• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন মোস্তাফিজুর রহমান। তবে আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে কাটার মাস্টারের এবারের আইপিএল মিশন। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে ২ মে বাংলাদেশে ফিরবেন দ্য ফিজ। আগামী ৩ মে থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দেশে ফিরে রোডেশিয়ানদের বিপক্ষে খেলবেন টাইগার এই পেসার। এই সিরিজের কারণে আইপিএলের পুরো আসরের জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের মাঝপথে ফিজকে দেশে ফিরেয়ে নেওয়ায় বিসিবির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আকাশ চোপড়া। ভারতীয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট-বিশ্লেষকের ভাষ্য, ‘যে ভালো করছে, তাকে ভালো করতে দাও। সামনে বড় নিলাম। ফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের মনে হয় দ্য ফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না।’ এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরীর মন্তব্যের সমালোচনাও করেছেন আকাশ। তার মন্তব্য, ‘বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না। তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাও! বাংলাদেশ এরকম অনেকবার করেছে। আমার মনে হয় এমনটা করা উচিত নয়। বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ভারতের ক্রিকেটাররাও যাবে। আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে।’ নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় আকাশ আরও বলেন, ‘ফিজ চলে যাচ্ছে। চেন্নাইয়ের হয়ে খেলতে পারছেন না। এই ম্যাচে তাকে পাওয়া যাবে, তবে অল্প কিছুদিন তাকে আর পাওয়া যাবে। বাংলাদেশ কেন এমনটা করছে। আমার ভাইকে খেলতে দাও না। চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে।’
১৯ এপ্রিল ২০২৪, ১৫:০৩

আইপিএল থেকে দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে এক ম্যাচে খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। পরের ম্যাচে ফিরেই দখলে নেন পার্পল ক্যাপ। এবার এক ম্যাচ পরেই ফের তা হারালেন। যুজবেন্দ্র চাহালের কাছে পার্পল ক্যাপ হারালেন দ্য ফিজ। আইপিএলের কিংবদন্তি তালিকায় সবার ওপরেই আছেন চাহাল। এবারও রাজস্থান রয়্যালসের হয়ে আলো ছড়াচ্ছেন তিনি। গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচের আগে তার ঝুলিতে ছিল ৮ উইকেট। আসরের বর্তমান রানার্স-আপদের বিপক্ষে ম্যাচে শিকার করেন জোড়া উইকেট। বিজয় শঙ্কর ও শুভমান গিলকে সাজঘরে ফেরান তিনি। এই উইকেট শিকারের পর তার উইকেট সংখ্যা ১০। পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন চাহাল।  অন্যদিকে ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন দ্য ফিজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সফরের জন্য ভিসা করাতে দেশে এসে একটি ম্যাচ মিস করেছিলেন তিনি। ৮টি করে উইকেট নিয়ে এই তালিকার পরের দুই স্থানে আছেন আর্শদীপ সিং ও মোহিত শর্মা। এ ছাড়া নামের পাশে ৭ উইকেট নিয়ে তালিকার পাঁচে আছেন খলিল আহমেদ।
১১ এপ্রিল ২০২৪, ১২:৫৭

আইপিএলে যেখানে সবার সেরা মোস্তাফিজ
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে দারুণ সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন টাইগার এই পেসার। সবশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে ২২ রান খরচায় ২ উইকেট শিকার করেন দ্য ফিজ।  জোড়া উইকেট শিকারের দিনে আবারও পার্পল ক্যাপ পুনরুদ্ধার করেন কাটার মাস্টার। যদিও প্রতি ম্যাচেই রান আটকানোর পাশাপাশি দলকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দিচ্ছেন টাইগার এই পেসার। বিশেষ করে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করছেন তিনি। সোমবার (৮ এপ্রিল) কলকাতার বিপক্ষে ডেথ ওভারে দুই ওভার বোলিং করেন টাইগার এই পেসার। এদিন ইনিংসের ১৮ ও ২০তম ওভারে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন বাঁ-হাতি এই পেসার। এ সময়ে ফিজের জন্য চ্যালেঞ্জ ছিলেন আন্দ্রে রাসেল। তবে শক্ত হাতেই সেই চ্যালেঞ্জ সামাল দিয়েছেন তিনি। ১৮তম ওভারে রাসেলের ক্যাচ উঠেছিল। তবে উইকেটের পেছনে তা মুঠোবন্দি করতে পারেননি ক্যাপ্টেন কুল ধোনি। যদিও ইনিংসের শেষ ওভারে তা পুষিয়ে দিয়েছেন দ্য ফিজ। আক্রমণে এসেই শ্রেয়াশ আইয়ারকে ফিরিয়েছেন। জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন কলকাতার অধিনায়ক। দুই বল পরেই নেন মিচেল স্টার্কের উইকেট। এতে আবারও চলতি আসরের সবচেয়ে বেশি উইকেট শিকারির জায়গা দখলে নেন মোস্তাফিজ। এদিকে চলতি আইপিএলে এখন পর্যন্ত ফিজের চেয়ে ডেথ ওভারে আর কোনো বোলারই বেশি ডট বল করতে পারেনি। সব মিলিয়ে ২৩টি ডট বল করেছেন টাইগার এই পেসার। তার ধারেকাছেও নেই কেউই। এই তালিকার দুইয়ে আছেন আফগানিস্তানের পেসার নাভিন-উল-হক। ১৪টি ডট বল করেছেন তিনি। তালিকার তিনে থাকা মোহিত শর্মা, তুষার দেশপান্ডে ও মোহাম্মদ সিরাজ ১২টি করে ডট বল করেছেন। সবমিলিয়ে ডেথ ওভারে ৪৮ বলে মোটে ৬৪ রান দিয়েছেন ফিজ। পেয়েছেন ৪ উইকেট। ইকোনমি রেট ৮ আর প্রতি ১৬ রানের বিনিময়ে একটি করে উইকেট শিকার করেছেন।
১০ এপ্রিল ২০২৪, ১১:৫১

আইপিএলে উইকেট শিকারে শীর্ষে মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলছেন মোস্তাফিজুর রহমান। চলতি আসরে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে ক্যাপ্টেন কুলের দল। আর রেকর্ড চ্যাম্পিয়নদের এই তিন জয়ে বড় অবদান দ্য ফিজের। দলের জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন কাটার মাস্টার। চেন্নাইয়ের হয়ে প্রথম তিন ম্যাচে বল হাতে তার শিকার ছিল ৭ উইকেট। এরপর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা সংক্রান্ত কাজে এই পেসারকে বাংলাদেশে ফিরতে হয়। এতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে চতুর্থ ম্যাচটি খেলা হয়নি তার। এরপর কাজ শেষেই রোববার (৭ এপ্রিল) দলের সঙ্গে যোগ দেন তিনি। এক ম্যাচ বিরতি দিয়ে সোমবার (৮ এপ্রিল) ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেই চমক দেখান টাইগার এই পেসার। বল হাতে ৪ ওভারে ২২ রান খরচায় তার শিকার ২ উইকেট। নিজের অষ্টম ও নবম উইকেট শিকারের পর ফের পার্পল ক্যাপ ফিরে পান দ্য ফিজ। টাইগার এই পেসারের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের বেশি করতে পারেনি কেকেআর। এদিন জোড়া উইকেট শিকার করে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চলতি আসরে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে শীর্ষে ফিজ। সমান ম্যাচে ৮ উইকেট নিয়ে তালিকার দুইয়ে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। এর আগে, আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন দ্য ফিজ। এদিকে ঈদের পরই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলার এনওসি (অনাপত্তিপত্র) রয়েছে বাঁহাতি এই পেসারের। যে কারণে আগামী ১৪ এপ্রিল মুম্বাই, ১৯ এপ্রিল লখনৌ, ২৩ এপ্রিল ফের লখনৌ, ২৮ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে মোস্তাফিজকে পাবে চেন্নাই। এরপর ১ ও ৫ মে পাঞ্জাবের বিপক্ষে, ১০ মে গুজরাট, ১২ মে রাজস্থান, ১৮ মে ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে চেন্নাই। তবে এই ম্যাচগুলোতে ফিজের সার্ভিস পাবে না চেন্নাই।
০৯ এপ্রিল ২০২৪, ১৫:৩০

নিজের পারফরম্যান্স নিয়ে যা বললেন মোস্তাফিজ
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম তিন ম্যাচে বল হাতে তার শিকার ছিল ৭ উইকেট। এরপর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা সংক্রান্ত কাজে টাইগার এই পেসারকে দেশে ফিরতে হয়। এতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে চতুর্থ ম্যাচটি খেলা হয়নি দ্য ফিজের। এরপর কাজ শেষেই রোববার (৭ এপ্রিল) দলের সঙ্গে যোগ দেন তিনি। এক ম্যাচ বিরতি দিয়ে ঘরের মাঠে কলকাতার বিপক্ষে মাঠে নেমেই চমক দেখান টাইগার এই পেসার। বল হাতে ৪ ওভারে ২২ রান খরচায় তার শিকার ২ উইকেট। নিজের অষ্টম ও নবম উইকেট শিকারের পর ফের পার্পল ক্যাপ ফিরে পেয়েছেন দ্য ফিজ। আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি ও জয় দিয়ে মাঠে ফিরতে পেয়ে খুশি ফিজও। নিজের পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোস্তাফিজের ভাষ্য, আবারও ফিরতে পেরে ভালো লাগছে। জয় দিয়ে পুনরায় শুরুটা করতে পারা অসাধারণ। এটা ছিল দলগত নৈপুণ্য এবং আমি আমার পারফরম্যান্সে খুশি। সবার সমর্থনের জন্য ধন্যবাদ। দৃষ্টি এখন সামনের দিকে। উল্লেখ্য, সোমবার কেকেআরের বিপক্ষে ইনিংসের ১৮ ও ২০তম ওভারে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন বাঁ-হাতি এই পেসার। এ সময়ে ফিজের জন্য চ্যালেঞ্জ ছিলেন আন্দ্রে রাসেল। তবে শক্ত হাতেই সেই চ্যালেঞ্জ সামাল দিয়েছেন তিনি। ১৮তম ওভারে রাসেলের ক্যাচ উঠেছিল। তবে উইকেটের পেছনে তা মুঠোবন্দি করতে পারেননি ক্যাপ্টেন কুল ধোনি।  যদিও ইনিংসের শেষ ওভারে তা পুষিয়ে দিয়েছেন দ্য ফিজ। আক্রমণে এসেই শ্রেয়াশ আইয়ারকে ফিরিয়েছেন। জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন কলকাতার অধিনায়ক। দুই বল পরেই নেন মিচেল স্টার্কের উইকেট। এতে আবারও চলতি আসরের সবচেয়ে বেশি উইকেট শিকারির জায়গা দখলে নেন মোস্তাফিজ।
০৯ এপ্রিল ২০২৪, ১২:৪৬

চেন্নাইয়ে কবে যোগ দেবেন মোস্তাফিজ
দলের সেরা দুই তারকাকে ছাড়া নিজেদের সবশেষ ম্যাচে বেশ ছন্নছাড়া পারফরম্যান্স করেছে চেন্নাই সুপার কিংস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া শেষ করতে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।  অন্যদিকে চোটের কারণে একাদশের বাইরে মাথিশা পাথিরানা। এই দুই পেসারকে হারিয়ে ডেথ ওভারে দিশেহারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিজেদের সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পাত্তাই পায়নি রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলটি। এদিকে সোমবার (৮ এপ্রিল) নিজেদের পঞ্চম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এর আগে, রোববার চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে দ্য ফিজের। তবে পরদিন বাংলাদেশি এই পেসারকে খেলানো হবে কি না, তা চেন্নাই টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। অন্যদিকে চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা হওয়ায় একাদশে ফিজের থাকা নিয়ে শঙ্কার কিছু নেই। আর টানা দুই হারে বেশ ব্যাকফুটে চলে গেছে দলটি। তাই ফিজকে দ্রুতই ফিরে পাওয়ার অপেক্ষায় টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং-ও ফিজকে মিস করার বিষয়টি জানিয়েছেন। ফ্লেমিংয়ের ভাষ্য, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’
০৭ এপ্রিল ২০২৪, ১৪:১৬

শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এতদিন রাজত্ব করেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আসরে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করেছেন টাইগার এই পেসার। এতে ফ্র্যাঞ্চাইজি লিগটির সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ ফিজের দখলেই ছিল। অবশেষে কাটার মাস্টারকে সেটি হারাতে হলো।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট টাইটান্স। এই ম্যাচে এক উইকেট শিকার করেন মুহিত শর্মা। এতে ফিজের সমান ৭ উইকেট হয় তারও। ফলে ইকোনোমিতে দ্য ফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন মুহিত। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে নিজের করা প্রথম দুই ওভারেই ৪ উইকেট শিকার করেন ফিজ। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি। পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেন ফিজ। গুজরাটের বিপক্ষে ৪ ওভারে খরচ করেন মাত্র ৩০ রান। শিকার করেন জোড়া উইকেট। এ ছাড়া তৃতীয় ম্যাচে ৪৭ রান খরচায় নেন এক উইকেট। সবমিলিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশি এই পেসার। এদিকে চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে মঙ্গলবার দেশে ফেরেন ফিজ। এই কাজ শেষ করতে তার তিনদিন সময় লাগবে। তাই নিজেদের আগামী ম্যাচে (৫ এপ্রিল) ফিজকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস।
০৫ এপ্রিল ২০২৪, ১৩:১২

দিল্লিতে খেলবে চেন্নাই, মোস্তাফিজ থাকবেন কি
চলতি আইপিএলে টানা দুই জয়ে রীতিমত উড়ছে চেন্নাই সুপার কিংস। দলটির সামনে ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা এবার প্রতিপক্ষের মাঠে ধরে রাখার চ্যালেঞ্জ। রোববার (৩১ মার্চ) বিশাখাপত্তমে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এদিকে চেন্নাইয়ের জার্সিতে বল হাতে দারুণ সময় কাটছে মোস্তাফিজুর রহমানের। নিজের প্রথম দুই ম্যাচে ৬ উইকেট শিকার করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশি এই পেসার। দুর্দান্ত ফর্ম থাকলেও দিল্লির বিপক্ষে চেন্নাইয়ের একাদশে ফিজ থাকবেন কি না, তা নিয়ে নানান প্রশ্ন রয়েছে। কারণ, শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। গত আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়েছেন পাথিরানা। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অন্যতম বড় অস্ত্র এই পেসার। মূলত চেন্নাইয়ের বাইরে ম্যাচ বলেই ফিজকে ঘিরে অনিশ্চয়তা জেগেছে। কেননা, প্রতিপক্ষকে বিচার বিশ্লেষণ করেই একাদশ সাজিয়ে থাকে আইপিএলের প্রতিটি দল। টিম কম্বিনেশন আর কন্ডিশনের কারণে ফর্মে থাকার পরও একাদশ থেকে বাদ পড়ার নজির রয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এই লিগে। প্রথম দুই ম্যাচে চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট ফিজের বোলিংয়ের জন্য সহায়ক ছিল। তবে আজ খেলা হবে দিল্লির মাঠ বিশাখাপট্টনমে। চেন্নাইয়ের চেয়ে এই উইকেট কিছুটা ভিন্ন। সেখানে ঘাসের কারণে শুরুর দিকে বেশ সুইং পাবেন পেসাররা। এ ছাড়া সন্ধ্যার পর শিশিরের সম্ভাবনাও রয়েছে। সবকিছু বিবেচনায় দিল্লির একাদশে আজ চার বাঁহাতি ব্যাটারকে দেখা যেতে পারে। অন্যদিকে মঈন আলীর মতো অফ-স্পিনারকে একাদশে ভেড়াতে পারে চেন্নাই। তাই যেকোনো এক পেসারকে একাদশের বাইরে রাখতে হতে পারে চেন্নাইয়ের। তবে পারফরম্যান্স বিবেচনায় ফিজের বাদ পড়ার সম্ভাবনা নেই। এ ছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একাদশে। চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান/মাথিশা পাথিরানা
৩১ মার্চ ২০২৪, ১৩:৪৯

ব্যাটিংয়ে চেন্নাই, একাদশে মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম ম্যাচে মাঠে নামছে গত দুই আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল। চেন্নাইয়ের এমএ চিদাম্বরমে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। গুজরাট টাইটানসের বিপক্ষে পাথিরানা ফিরলেও আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা মোস্তাফিজকে একাদশে ধরে রেখেছে চেন্নাই।  দলটির একাদশে এই একটিই পরিবর্তন। পাথিরানাকে সুযোগ করে দিয়ে একাদশ থেকে জায়গা হারিয়েছেন স্বদেশি স্পিনার মহীশ থিকশানা। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে গুজরাট। টসে জিতে ফিল্ডিং প্রসঙ্গে গুজরাটের অধিনায়ক শুভমান গিলের ভাষ্য, দেখে ভালো উইকেট মনে হয়েছে বলেই এমন সিদ্ধান্ত। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়েছে গুজরাট। এ ম্যাচে অপরিবর্তিত তারা। অন্যদিকে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের দাবি, বোলিং নিতে পারতেন তিনি। তবে আগে ব্যাটিং বা বোলিংয়ের মধ্যে পার্থক্য দেখেন না। চেন্নাই সুপার কিংস একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সামীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান। গুজরাট টাইটান্স একাদশ : ঋদ্ধিমান সাহা, শুবমান গিল (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর, উমেশ যাদব, মোহিত শর্মা, স্পেন্সার জনসন।
২৭ মার্চ ২০২৪, ০০:৩২

মদ কোম্পানির লোগো ছাড়া খেলতে নেমে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে চার উইকেট শিকার করে চেন্নাইকে জয় এনে দিতে বিশেষ অবদান রাখেন মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও আরও একটি কারণে প্রশংসায় ভাসছেন এই টাইগার পেসার। শুক্রবার (২২ মার্চ) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে জার্সিতে অ্যালকোহল কোম্পানির লোগো ছাড়াই মাঠে নামেন ফিজ। ম্যাচে চেন্নাইয়ের একাদশে থাকা অন্যান্য ক্রিকেটারদের জার্সির হাতায় সেই মদ ব্র্যান্ডের লোগো থাকলেও সেটি দেখা যায়নি কাটার মাস্টারের জার্সিতে। যা নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এই মুসলিম ক্রিকেটার। ক্রিকেট বিশ্বে এরকম ঘটনা নতুন কিছু নয়। যে কাতারে ছিলেন হাশিম আমলা, মইন আলীসহ বিশ্বের নামকরা সব মুসলিম ক্রিকেটার। এবার সেই খাতায় নিজের নাম লেখালেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ম্যাচে যারা বাঁহাতি রয়েছে তাদের জার্সির ডান হাতায় দেখা গেছে সেই লোগো। একইভাবে সিএসকের উইকেট কিপার ব্যাটার ধোনির বামহাতে ছিল সেই লোগো। কারণ, ধোনি ডানহাতি ব্যাটার। তাই, সে অনুযায়ী ফিজের ডান হাতেই অ্যালকোহল কোম্পানির সেই লোগো থাকার কথা ছিল। গুঞ্জন আছে, জার্সিতে মদের ব্র্যান্ডের লোগো ছাড়া মাঠে নামার এ ঘটনায় জরিমানার মুখোমুখি হতে পারেন ফিজ। যদিও এ বিষয়ে তিনি সিএসকের ম্যানেজমেন্ট এর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অনুমতি থাকলে, লোগো না লাগানোর কারণে এই নির্দিষ্ট স্পন্সরের অর্থ পাবেন না তিনি।  উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ১২০ ফ্যান্টাসি পয়েন্ট নিজের করে নিয়েছেন কাটার মাস্টার। ফলে, ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে তার হাতে। আর ৪ ওভারে ২৯ রানের খরচায় বেঙ্গালুরুর মূল্যবান ৪টি উইকেট নেয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতে নেন ফিজ। 
২৩ মার্চ ২০২৪, ১৯:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়