• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, বাধাগ্রস্ত হচ্ছে চাষের কাজ 
চৈত্র পেরিয়ে বৈশাখ শুরু হলেও মেহেরপুরে তাপমাত্রায় স্বস্তি আসেনি। চলতি সপ্তাহে পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। তীব্র তাপপ্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে চাষাবাদ।  শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এর আগে বৃহস্পতিবার বিকেল ৩ টায় এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চাষিরা জানান, বৈশাখ মাঠের আবাদ হিসেবে পাট ও সবজি বীজ বপন এবং বোরো ধানের পরিচর্যা নিয়ে ব্যস্ততা রয়েছে। তবে সকাল ১০ টার পর থেকে মাঠে অবস্থান বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছে। তাই শ্রমিকরা কাজে যেতেই চাচ্ছে না। স্বল্প সংখ্যক শ্রমিক যারা কাজে যাচ্ছেন তারা বাড়ি ফিরে যাচ্ছেন দুপুরের অনেক আগেই। দুপুর পর্যন্ত কেউ আর মাঠে অবস্থান করতে চাইছেন না। তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে সূর্যের আলো উত্তাপ ছড়াচ্ছে। ঝড়ের গতিতে বয়ে যাওয়ার গরম বাতাস অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। ফলে কাজ বাদ দিয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন চাষিরা। আবার কেউ কেউ মাঠের মধ্যে থাকা টিউবওয়েলের পানি পান করে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছেন।  এদিকে মাঠ থেকে শুরু করে শহরের প্রধান সড়ক পর্যন্ত তাপপ্রবাহের চিত্র একই। ব্যস্ত সড়কগুলো ফাঁকা হয়ে পড়ছে দুপুরের আগে থেকেই। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ।    
১৩ ঘণ্টা আগে

মেহেরপুরে মুজিবনগর দিবসে বিশেষ আয়োজন 
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গৌরবময় তাৎপর্যপূর্ণ ঘটনা প্রবাহের সঙ্গে যে নামটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তা হলো মুজিবনগর দিবস। এ দিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের নেতৃত্বে ছিল এই সরকার। একাত্তরের ১৭ এপ্রিল মেহেরপুরের ঐতিহাসিক বৈদ্যনাথতলা তথা মুজিবনগর আম্রকাননে এ সরকারের শপথ হয়েছিল। যার মাধ্যমে পাল্টে গিয়েছিল যুদ্ধের গতিপ্রকৃতি। সেই দিনটি স্মরণীয় করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে এবার জাকজমকপূর্ণ বড় আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। মুজিবনগরকে বলা হয় স্বাধীনতার সূর্যোদয় ভূমি। যে সূর্যের আলো ছড়িয়ে পড়েছিল সাত কোটি বাঙালির হৃদয়ে। তাই মুজিবনগর আর স্বাধীনতা এক সুতোয় গাঁথা রয়েছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।  সরেজমিনে মুজিবনগর কমপ্লেক্স ঘুরে দেখা যায়, বৈদ্যনাথতলা আমবাগানে যেখানে একাত্তরে প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলেন, সেখানে শেখ হাসিনা মঞ্চে চলছে সাজসজ্জার কাজ। এ মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দর্শনার্থীদের কাছে মুজিবনগরকে তুলে ধরতে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত স্থাপনাগুলো ধুয়েমুছে করা হচ্ছে পরিষ্কার। প্রবেশ পথগুলোতে রঙের আঁচড় দিয়ে ফুটিয়ে তোলার কাজও শেষ পর্যায়ে। মুজিবনগর স্মৃতিসৌধ, আম্রকানন এবং মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্স পেয়েছে এক নতুন রূপ।  মূলত জেলা প্রশাসন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ আওয়ামী লীগ দিবসটি ঘিরে বিভিন্ন আয়োজন করে থাকে। জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে থাকছে, সকাল ৯টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন। জাকজমকপূর্ণ কুজকাওয়াজ। এতে অংশ নেবেন বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গালর্স গাইড এবং সাধারণ ছাত্রছাত্রীরা।  সকাল ১০টায় গীতিনাট্য সোনালি স্বপ্নের দেশ উপস্থাপন করবে আনসার ও ভিডিপি অর্কেস্ট্রা দল। একাত্তরের শপথের পর গার্ড অব অনার প্রদানকারী হিসেবে ইতিহাসের সাক্ষী হয়ে আছেন ১২ আনসার সদস্য। স্বাধীনতা যুদ্ধে আনসার সদস্যদের আত্মত্যাগের স্মৃতি সমুন্নত রাখতে মুজিবনগর দিবসে আনসার ভিডিপির এই কর্মসূচি থাকে প্রতি বছরই।  এ দিকে সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধের স্মৃতি কেন্দ্রের সামনে আয়োজন করা হযেছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। দেশ বরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এ মঞ্চে। এ ছাড়াও আতশবাজি উৎসব আর রঙিন আলোর ঝলকানি থাকছে সন্ধ্যার পর থেকে। এ দিকে সকাল ১০টায় শেখ হাসিনা মঞ্চে আলোচনার সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।  সঞ্চালনায় থাকবেন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।  জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এবং প্রথম সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা রিমিন হোসেন সিমি, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজ্জামেল হকসহ আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন এ আলোচনা সভায়।  আয়োজন সম্পর্কে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ইতিহাসের অত্যন্ত গৌরবময় ঘটনার দিন মুজিবনগর দিবস পালনে এবারও নানা আয়োজন করা হয়েছে। করোনা মহামারির কারণে দুই বছর অনুষ্ঠান আয়োজনে ছেদ পড়লেও এবার অত্যন্ত জাকজমকতার সঙ্গে হচ্ছে সব আয়োজন। যার জন্য অপেক্ষায় রয়েছেন মেহেরপুরসহ আশেপাশের জেলার মানুষ।  ৫০ হাজার মানুষের সমাগম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  দিবসটি আয়োজনের সকল প্রস্তুতি প্রায় চূড়ান্ত জানিয়ে মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান বলেন, গরমে মানুষ যাতে কষ্ট না পান তার জন্য পানি পানের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া অস্থায়ী টয়লেট, মেডিকেল টিমসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।  জাতীয় এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।  এ দিকে অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন, মেটাল ডিটেকটিভ দিয়ে তল্লাশি এবং আর্চওয়ে গেট স্থাপন করা হয়েছে। পুরো এলাকার নিরাপত্তা কয়েকটি ভাগে বিভক্ত করে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। বাইরের জেলা থেকেও আনা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স। এ ছাড়াও থাকছে র‌্যাবের কয়েকটি দলের টহল।  স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের চেতনা আর বাঙালির বিজয়ের গৌরবগাঁথা বীরত্ব মিশে রয়েছে একাত্তরের ১৭ এপ্রিল শপথের মধ্যে। ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথভাবে পালনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও সমুন্নত হবে এমনটাই প্রত্যাশা মেহেরপুরবাসীর। 
১৬ এপ্রিল ২০২৪, ১৬:০৯

মেহেরপুরে পেঁয়াজ, রসুন ও আদার দাম বৃদ্ধি, ক্রেতা নেই সবজির 
মেহেরপুরে পেঁয়াজ, রসুন, আদা এবং আলুর দর বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। তবে দাম কমেছে সব ধরনের সবজির। ঈদের সময় সবজির দাম আরও কমার কথা জানালেন ব্যবসায়ীরা।  মেহেরপুর তহ বাজার ও গাংনী কাঁচাবাজার জেলার সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার। এ দুটি পাইকারি বাজারে রোববার (৭ এপ্রিল) প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে ১০ টাকা বেড়ে ৫৪ টাকা, রসুনে ২০ টাকা বেড়ে ১৬৩ টাকা এবং আদা ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকা পর্যন্ত। পাইকারি তে দর বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খুচরা বাজারে দর। বাজারগুলোতে খুচরা পর্যায়ে এসব পণ্য কেজিতে আরও ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে।  গাংনী কাঁচা বাজারের আড়তদার সাহাদুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় পেঁয়াজের দাম কমেছে। তবে স্থানীয় পেঁয়াজ সংরক্ষণ শুরু হওয়ায় দর বেড়েছে। বিশেষ করে ফরিদপুর ও পাবনা অঞ্চলে মৌসুম ভিত্তিক পেঁয়াজ সংরক্ষণের কাজ শুরু হয়েছে। অন্যদিকে ঈদের সময়ে পেঁয়াজ, রসুন ও আদার চাহিদা বৃদ্ধি পায়। এ কারণেও দর বৃদ্ধি হতে পারে।  এদিকে সব ধরনের সবজির দর কমেছে। গত এক সপ্তাহের মতই আজও লাউ, কুমড়ো, পটল, ঢেঁড়স, বেগুন ও পুঁইশাকের দাম রয়েছে ১০ টাকার নিচে। ঈদে মাংসের চাহিদা বেশি থাকায় আগামী এক সপ্তাহ সবজির দর আরও কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রোজায় এবার সবচেয়ে আলোচিত ছিল শসার দাম। মাঝ রোজার সময়টাতেও শসার বাজারে ব্যাপক অস্থিরতা ছিল। ১০০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হয়েছিল। সেই শসার কেজি এখন মাত্র ১১ টাকা। খুচরা পর্যায়ে গিয়ে ২০ থেকে ১৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাইকারি  বাজারে সবজি কিনতে আসা কয়েকজন সবজি ব্যবসায়ী জানান, গত সপ্তাহে এক কেজি পটলের দর ছিল ৬০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে মাত্র ২৫ টাকায়। এছাড়া ঢেঁড়সের দাম অর্ধেকে নেমে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। অন্যদিকে আগের মতই কম দামে পাওয়া যাচ্ছে লাউ, পুঁইশাক ও বেগুন। ব্যবসায়ীরা জানান, রমজান মাস এবং ঈদের কয়েকদিন পর পর্যন্ত সবজির চাহিদা স্বাভাবিকভাবেই কম থাকে। তবে এবার এ সময়টাতে স্থানীয় সবজির ব্যাপক জোগান থাকায় অনেকটাই পানির দরে বিক্রি হচ্ছে এসব সবজি। ঈদের পরে ভোক্তা পর্যায়ে সবজির চাহিদা বৃদ্ধির সঙ্গে উৎপাদন কমে আসবে। এতে আবারও সবজির দর আকাশচুম্বী হওয়ার আশংকা রয়েছে।  
০৭ এপ্রিল ২০২৪, ১৫:৪৭

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
মেহেরপুরের গাংনীর বামন্দী বাজারের অদূরে ট্রাকের ধাক্কায় মারুফ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মারুফের স্ত্রী আনিকা খাতুন (৩০)। শুক্রবার (২২ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দিকে সন্ধ্যায় মুজিবনগর উপজেলার কোমরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন গুরুতর আহত হয়েছেন।  নিহত মারুফের বাড়ি রাজশাহীতে। তিনি গাংনীর জোড়পুকুরিয়া গ্রামে শশুরবাড়িতে বসবাস করতেন।  স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বামন্দী থেকে মোটরসাইকেলে মারুফ হোসেন তার স্ত্রীকে নিয়ে জোড়পুকুরিয়া গ্রামে শশুরবাড়িতে ফিরছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বামন্দী বাজারের অদূরে একটি তেল পাম্পের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় মারুফ। এতে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ দিকে সন্ধ্যায় মুজিবনগর উপজেলার কোমরপুর ইটভাটার কাছে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক টুটুল হোসেন, আরোহী রবিউল ও মিরাজ গুরুতর আহত হন।  স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় টুটুল ও মিরাজকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেছেন।   মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
২২ মার্চ ২০২৪, ২২:১০

মেহেরপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হুরমত আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বীজ খামারের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত হুরমত আলী (৫০) মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। মরদেহ উদ্ধার করা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি কনি মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হুরমত আলী সার ও বিষ কেনার জন্য মোটরসাইকেলযোগে মেহেরপুর শহরে আসছিলেন। আমঝুপি বীজ খামারের নিকট এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যান তিনি।  পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৪

মেহেরপুরে সবজিতে স্বস্তি, পেঁয়াজে আবারও দুশ্চিন্তা  
মেহেরপুরে সবজি বাজারে ফিরেছে স্বস্তি। সবজি আবাদখ্যাত জেলায় এতদিন শীতকালীন সবজির চড়া দামে দিশেহারা ছিলেন ক্রেতারা। তবে সবজির দাম কমলেও মাছ ও পেঁয়াজের দর বৃদ্ধিতে বাজার পরিস্তিতিতে নতুন সংকট বলে মনে করছেন সাধারণ মানুষ। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, গেল এক সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির প্রতি কেজিতে কমেছে ২০-৩০ টাকা পর্যন্ত। বেগুন, কুমড়া, টমেটো, কলা, ফুলকপিসহ প্রায় সব প্রকার সবজির দাম পড়তির দিকে। তবে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দর বৃদ্ধি পেয়েছে ৪০ টাকার মত। যা পাইকারিতে ১০৫ টাকা এবং খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা পর্যন্ত। একই সঙ্গে রসুনের দর স্থিতিশীল থাকলেও মাছের দর বৃদ্ধিতে ক্রেতাদের মাঝে দানা বেধেছে অসন্তোষ। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয়ভাবে উৎপাদিত মাছের দর বেড়েছে কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত। রমজান সামনে রেখে মাছ ও পেঁয়াজের দর বৃদ্ধি ক্রেতাদের কপালে নতুন দুশ্চিন্তার ছাপ ফেলেছে।  ক্রেতারা জানান, প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকা, রসুন ২৪০ টাকা এবং মাছ সর্বনিম্ন ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ার ইঙ্গিত। রোজা সামনে রেখে এ দর যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য।  গাংনী পাইকার বাজারের আড়তদার সাহাদুল ইসলাম জানান, আজ পেঁয়াজের দর এক সপ্তাহ ধরে উঠানামা করছে। রোবববার পেঁয়াজের দর শনিবারের চেয়ে কিছুটা কমেছে। শ্রেণি ভেদে পাইকারীতে ৭৫-১০৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় রোজার আগে আরও বাড়তে পারার আভাস দিলেন তিনি।  বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দরের ঊর্ধ্বমুখী বিষয়ে জানতে চাইলে মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সরবরাহ আর চাহিদার পার্থক্যের ওপর এসব পণ্যের দর অনেকাংশে নির্ভর করে। তবে কেউ ইচ্ছামাফিক দর বৃদ্ধি করছে কি না তা নজরদারি করা হচ্ছে।   
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৯

পারিশ্রমিক নিয়ে মেহেরপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩
মেহেরপুরের গাংনী উপজেলায় জমির কলমি শাকের বীজ মাড়াই করার পারিশ্রমিক নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের ১৩ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেপা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- মালিকপক্ষের জেলেহার মন্ডলের ছেলে মজিবর (৫০), দেলোয়ার মন্ডলের ছেলে জিবার মন্ডল (৫৫), নুর ইসলামের ছেলে আশাদুল (৪৮), আশাদুলের ছেলে নয়ন (২০), জেলেহার মন্ডলের ছেলে নুর ইসলাম (৬৪), মজিবরের ছেলে আলামিন (২৬) ও বায়জিদ আলীর ছেলে ফরজ আলী (৩৫)। শ্রমিকপক্ষের আহতরা হলেন- মৃত খোকা শেখের ছেলে রেজাউল ইসলাম, রেজাউলের তিন ছেলে উসমান আলী, হুমায়ন আহমেদ, হযরত আলী, রেজাউলের স্ত্রী হালিমা খাতুন, নাতি স্বপন আলী।  জানা গেছে, মঙ্গলবার মজিবরের ১৩ কাঠা জমির কলমি শাকের বীজ মাড়ানোর জন্য চুক্তি নেয় রেজাউল হকরা। বিঘা প্রতি জমিতে আড়াই হাজার টাকার চুক্তি হয়। শ্রমিকের টাকা পরিশোধ করতে গিয়ে মজিবর অভিযোগ করেন মাড়াই খরচ বেশি নেওয়া হচ্ছে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আজ সকালে গ্রামের একটি চায়ের দোকানে উভয় পক্ষ চা পান করছিল। এ সময় উভয় পক্ষের মধ্যে আবারও বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে দুই পক্ষের ১৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩১ জানুয়ারি ২০২৪, ১৭:১৪

মেহেরপুরে শীতে বিপর্যস্ত জীবন, তাপমাত্রা ৮.৩ ডিগ্রি 
তীব্র শীতে কাঁপছে মেহেরপুর। অব্যহত রয়েছে মৃদু শৈতপ্রবাহ। গতকালের চেয়ে কমেছে তাপপাত্রা।  শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গা-মেহেরপুর অঞ্চলে সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।  এদিকে শৈতপ্রবাহের কবলে শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এতে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী আর কর্মীজীবী মানুষের কষ্টের যেন সীমা নেই। সকাল ৯টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা। প্রচণ্ড ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। প্রতিদিনের আয়ে ভাটা পড়েছে তাদের। ফলে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনপাত করতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডার কারণে কোল্ড ইঞ্জুরি ও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে মাঠ ফসলে। বিভিন্ন ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করেও সমাধান মিলছে না বলে অভিযোগ কৃষকদের।
২৭ জানুয়ারি ২০২৪, ১২:১৪

মেহেরপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেল জয়ী
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন আইনজীবী সমিতির সদস্যরা।  নির্বাচনে ৯টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পেয়েছে ছয়টি পদ অপরদিকে আওয়ামী আইনজীবী পরিষদ থেকে তিনটি পদে জয়লাভ করেছে।  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে জয়লাভ করেছেন সভাপতি পদে মারুফ আহমেদ বিজন ও সাধারণ সম্পাদক এএসএম সাইদুর রাজ্জাক। এ প্যানেল থেকে আরও বিজয়ী হয়েছেন সহসভাপতি পদে রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য পদে মোখলেছুর রহমান স্বপন, কার্যনির্বাহী সদস্য পদে আ ন ম আল মামুন অনল এবং তারিক আহমেদ।  অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে বিজয়ী হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার মাহমুদ শাওন, কোষাধ্যক্ষ পদে রোকেয়া খাতুন এবং পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাগিব মাহফুজ জুয়েল।  সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাস।  এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। ৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ১৪১ জন।
২৬ জানুয়ারি ২০২৪, ২১:১০

মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রি 
একদিন বিরতির পর মেহেরপুরে আজ আবারও মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল তাপমাত্রার পারদ কিছুটা ওপরে উঠলেও গেল মধ্য রাত থেকে আবার শৈতপ্রবাহ শুরু হয়। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় এ অঞ্চলে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।  এদিকে শৈতপ্রবাহের কবলে শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এতে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী আর কর্মীজীবী মানুষের কষ্টের যেন সীমা নেই। সকাল ৯টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা। প্রচণ্ড ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। প্রতিদিনের আয়ে ভাটা পড়েছে তাদের। ফলে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনপাত করতে হচ্ছে। এদিকে প্রচণ্ড ঠান্ডার কারণে কোল্ড ইঞ্জুরি ও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে মাঠ ফসলে। বিভিন্ন ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করেও সমাধান মিলছে না বলে অভিযোগ কৃষকদের।
২৬ জানুয়ারি ২০২৪, ১৩:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়