• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
বড় বোন হারালেন মোস্তফা সরয়ার ফারুকী
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বড় বোন। শনিবার (২০ এপ্রিল) মারা গেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বোনের মৃত্যুর খবরটি নিজেই নিশ্চিত করেছেন ফারুকী।   এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে বড় বোনের মৃত্যুর খবরটি জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন জনপ্রিয় এই নির্মাতা।  পোস্টটি হুবহু তুলে ধরা হলো—  ‘তিনজন শক্তিশালী মহিলা— আমার মা, আমার বড় বোন এবং আমার স্ত্রী। যারা আমাকে অনেক প্রভাবিত করেছে। তারা আমাকে সরাসরি কিছু না বলে জীবন কী সেটা শিখিয়েছে এবং নীরবে আমাকে একজন ব্যক্তি হিসাবে রূপ দিয়েছে। ১০ বছর আগে মা আমাদের ছেড়ে চলে গেছেন। আজ চলে গেলেন আমার বড় বোন।’ পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে ফারুকীর কমেন্টসবক্সে। শোবিজের তারকা থেকে শুরু করে দুঃখ প্রকাশ করছেন তার ভক্তরাও। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল চরকিতে মুক্তি পায় তার নির্মিত ওয়েবফিল্ম ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও গায়িকা জেফার। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ করলেন তিনি। মুক্তির পর বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।   
২০ এপ্রিল ২০২৪, ১৭:৫৫

‘ওমর’ প্রসঙ্গে দর্শনা বললেন, ‘নানা সমস্যা’
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির তালিকায় রয়েছে প্রায় এক ডজন সিনেমা। সেই তালিকায় রয়েছে নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম সিনেমা ‘ওমর’। এরই মধ্যে সিনেমাটির পোস্টার ও ট্রেলার মুক্তি পেয়েছে। তবে প্রকাশিত পোস্টার হতাশ করেছে সিনেপ্রেমীদের। জমেনি ট্রেলারও। মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি দর্শক মহলে কতটা সাড়া ফেলবে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে সিনেমাপ্রেমীদের মনে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমা মানেই আলোচনা-সমালোচনা। ‘ওমর’ সিনেমার পোস্টারে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে। যদিও সিনেমাটিতে তাদের সংশ্লিষ্টতা কী, তা পরিষ্কার নয়। এ নিয়ে রাজের ভাষ্য—‘সিনেমা দেখলেই দর্শক বুঝতে পারবেন, কেন তাদের উৎসর্গ করা হয়েছে। তবে এটাকে প্রচারণার কৌশল হিসেবেও দেখছেন কেউ কেউ। ‘ওমর’ সিনেমায় অভিনয় করছেন পরীমণির সাবেক স্বামী শরিফুল রাজ। এই অভিনেতা কাজের চেয়ে ব্যক্তি জীবনে সমালোচনার শীর্ষে। তার সহশিল্পী কলকাতার দর্শনা বণিক। সবাই সিনেমাটি নিয়ে প্রচারণায় সরব থাকলেও নীরব ভূমিকায় দর্শনা। নেই সিনেমাটির প্রচারণা। কিন্তু কেন? বিষয়টি জানতে যোগাযোগ করা হলে অভিনেত্রী বলেন, আসলে নানা কাজের ব্যস্ততার কারণে প্রচারণায় থাকতে পারছি না। ভিসাও করা হয়নি। তাছাড়া নানা সমস্যা। ভিসা করতে দেবো আমার হাতে সেই সময় নেই। শোনা যাচ্ছে, পরিচালকের সঙ্গে আপনার ঝামেলা হয়েছে সে জন্য প্রচারণায় নেই। উত্তরে দর্শনা বলেন, আমাদের কোনো ঝামেলা হয়নি। আমাদের শুধু পেশাদার সম্পর্ক। এর বেশি কিছু না। আমি সিনেমাটি নিয়ে আশাবাদী। জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম—এই তিন নন্দিত অভিনয় শিল্পীকে নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেন ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘প্রজাপতি’। সিনেমাটির নির্মাণকাজ শেষ করলেও দীর্ঘদিন ঝুলে ছিল এর অন্যান্য কাজ। ২০১১ সালে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। কিন্তু প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়। শুরুতেই হোঁচট খান এই নির্মাতা। এরপর ২০১৪ সালে ‘তারকাটা’, ২০১৬ সালে ‘সম্রাট’, ২০১৮ সালে ‘যদি একদিন’ সিনেমা মুক্তি পায়। রাজ নির্মিত এসব সিনেমা প্রচারের দিক থেকে এগিয়ে থাকলেও আশানুরূপ দর্শক টানতে পারেনি। ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান, অপু বিশ্বাস, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিমকে নিয়ে কাজের সুযোগ পেলেও নিজের কারিশমা দেখাতে ব্যর্থ হয়েছেন নির্মাতা রাজ।   ‘ওমর’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদ প্রমুখ। প্রেক্ষাগৃহ সংকট এবং এক ডজন সিনেমার ভিড়ে নতুন মুখ নিয়ে ‘ওমর’ দর্শক মহলে কতটা সাড়া ফেলবে তা সময় বলে দেবে।
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

‘চক্কর ৩০২’ দিয়ে প্রথম কী চমক দিচ্ছেন জীবন?
বরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে শোবিজে পথচলা শুরু করেন শরাফ আহমেদ জীবন। একটা সময় নিজেই বনে যান ক্যামেরার পেছনের কারিগর। নির্মাণ করেন নাটক-বিজ্ঞাপন। নির্মাতা কাজল আরেফিন অমির নাটকে অভিনয় করে সবার মনও জয় করেন জীবন। সব পালা শেষ করে এবার জীবন হাজির হচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এনেছেন তার প্রথম সিনেমার পোস্টার। নাম দিয়েছেন ‘চক্কর ৩০২’। পোস্টারে দেখা যায়, ব্ল্যাক শেডে উদ্বিগ্ন দৃষ্টিতে পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন কেউ। তার চারপাশটা ঘুরছে!
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৭

বইমেলায় ফারহানা মোস্তফা লিজার ‘দৌর্মনস্য ও কোরআন’
অমর একুশে বইমেলায় এসেছে তরুণ লেখিকা ফারহানা মোস্তফা লিজার ‘দৌর্মনস্য ও কোরআন।’  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বইমেলার শব্দশিল্পের স্টলে গবেষণাধর্মী এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইমেলায় প্রকাশনীটির স্টল নম্বর ৮৯, ৯০ এবং ৯১।  মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখিকার স্বামী সাবেক সামরিক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মেজর শরিফুজ্জামান, সার্ভিস সলিউশনস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনসহ লেখকের সন্তানরা, বন্ধু এবং পরিবারের সদস্যারা সহ শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। ফারহানা মোস্তফা লিজা বলেন, দৌর্মনস্য বা হতাশা, দুশ্চিন্তা, দুঃখবোধ, কষ্ট, অবসাদ, মৃত্যুভয়ে মানুষ অনেক সময় এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার জীবনে অপূরনীয় ক্ষতি ডেকে নিয়ে আনে। অথচ মহান আল্লাহ তায়ালা এ থেকে মুক্তি পেতে পবিত্র কোরআনে বারবার রহমতের বাণী দিয়েছেন। আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় যে, আল্লাহ পাক আমাদের সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেন এবং তিনি সর্বদাই বিরাজমান। তিনি সবসময় সৎকর্মের জন্য পুরস্কার রেখেছেন এবং বিপদগ্রস্ত কিংবা গুনাহগার বান্দা তওবা করার পর ক্ষমা করে দেয়ার অঙ্গীকার করেছেন। তাই মহান আল্লাহ তায়ালা সব রকমের হতাশা থেকে দূরে থেকে ধৈর্যশীল হওয়ার জন্য বলেছেন। গবেষণাধর্মী এ বইয়ে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।  এর আগে, লেখিকা ফারহানা মোস্তফা লিজার আরও দুটি বই বের হয়েছে। এগুলো হলো- ‘পবিত্র কোরআনের বিষয়ভিত্তিক কিছু আয়াত ও এ সম্পর্কিত কিছু হাদিস’ এবং ‘নারী ও কোরআন’।    
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩২

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফারুকী
মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে কয়েকদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই নির্মাতা। তাই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফারুকী। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিশা-ফারুকীর পরিবারের এক ঘনিষ্ঠজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ফারুকীর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাই গত ২৯ জানুয়ারি বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।  এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুকে তিশা জানান, সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বলল এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।  নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে। উল্লেখ্য, প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে পথা চলা ফারুকীর। সম্প্রতি ওটিটিতে মুক্তি পায় তার নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয়ও করেছেন তিনি। শুধু তাকেই নয়, নির্মাতার মেয়ে ইলহামকেও দেখা গেছে এই সিনেমায়।  
৩০ জানুয়ারি ২০২৪, ১৫:২৫

আইসিইউ থেকে কেবিনে ফারুকী
মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার তিনি জানালেন, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে ফারুকীকে। তবে আগের চেয়ে এখন ভালো আছেন ফারুকী। তাই কেবিনে স্থানান্তর করা হয়েছে এই নির্মাতাকে। কিন্তু কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেই বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানান তিশা।   হাসপাতালে ফারুকীর সঙ্গে রয়েছেন তিশা। সেখান থেকেই দেশের এক গণমাধ্যমে ফারুকীর বর্তমান শারীরিক পরিস্থিতির কথা জানান এই অভিনেত্রী।   তিশা বলেন, আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে ফারুকীর। তবে হাসপাতাল থেকে তাকে বাসায় ফেরার বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা হয়নি। সবাই দোয়া করুন। ইনশাআল্লাহ, খুব দ্রুত তাকে আমরা কাজে দেখতে পারব। এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুকে তিশা জানিয়েছিলেন, সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললো এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন। নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে। উল্লেখ্য, প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে পথা চলা ফারুকীর। সম্প্রতি ওটিটিতে মুক্তি পায় তার নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয়ও করেছেন তিনি। শুধু তাকেই নয়, নির্মাতার মেয়ে ইলহামকেও দেখা গেছে এই সিনেমায়।    
২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৬

ফারুকী এখন বিপদমুক্ত
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি বিষয়টি জানান। স্ট্যাটাসে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যাই, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আল‌‌‌হাদুলিল্লাহ। কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং মেসেজ করেছেন। তাদের ফোন, মেসেজের জবাব দিতে পারিনি। সেজন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এত দোয়া আর ভালোবাসার জন্য।’ এর আগে, গত সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেটিতে অভিনয়ও করেন এই খ্যাতিমান নির্মাতা। প্রসঙ্গত, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।
২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩২

ফারুকীর অসুস্থতা নিয়ে যা বললেন আনিসুল হক
গতকাল সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে অবজারভেশনে রয়েছেন তিনি। নির্মাতার অসুস্থতার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার ফারুকীর সর্বশেষ পরিস্থিতির কথা জানালেন সাহিত্যিক আনিসুল হক। মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুকে ফারুকীর শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি পোস্ট দেন আনিসুল হক।  ক্যাপশনে আনিসুল হক লিখেছেন— ‘ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে চিকিৎসকরা আশা করছেন। ইন্টারভেনশন লাগবে না! দোয়া করবেন। সোমবার সন্ধ্যায় মাইল্ড স্ট্রোক হলে তিশা তাকে হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে আছেন। ভিজিটর ইজ নট অ্যালাউড।’ এর আগে সোমবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারুকীর অসুস্থতার বিষয়টি জানিয়ে একটি পোস্ট দেন তিশা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটি অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’ প্রসঙ্গত, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।  
২৩ জানুয়ারি ২০২৪, ১৪:২৬

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ফারুকী, জানালেন তিশা
গতকাল সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে অবজারভেশনে রয়েছেন তিনি। নির্মাতার অসুস্থতার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার ফারুকীর বর্তমান পরিস্থিতির কথা জানালেন তিশা।  জানা গেছে, ফারুকীকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। পাশাপাশি সিটি অ্যানজিওগ্রাম করা হয়েছে এই নির্মাতার।  এদিকে ফারুকীর অসুস্থতার খবরে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন বিনোদন অঙ্গনে তাদের শুভাকাঙ্ক্ষী, সহযাত্রী এবং দেশ–বিদেশে ছড়িয়ে থাকা তাদের ভক্তরা। সবাই দ্রুত সুস্থতা কামনা করছেন নির্মাতার।   মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশের এক গণমাধ্যমে তিশা বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। পাশাপাশি ৭২ ঘণ্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে ফারুকীকে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।  এর আগে সোমবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারুকীর অসুস্থতার বিষয়টি জানিয়ে একটি পোস্ট দেন তিশা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটি অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’ প্রসঙ্গত, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।    
২৩ জানুয়ারি ২০২৪, ১৩:১৭

মোস্তফা সরয়ার ফারুকী আইসিইউতে
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আইসিইউতে অবজারভেশনে আছেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসারত ইমরোজ তিশা। সোমবার (২২ জানুয়ারি) দিনগত রাত ১টার পর নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিশা জানান, আজ (সোমবার) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললো এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন। প্রসঙ্গত, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।
২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়