  হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, হাকিমপুর উপজেলায় এবার সরিষার আবাদ দ্বিগুণ হয়েছে। সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯ শত ৫৫ হেক্টর জমি। আর আবাদ হয়েছে ৩ হাজার ৩৫ হেক্টর জমি। যা ক্ষ্যমাত্রার চেয়ে ৮০ হেক্টর জমিতে বেশি। এবার এলাকায় মৌ বক্সের মাধ্যমে মধু সংগ্রহের জন্য ১০৩টি মৌবাক্স স্থাপন করা হয়েছে। 
২৯ জানুয়ারি ২০২৪, ২৩:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়