• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
কার পার্কিংয়ে দোকান থাকতে পারবে না : মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ভবনের কার পার্কিংয়ে কোনও দোকান বা বাজার থাকতে পারবে না এটি হচ্ছে আরেকটি মরণফাঁদ। আমরা কেউ মরণফাঁদ দেখতে চাই না। শনিবার (৬ এপ্রিল) বিকালে রাজধানীর একটি হোটেলে ‘অগ্নি প্রতিরোধ ও নিরাপত্তা : আমাদের সম্প্রদায়কে রক্ষা করা’ শীর্ষক গোলটেবিল বৈঠক তিনি এ কথা বলেন। মেয়র আতিক বলেন, কমার্শিয়াল বিল্ডিংয়ের নিচে দেখেছি কার পার্কিং। ভবনের কার পার্কিংয়ে কোনও শপিং মল বা বাজার থাকতে পারবে না। তিনি বলেন, এ ধরনের আন্ডারগ্রাউন্ড শপিং মলে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেক্ষেত্রে কারও দ্রুত সরে যাওয়ার সুযোগ নেই। ধোঁয়ায় বেশিরভাগ মানুষ মারা যাবে। মরণফাঁদ আমরা কেউ দেখতে চাই না। মেয়র আতিকুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় বা স্কুল, অন্য কোনও প্রতিষ্ঠানের যেসব স্থানে মশার প্রজনন হবে, যেমন-বাথরুমের কমোড, ফুলের টব অবশ্যই ঢেকে রেখে যেতে হবে। এছাড়া ভবনের ফুলের টব বা রঙের খালি কৌটা যদি থাকে, এগুলো ঢেকে যেতে হবে। না হলে এসব স্থানে এডিস মশার প্রজনন হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য নিরাপদ ও সুস্থ রাখতে প্রত্যেকের বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব স্থানে স্বচ্ছ পানি জমে, সেটা যাতে না হয়, সেজন্য সবাইকে বিশেষ নজর দিতে হবে। মেয়র বলেন, শহরকে বাঁচাতে দখল এবং দূষণ রোধে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এসবের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
০৬ এপ্রিল ২০২৪, ২২:১৭

ইভিএমে ভোগান্তির অভিযোগ মেয়র প্রার্থীর
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ভোগান্তির কথা জানালেন সদ্য সাবেক মেয়র ইকরামুল হক টিটু। তিনি বলেন, ইভিএম নিয়ে ভোগান্তির কথা শুনছি। অনেকের আঙুলের ছাপ মিলছে না। ভোটারদের যেন বারবার ঘুরতে না হয়। বিড়ম্বনা হলে ভোটাররা কেন্দ্রে আসবেন না। কেউ যেন ভোট না দিয়ে ফিরে না যায়, সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করব।  শনিবার (৯ মার্চ) সকালে ময়মনসিংহ সিটি নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তিনি এই অভিযোগ করেন।  সদ্য সাবেক মেয়র ইকরামুল হক সকাল সোয়া নয়টায় নগরীর কালীবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দেন। তিনি লড়ছেন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ইকরামুল হক বলেন, ঘণ্টাখানেক আগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। এখনো অনেকটা সময় আছে। আশা করছি, ভোটার উপস্থিতি বাড়বে। নির্বাচনের পরিবেশ ভালো। আশা করি, ভোট দিয়ে মানুষ আমাকে জয়যুক্ত করবে। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে আশা করি। এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। কিন্তু টেকনিক্যাল কারণে হয়তো অনেক ভোটারদের আঙুলের ছাপ মিলছে না।  এই সমস্যা ডদি সমাধান করা যায় তাহলে ভোটার উপস্থিতি বাড়বে। এবার মেয়র পদের প্রার্থীরা হলেন-সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু। তার নির্বাচনী প্রতীক টেবিল ঘড়ি। এ ছাড়া, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম লড়ছেন ঘোড়া প্রতীকে, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু লড়ছেন হাতি প্রতীকে, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক লড়ছেন হরিণ প্রতীকে এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল লড়ছেন লাঙল প্রতীকে। ১১ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর পদপ্রার্থীর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই।  উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়। ২০১৯ সালের ৫মে অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক। এবার নিজ দলের একাধিক নেতা প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে তাকে।  রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি করপোরেশনের মোট ৩৩টি ওয়ার্ড। এতে কাউন্সিলর পদে ১৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীতে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন পুরুষ, ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন নারী ও ৯ জন হিজড়া। 
০৯ মার্চ ২০২৪, ১১:১৫

কুসিক উপনির্বাচনে ৪ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ 
কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।   জানা গেছে, মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা বাস প্রতীক পেয়েছেন, দুবারের সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি, বহিষ্কৃত বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তামিম হাতি প্রতীক পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন। আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ লাখ ৪২ হাজার ৬৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়