• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বাণিজ্যিক জাহাজ
পাবনায় রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি আনকা সান নামক একটি বাণিজ্যিক জাহাজ।  বুধবার (২০ মার্চ) সকাল ৯ টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা বেনুটা পতাকাবাহী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স কনভেয়ার শিপিংয়ের কর্মকর্তা সাধন কুমার জানান, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে আসা এ জাহাজে ৭১০ প্যাকেজের ১ হাজার ২২ টন মেশিনারিজ পণ্য রয়েছে। কাস্টম ক্লিয়ারিংসহ সব নিয়মকানুন শেষে দ্রুত সময়ের মধ্যে জাহাজটি থেকে মালামাল খালাস শুরু হবে। পরে মালামালগুলো সেখান থেকে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া শুরু হবে।
২০ মার্চ ২০২৪, ১৭:১১

পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি
মোংলা বন্দরের পশুর নদীতে ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি ইশরা মাহমুদ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় চালক দ্রুত নৌযানটিকে নদীর তীরে উঠিয়ে দেয়। এতে লাইটারটি পুরোপুরি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। লাইটার জাহাজে থাকা সব নাবিক নিরাপদে রয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পশুর নদের চরকানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু গণমাধ্যমকে জানান, মোংলা বন্দরের হারবাড়িয়া-৬ নম্বর এলাকায় অবস্থানরত এমভি পারস নামক একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৯৫০ মেট্রিক টন কয়লাবোঝাই করে এমভি ইশরা মাহমুদ। এরপর নোয়াপাড়া যাওয়ার পথে শনিবার সকালে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় ডুবোচরে আটকে তলা ফেটে যায় লাইটার জাহাজের। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, লাইটার জাহাজটি চ্যানেলের পাশে দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ বা নৌযান চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। উল্লেখ্য, এর আগে একই জায়গায় গত বছরের ১৭ নভেম্বর ৮শ মেট্রিক টন কয়লা নিয়ে তলা ফেটে ডুবে যায় এমভি প্রিন্স অব ঘাষিয়াখালী-০১।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৪

মেট্রোরেলের পণ্য নিয়ে মোংলা বন্দরে ‘কিয়ো কোরাল’
মেট্রোরেলের এমআরটি ৫-এর ডিপো তৈরির মালামালের দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ‘কিয়ো কোরাল।’  বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। জাহাজটিতে মেট্রোরেলের ৪৯১ পিচ ৫১১৮ মেট্রিক টন কংক্রিট পাইল রয়েছে। এর আগে ভিয়েতনাম বন্দর থেকে ৬ ফেব্রুয়ারি মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে ‘এমভি কিয়ো কোরাল।’  জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। মেট্রোরেলের এসব মালামাল খালাস করে নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেওয়া হবে ঢাকার মেট্রোরেলের ডিপোতে।   
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়