• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
ঈদে সিয়ামকে নিয়ে ‘ইত্যাদি’র মঞ্চ মাতাবেন মেহজাবীন
বর্তমান সময়ের বড় পর্দার দর্শকপ্রিয় মুখ সিয়াম আহমেদ। সিনেমার পর্দা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ বিভিন্ন নায়িকাদের সঙ্গে নাচতে দেখা যায়। তবে এবার হতে যাচ্ছে তার বিপরীত। নায়ক সিয়ামকে নিয়ে তুমুল নেচেছেন মেহজাবীন চৌধুরী। অঙ্গসজ্জাও নায়িকাসুলভ। এ যেন পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক ছবির টিজার! ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র স্থিরচিত্র থেকে সেটাই অনুমান করা যাচ্ছে। ‘ইত্যাদি’ কর্তা হানিফ সংকেত নিশ্চিত করেছেন, এটা কোনও সিনেমা নয়! ঈদে টিভি পর্দাতেই এমন রূপে দেখা মিলবে সিয়াম-মেহজাবীনকে। বিশেষ একটি গানে মঞ্চ মাতাবেন দু’জনে।  সংকেত জানান, গানটি বিষয়ভিত্তিক। যে গানের মাধ্যমে উঠে আসবে সোশ্যাল হ্যান্ডেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব বিষয়। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন। নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।   প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
২৩ মার্চ ২০২৪, ২১:০৯

‘যুগে যুগে ইবলিশের অনুসারী খারাপ জ্বীনেরা মানুষকে অপহরণ করেছে’
সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘আরারাত’। দর্শকদের বেশ প্রশংসা পাচ্ছে কাজটি। রোমান্টিক থ্রিলার ঘরানার এ কনটেন্ট নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এদিকে সামাজিক মাধ্যমে ওয়েব সিরিজটির প্রচারণা চালাচ্ছেন মেহজাবীন। নিজের ফেসবুকে ‘আরারাত’র একটি ক্লিপ প্রকাশ করেছেন মেহজাবীন। সঙ্গে লিখেছেন, যুগে যুগে ইবলিশের অনুসারী খারাপ জ্বীনেরা মানুষকে অপহরণ করেছে; মুসলিম জাহানের খলিফা ওমরের শাসনকালে এক ব্যক্তির উল্লেখ আছে যাকে খারাপ জ্বীন অপহরণ করেছিল। যে কাজ সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি অপছন্দ করে সেটাই ইবলিশ সবচেয়ে বেশি পছন্দ করে।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৫

অবশেষে বড় পর্দায় নাম লেখাচ্ছেন মেহজাবীন
এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি। দীর্ঘদিন ধরেই মেহজাবীনকে বড় পর্দায় দেখার অপেক্ষায় প্রহর গুনছিলেন তার ভক্তরা। অবশেষে তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। বড় পর্দায় নাম লেখাচ্ছেন মেহজাবীন।  বছরের শুরুতেই বড় পর্দায় অভিষেকের ঘোষণা দিয়েছিলেন মেহজাবীন। তবে কবে, কীভাবে বড় পর্দায় অভিষেক ঘটাবেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এই অভিনেত্রী।  বুধবার (২১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রথম চলচ্চিত্রের একটি পোস্টার শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন মেহজাবীন। ওই পোস্টারে দেখা যায়— এলোমেলো চুলে, আনমনা এক মেহজাবীনকে।  মেহজাবীনের প্রথম সিনেমার নাম ‘সাবা’। সিনেমাটির পরিচালনায় রয়েছেন মাকসুদ হোসেন। অভিনয়ের পাশাপাশি সিনেমায় প্রযোজনাও করছেন মেহজাবীন। সিনেমাটির গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা নিজে। সিনেমায় মেহজাবীন ছাড়া আরও অভিনয় করতে দেখা যাবে— রোকায়া প্রাচী ও মোস্তফা মনোয়ারকে।   প্রসঙ্গত, মেহজাবীন অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ ‘আরারাত’। গেল ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে সিরিজটি। এটি নির্মাণ করেছেন ভিকি জাহিদ। মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, রোজী সিদ্দিকী।    
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১১

শোবিজে পা রাখলেন মেহজাবীনের বোন
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে আটকা পড়েছেন অগণিত ভক্ত। ভিন্ন মাত্রিক চরিত্রে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকদের মণিকোঠায়। পর্দায় নিজের চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই তার। ছোটপর্দায় ইতোমধ্যেই নিজেকে সেরা প্রমাণ করেছেন মেহজাবীন। এবার তার পথেই হাঁটলেন অভিনেত্রীর ছোটবোন মুকাদ্দাস মালাইকা চৌধুরী। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পা রেখেছেন মালাইকা। ত্বকের রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। মালাইকার এই যাত্রায় অভিনন্দন জানিয়েছেন বড়বোন মেহজাবীন। নিজের ফেসবুকে বিজ্ঞাপনচিত্রটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মালাইকা চৌধুরী— তোমার ডেব্যু হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।’  মেহজাবীনের ভক্তদের সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় রয়েছে মালাইকার। কারণ, চার বছর আগে সোশ্যাল মিডিয়ায় তার ছবি প্রকাশ করেছিলেন মেহজাবীন। সেটা দেখে অনেকেই ধারণা করেছিলেন বোনকে শোবিজে আনার পূর্বাভাস দিলেন মেহজাবীন। সে সময় শোনা গিয়েছিল ছোট পর্দায় নয়, বড় পর্দা দিয়েই শোবিজে পা রাখবেন মালাইকা। তবে বিজ্ঞাপনচিত্র দিয়েই মিডিয়ায় পথচলা শুরু করলেন  মেহজাবীনের বোন।   বড় পর্দা দিয়ে অভিষেক না হলেও সেটা নিয়ে কোনো আফসোস নেই মেহজাবীন ভক্তদের। প্রিয় তারকার বোনকে এরইমধ্যে বরণ করে নিয়েছেন তারা। অনেকেই আবার দাবি জানিয়েছেন দুই বোনকে একফ্রেমে দেখার। আবার কেউ লিখেছেন, মালাইকা দেখতে হুবহু মেহাজীবনের মতোই। প্রসঙ্গত, মেহজাবীনরা তিন বোন। সবার ছোট মালাইকা। তাদের আরেক বোনের নাম কায়নাত করিম চৌধুরী। মালাইকার যেমন মডেলিংয়ের প্রতি বেশি আগ্রহ, তেমনি পড়াশোনায় নিজেকে মগ্ন রাখতে পছন্দ করেন কায়নাত।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়