• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
‘এটা লজ্জাজনক’
খুলনা টাইগার্সের বিপক্ষে গোড়াপত্তনে উড়ন্ত সূচনা করেছিল দুর্দান্ত ঢাকা। ওপেনিং জুটিতে ৭৫ রান তুলেছিলেন সাইম আইয়ুব ও নাঈম শেখ। সবকিছু বিবেচনায় বড় রানের ইঙ্গিতই দিচ্ছিল রাজধানীর দলটি। তবে নাটকীয় ধসে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৩০ রানেই থেমেছে ঢাকার ইনিংস।  জবাব দিতে নেমে ৩২ বল ও ১০ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স। এতে টানা ৪ ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে খুলনা। ২ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ২১ বলে ৪১ রানের মারকাটারি এক ইনিংস উপহার দিয়ে ওপেনার নাঈম বিদায় নেওয়ার পরই জরাজীর্ণ মাটির ঘরের মতো ভেঙে পড়ে ঢাকার ইনিংস। নাঈমের সঙ্গে গোড়াপত্তন করা সাইমের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩৫ রান। আর বাকিরা মূলত আসা-যাওয়ার মিছিলেই ছিলেন। এদিন ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতও। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ঢাকার দলপতি। একপ্রান্ত আগলে রেখে অ্যালেক্স রসের ২১ ও শেষ দিকে আরাফাত সানির ১৫ রানের সুবাদে মান বাঁচে ঢাকার। আর দলের এমন ব্যর্থতাকে ‘লজ্জাজনক’ বলেই আখ্যা দিচ্ছেন ঢাকার অধিনায়ক। মোসাদ্দেকের ভাষ্য, এটার কোনো ব্যাখ্যা নেই। এটা লজ্জাজনক ব্যাপার আমাদের জন্য। এরকম একটা শুরুর পর আমরা আশা করছিলাম ১৮০ থেকে ১৯০ হবে। ওই জায়গা থেকে ৫০ রানের মধ্যে অল-আউট হয়ে যাওয়া আমাদের জন্য হতাশাজনক ব্যাপার। জাতীয় দলের রাডারের বাইরে থাকা এই ক্রিকেটারের মন্তব্য, একটু তো হতাশার, বিশেষ করে আজকের ম্যাচের কথা যদি বলি, এতো ভালো একটা শুরু পাওয়ার পরে অল-আউট হয়ে যাওয়া; এখানে বোলারদের করার কিছুই থাকে না। ভালো উইকেট, বলও কিছু হচ্ছিল না। সহজ ছিল ব্যাটিং করা। সহজ পরিস্থিতিতে আমরা ব্যাটিং করতে পারিনি। অবশ্যই এটা হতাশাজনক ব্যাপার। আরও ৮টা ম্যাচ বাকি আছে, আশা করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াব। এদিকে চলতি বিপিএলে ব্যাট হাতে নিজেও ফর্মে নেই মোসাদ্দেক। ৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোটের ওপর ১৬ রান। এর মধ্যে দুইবারই রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস নিয়ে ঢাকার অধিনায়কের বক্তব্য, প্রত্যেকের খারাপ সময় যায়। ভালো খারাপ সময় মিলিয়ে যায়। একটানা এভাবে খারাপ যাবে, আমি চিন্তা করিনি। আমি নিজেও হতাশ যে চেষ্টা করছি, কত ভালোভাবে ঘুরে দাঁড়ানো যায়। এখন সেই চেষ্টাটাই থাকবে।
৩০ জানুয়ারি ২০২৪, ১১:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়